A
unexpected
B
tempting
C
disappointing
D
ordinary
উত্তরের বিবরণ
শব্দ: Alluring (adjective)
ইংরেজি অর্থ: খুবই আকর্ষণীয় এবং রহস্যময়; মুগ্ধকর বা প্রলুব্ধকারী।
বাংলা অর্থ: মুগ্ধকর বা জাদুকরী।
উদাহরণ বাক্য: The town offers alluring shops and restaurants.
নিচের অপশনগুলোর অর্থ:
-
ক) Unexpected – অপ্রত্যাশিত
-
খ) Tempting – প্রলুব্ধকারী, আকর্ষণীয়
-
গ) Ordinary – সাধারণ
-
ঘ) Dreary – বিষণ্ণ, নীরস
বিশ্লেষণ:
“Alluring” এবং “Tempting” শব্দগুলো অর্থে খুব কাছাকাছি। সুতরাং, উদাহরণ বাক্যে The new offer of job was alluring, এখানে “alluring” শব্দের অর্থ হলো tempting বা প্রলুব্ধকারী।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 4 days ago
Who composed the sonnet "Ozymandias"?
Created: 1 week ago
A
William Wordsworth
B
Charles Lamb
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
Ozymandias
Poet: Percy Bysshe Shelley
-
Ozymandias হলো P. B. Shelley রচিত একটি sonnet, যা প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে মিশরীয় শাসক Pharaoh Ramesses II-এর Greek নাম।
-
কবিতার মূল বার্তা: ক্ষমতা ক্ষণস্থায়ী।
-
যত বড় ক্ষমতাধর বা শক্তিশালী শাসকই হোক না কেন, তার ক্ষমতা ও কীর্তি চিরস্থায়ী নয়।
P. B. Shelley (1792–1822)
-
পূর্ণ নাম: Percy Bysshe Shelley।
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি এবং Romantic Movement-এর অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
Shelley তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত কাব্যভাষা এবং সামাজিক পরিবর্তনের প্রতি গভীর সমর্থন এর জন্য পরিচিত।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের একজন Revolutionary Poet বলা হয়।
-
Shelley বিশ্বাস করতেন, সমাজের মৌলিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে একটি গৌরবময় স্বর্ণযুগ আসবে।
-
তাঁর সাহিত্যকর্মে স্বাধীনতা, মানবতা ও বিপ্লবী চেতনার প্রতিফলন পাওয়া যায়।
Notable Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Dramas:
-
Prometheus Unbound
-
The Cenci
Source: Britannica

0
Updated: 1 week ago
Verb of 'Number' is __
Created: 1 week ago
A
number
B
enumerate
C
numbering
D
numerical
According to The Oxford dictionary,
ক) Number (noun) (পরিমাণ বা অঙ্ক; সংখ্যা) - An arithmetical value, expressed by a word, symbol, or figure, representing a particular quantity and used in counting and making calculations.
- Number (Verb) (সংখ্যা দ্বারা চিহ্নিত করা; সংখ্যা দেওয়া)
- Amount to (a specified figure or quantity); comprise.
খ) Enumerate (verb) গণনা করা; এক এক করে নামোল্লেখ করা
- it itself is a different verb that is similar to the verb 'number'
গ) Numbering (verb)- চিহ্নিত করা; সংখ্যাগণনা করা; সংখ্যা দেত্তয়া;
- This is the continuous form or gerund of the verb "number." It denotes an ongoing action.
- For example, "He is numbering the pages of the manuscript."
ঘ) Numerical(adjective) সংখ্যাবিষয়ক; সংখ্যাভুক্ত; সংখ্যাসূচক।
• Number এবং Numbering উভয়ই verb form এ রয়েছে কিন্তু tense ভেদে এরা ভিন্ন ভাবে ব্যবহৃত হয়।
- কিন্তু যদি number এর base verb form জানতে চাওয়া হয় তবে সেক্ষেত্রে Number অধিক গ্রহণ যোগ্য।
- যদি number এর ongoing or continous form জানতে চাওয়া হয়, তখন সেক্ষেত্রে numbering গ্রহণযোগ্য।
- প্রদত্ত প্রশ্নে parts of speech এর interchange এর ভিত্তিতে যেহেতু number এর verb form জানতে চাওয়া হয়েছে, তাই অধিক গ্রহণ যোগ্য উত্তর হিসেবে number উত্তর রাখা হয়েছে।
Source: Oxford Dictionary and Merriam Webster Dictionary and Bangla Academy Dictionary.

0
Updated: 1 week ago
Fraility the name is women. Here 'Fraility' is:
Created: 1 month ago
A
A noun
B
An adjective
C
An adverb
D
A verb
এখানে যে লাইনটি উল্লেখ করা হয়েছে, সেটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার William Shakespeare-এর ট্র্যাজেডি নাটক Hamlet থেকে নেওয়া একটি বিখ্যাত উক্তি।
• মূল উক্তিটি হলো – “Frailty, thy name is woman.”
অর্থাৎ, প্রশ্নে "Fraility" বানানটি ভুল লেখা হয়েছে। সঠিক বানান হবে Frailty।
• এই উক্তিতে ব্যবহৃত Frailty শব্দটি হলো একটি Noun (বিশেষ্য)।
• Frailty [noun] (uncountable)
English অর্থ: শারীরিক বা মানসিক দুর্বলতা।
বাংলা অর্থ: ভঙ্গুরতা, নশ্বরতা, ক্ষণস্থায়িত্ব, নৈতিক দুর্বলতা বা ছোটখাটো দোষত্রুটি।
• উদাহরণ:
Though ill for most of her life, physical frailty never stopped her from working.
(তিনি জীবনের বেশিরভাগ সময় অসুস্থ ছিলেন, কিন্তু শারীরিক দুর্বলতা কখনও তাকে কাজ করতে বাধা দেয়নি।)
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 1 month ago