Fill in the blank with appropriate use of tense : I couldn't mend the computer myself, so I ____ at a shop.
A
had it mended
B
had it mend
C
did it mend
D
had mended
উত্তরের বিবরণ
Causative Verb এর নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had it mended.
- Complete sentence: I couldn't mend the computer myself, so I had it mended at a shop.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত it দ্বারা Computer কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle had it mended হয়েছে।
• তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.

0
Updated: 1 month ago
Which word is an antonym of "grandiloquent"?
Created: 3 weeks ago
A
Concise
B
Vacillating
C
Pretentious
D
Magniloquent
Grandiloquent একটি adjective, যা বোঝায় ভাষা বা বক্তৃতার ক্ষেত্রে অত্যধিক জটিল বা আড়ম্বরপূর্ণ স্টাইল, যা প্রাধান্য বা প্রশংসা আকর্ষণ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত বড় বড় কথা বলা বা বাগাড়ম্বরপূর্ণ আচরণ নির্দেশ করে।
-
Grandiloquent (adjective)
English Meaning: A style or way of using language that is complicated to attract admiration and attention, especially to make someone or something seem important
Bangla Meaning: বাগাড়ম্বরপূর্ণ -
Correct Answer (Antonym): Concise (সংক্ষিপ্ত)
-
Synonyms: Bombastic (আড়ম্বরপূর্ণ), Magniloquent ((শব্দ/বক্তৃতার ক্ষেত্রে) বাগাড়ম্বরপূর্ণ; (ব্যক্তির ক্ষেত্রে) বড় বড় কথা বলা), Pretentious (আত্মাভিমানী; আত্মশ্লাঘা)
-
Antonyms: Unpretentious (নিরহঙ্কার), Concise (সংক্ষিপ্ত)
-
Other Forms:
-
Grandiloquence (noun)
-
-
Other Option: Vacillating (দ্বিধা; দ্বিধান্বিত; আন্দোলিত)
-
Example Sentences:
-
Stop being so grandiloquent—tell me in simple words what happened!
-
The CEO's grandiloquent announcement about 'revolutionizing the industry' lacked concrete plans, leaving investors unimpressed.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
If the sentence is a universal truth or habitual fact, the tense will be
Created: 1 week ago
A
Past Indefinite Tense
B
Present Indefinite Tense
C
Future Indefinite Tense
D
Present Continuous Tense
সঠিক উত্তর: Present Indefinite Tense
Present Indefinite Tense:
যে কাজ বর্তমানে ঘটে, নিয়মিতভাবে বা অভ্যাসগতভাবে ঘটে, কিংবা চিরসত্য (Universal Truth) বোঝায়, সে ধরনের বাক্য Present Indefinite Tense-এ গঠিত হয়। এটি সাধারণত অভ্যাস, স্বভাব, নিয়মিত কার্যক্রম, প্রাকৃতিক সত্য ও সাধারণ তথ্য প্রকাশ করতে ব্যবহৃত হয়।
Present Indefinite Tense নির্দেশক শব্দসমূহ:
Always, Daily, Regularly, Normally, Generally, Every day, Usually, Occasionally, Rarely, Frequently, Naturally, Constantly, Sometimes, Often, Nowadays, Seldom, Never ইত্যাদি শব্দগুলো সাধারণত এই Tense-এ ব্যবহৃত হয়।
Sentence Structure:
১. Affirmative Sentence:
Subject + মূল Verb এর Present Form + Object + Extension
উদাহরণ: He plays football every day.
(সে প্রতিদিন ফুটবল খেলে।)
২. Negative Sentence:
Subject + do/does + not + মূল Verb এর Present Form + Extension
উদাহরণ: He does not play football every day.
(সে প্রতিদিন ফুটবল খেলে না।)
নোট:
-
He, She, It বা Singular Subject হলে verb-এর সঙ্গে -s / -es যুক্ত হয়।
-
I, We, You, They এর ক্ষেত্রে verb-এর মূল রূপ ব্যবহৃত হয়।

0
Updated: 1 week ago
'David Copperfield' is a/an ___ novel.
Created: 1 month ago
A
Victorian
B
Elizabethan
C
Romantic
D
Modern
David Copperfield (Charles Dickens রচিত উপন্যাস)
-
David Copperfield ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত ঔপন্যাসিক Charles Dickens-এর লেখা একটি উপন্যাস। তাই একে ভিক্টোরিয়ান উপন্যাস হিসেবে ধরা হয়।
-
উপন্যাসটির পূর্ণ নাম The Personal History of David Copperfield। এটি প্রথমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ১৮৫০ সালে বই আকারে বের হয়।
-
Dickens নিজে মনে করতেন, এটি তার সবচেয়ে প্রিয় সৃষ্টি। তাই তিনি উপন্যাসটিকে আখ্যা দিয়েছিলেন তাঁর “favorite child.”
-
কাহিনীর অনেক অংশই লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নেওয়া। অর্থাৎ, এটি একটি semi-autobiographical (আত্মজীবনীমূলক) উপন্যাস। গল্পের সময়কাল রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথম দিকের সময়কে কেন্দ্র করে রচিত।
প্রধান চরিত্রসমূহ
-
David Copperfield
-
Uriah Heep
-
Peggotty
-
James Steerforth
-
Wilkins Micawber
-
Edward Murdstone
-
Aunt Betsey Trotwood
-
Dora Spenlow প্রমুখ
লেখক Charles Dickens
-
জন্ম: ৭ ফেব্রুয়ারি ১৮১২, পোর্টসমাউথ, হ্যাম্পশায়ার, ইংল্যান্ড
-
মৃত্যু: ৯ জুন ১৮৭০
-
ছদ্মনাম: “Boz”
-
ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে তিনি পরিচিত।
তার উল্লেখযোগ্য রচনা
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times ইত্যাদি
তথ্যসূত্র: Encyclopaedia Britannica এবং Live MCQ Lecture

0
Updated: 1 month ago