The mother sat vigilantly beside the sick baby. Here 'vigilantly' is -
A
a noun
B
an adverb
C
an adjective
D
none of the three
উত্তরের বিবরণ
The mother sat vigilantly beside the sick baby.
বিশ্লেষণ:
-
এখানে ‘vigilantly’ হলো একটি adverb।
-
এটি ‘sat’ (verb) কে modify করেছে।
-
সহজভাবে বলতে গেলে, যে শব্দ কোনো ক্রিয়াকে (verb) ব্যাখ্যা বা বর্ণনা করে, তাকে adverb বলা হয়।
‘Vigilantly’ অর্থ:
-
ইংরেজি: in a way that is always careful to notice things
-
বাংলা: সতর্কভাবে
উদাহরণ বাক্য:
-
Our community has acted vigilantly to ensure that all activities are appropriate.
-
আমাদের সম্প্রদায় সমস্ত কার্যক্রম উপযুক্ত কিনা তা নিশ্চিত করতে সতর্কভাবে কাজ করেছে।
উৎসঃ Cambridge Dictionary

0
Updated: 1 month ago
Let _____ be witnesses.
Created: 1 month ago
A
you and him
B
he and you
C
you and he
D
you and his
Complete Sentence:
-
Let you and him be witnesses.
Explanation:
-
ইংরেজিতে একাধিক pronoun বসানোর নিয়ম অনুযায়ী সাধারণত second person → third person → first person ক্রমে বসে। Verb সর্বদা plural হয়।
-
দোষ বা অপরাধ স্বীকারের ক্ষেত্রে first → second → third ক্রমে বসতে পারে। যেমন: I, you and he committed the crime.
-
সাধারণত Let এর পর objective pronoun বসে।
-
এখানে you and him হলো objective pronoun, এবং এর subjective form হবে you and he।
-
নিয়ম অনুযায়ী সঠিক বাক্য: Let you and him be witnesses.
-
অন্যান্য বিকল্পে pronoun-এর ভুল ব্যবহারের কারণে বাক্যগুলো সঠিক নয়।

0
Updated: 1 month ago
"A rolling stone gathers no moss" The complex form of the sentence is-
Created: 1 month ago
A
Since a stone is rolling, it gathers no moss.
B
Though a stone rolls, it gathers no moss.
C
A stone what rolls gathers no moss.
D
A stone that rolls gathers no moss.
যদি একটি participle যুক্ত simple sentence কে complex sentence এ রূপান্তর করতে হয়, তাহলে participle অংশকে subordinate clause এ রূপান্তর করতে হয়, আর বাকির অংশ main clause হিসেবে অপরিবর্তিত থাকে।
উদাহরণ হিসেবে বিবেচনা করি:
-
প্রদত্ত বাক্য: A rolling stone gathers no moss.
-
এখানে “rolling” হচ্ছে present participle।
-
participle অংশকে subordinate clause এ রূপান্তর করলে এটি হবে: A stone that rolls।
-
মূল বাক্য বা main clause হলো gathers no moss।
অতএব, সঠিক রূপান্তর হবে:
-
Complex sentence: A stone that rolls gathers no moss.
উৎস: সাধারণ ইংরেজি ব্যাকরণ, participle-to-subordinate clause রূপান্তরের নিয়ম।

0
Updated: 1 month ago
Which of the following is a synonym of “gaudy”?
Created: 1 month ago
A
Muted
B
Understated
C
Plain
D
Ornate
The closest in meaning to 'Gaudy' is Ornate.
Gaudy (adjective)
-
English Meaning: Extravagantly bright or showy, typically so as to be tasteless.
-
Bangla Meaning: চকচকে; অতিরঞ্জিত; ফালতুভাবে সাজানো।
অপশন আলোচনা:
-
Muted – শান্ত; মৃদু রঙের; কম চকমকে।
-
Understated – সংযমিত; সরলভাবে প্রকাশিত।
-
Plain – সাধারণ; সরল; অতিরঞ্জিত নয়।
-
Ornate – অতি-সাজানো; ঝকঝকে; চকমকে। ✅
Source:
-
Merriam-Webster.
-
Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago