A chart was appended to the report. Here 'appended' means-
A
changed
B
removed
C
joined
D
shortened
উত্তরের বিবরণ
শব্দ: Append (ক্রিয়া, পারস্পরিক নয়)
ইংরেজি অর্থ: কোনো লেখা বা নথির শেষে কিছু যোগ করা।
বাংলা অর্থ: লেখায় বা নথিতে সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।
উদাহরণ: The results of the survey are appended to this chapter.
(বাংলা: জরিপের ফলাফলটি এই অধ্যায়ের সাথে সংযুক্ত করা হয়েছে।)
প্রশ্নের বিকল্পগুলোর অর্থ:
-
ক) changed: পরিবর্তিত বা ভিন্ন করা; অন্য কিছু দিয়ে পরিবর্তন করা।
-
খ) removed: সরানো বা বাদ দেওয়া।
-
গ) joined: দুটি জিনিসকে মিলিয়ে সংযুক্ত করা।
-
ঘ) shortened: ছোট বা সংক্ষিপ্ত করা।
ব্যাখ্যা:
যদি বলা হয় “A chart was appended to the report,” এখানে appended শব্দের অর্থ হচ্ছে “joined” বা সংযুক্ত করা। অর্থাৎ, একটি চার্ট রিপোর্টের শেষে যোগ করা হয়েছে।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy, Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
He entered _____ the school through the gate.
Created: 2 weeks ago
A
at
B
with
C
to
D
No preposition
Transitive Verb-এর পরে সাধারণত কোনো Preposition বসে না; এর সঙ্গে সরাসরি Object বসে।
-
কিছু সাধারণ Transitive Verbs: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি।
Correct Sentence: He entered the school through the gate.

0
Updated: 2 weeks ago
She ______ stop herself from buying the flower plant yesterday.
Created: 2 months ago
A
could not scarcely
B
could scarcely
C
could have scarcely
D
can scarcely
Complete sentence: She could scarcely stop herself from buying the flower plant yesterday.
• সঠিক উত্তর: খ) could scarcely
-
Full Sentence: She could scarcely stop herself from buying the flower plant yesterday.
-
বাংলা অর্থ: সে গতকাল ফুলের গাছটি কেনা থেকে নিজেকে প্রায় আটকাতে পারল না।
-
Grammar Note:
-
Could একটি modal verb, যা অতীত সময়ে ক্ষমতা বা সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: She could run fast when she was young. (সে ছোটবেলায় দ্রুত দৌড়াতে পারত।)
-
-
Scarcely একটি negative adverb, যার অর্থ “প্রায় না / খুব কষ্টে।”
-
এটি সাধারণত modal verb-এর পরেই বসে।
-
উদাহরণ: He could scarcely speak. (সে প্রায় কথা বলতে পারছিল না।)
-
-
Modal verb এর পরে base form verb বসে।
-
“Yesterday” দ্বারা বোঝানো হয়েছে যে ঘটনাটি অতীতে ঘটেছে, তাই present tense (যেমন can scarcely) ব্যবহার করা যাবে না।
-
Other options:
ক) could not scarcely
-
❌ দ্বৈত নেতিবাচক (Double negative)।
-
“could not” এবং “scarcely” একসাথে ব্যবহার করলে বাক্য ভুল হয়ে যায়।
-
যেমন: She could not scarcely stop... → এটি ব্যাকরণগতভাবে ভুল।
গ) could have scarcely
-
❌ Could have ব্যবহার হয় অবাস্তব বা অনুমানমূলক অতীত ঘটনা বোঝাতে।
-
কিন্তু এখানে বাস্তবে যা ঘটেছে তাই বোঝানো হয়েছে।
-
উদাহরণ: She could have scarcely imagined the price. → অনুমান করা কঠিন ছিল।
ঘ) can scarcely
-
❌ Can বর্তমান কাল বোঝায়, কিন্তু বাক্যে yesterday আছে অর্থাৎ অতীতকাল।
-
তাই present tense modal ব্যবহার করা যাবে না।
Source: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
My uncle and benefactor _____ come.
Created: 1 month ago
A
has
B
is
C
are
D
have
Complete Sentence: My uncle and benefactor has come.
-
যখন দুইটি শব্দ/পদ (যেমন: uncle এবং benefactor) একটি মাত্র ব্যক্তিকে বোঝায়, তখন subject টি singular noun হিসেবে বিবেচিত হয়।
-
এখানে My uncle and benefactor একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই singular verb (has) ব্যবহার করতে হবে।
নির্দিষ্ট নিয়ম:
-
কোনো conjunction (and) থাকলেও, যদি and দ্বারা দুটি উপাধি বা একই ব্যক্তির দুই পরিচিতি যুক্ত হয়, তাহলে verb হবে singular।
-
উদাহরণ: The poet and philosopher has died. (একই ব্যক্তি)
-
-
কিন্তু ভিন্ন ব্যক্তি হলে plural verb হবে:
-
উদাহরণ: My uncle and my benefactor have come. (দুই ব্যক্তি)
-

0
Updated: 1 month ago