"A rolling stone gathers no moss" The complex form of the sentence is-
A
Since a stone is rolling, it gathers no moss.
B
Though a stone rolls, it gathers no moss.
C
A stone what rolls gathers no moss.
D
A stone that rolls gathers no moss.
উত্তরের বিবরণ
যদি একটি participle যুক্ত simple sentence কে complex sentence এ রূপান্তর করতে হয়, তাহলে participle অংশকে subordinate clause এ রূপান্তর করতে হয়, আর বাকির অংশ main clause হিসেবে অপরিবর্তিত থাকে।
উদাহরণ হিসেবে বিবেচনা করি:
-
প্রদত্ত বাক্য: A rolling stone gathers no moss.
-
এখানে “rolling” হচ্ছে present participle।
-
participle অংশকে subordinate clause এ রূপান্তর করলে এটি হবে: A stone that rolls।
-
মূল বাক্য বা main clause হলো gathers no moss।
অতএব, সঠিক রূপান্তর হবে:
-
Complex sentence: A stone that rolls gathers no moss.
উৎস: সাধারণ ইংরেজি ব্যাকরণ, participle-to-subordinate clause রূপান্তরের নিয়ম।

0
Updated: 1 month ago
Swain is a _______ gender.
Created: 1 month ago
A
masculine
B
feminine
C
common
D
neuter
Swain
-
Gender: Masculine
-
Bangla meaning: গ্রাম্য যুবক
-
Feminine form: Nymph (রূপসী নারী)
Source: Accessible Dictionary

0
Updated: 1 month ago
Choose the correct meaning of the phrase “At the outset”.
Created: 3 weeks ago
A
At the end
B
At the beginning
C
In the middle
D
After a while
At the outset এর অর্থ এবং ব্যবহার নিম্নরূপ:
-
English Meaning: the beginning
-
Bangla Meaning: শুরুতেই / প্রারম্ভেই
Example Sentence:
I told him at the outset I wasn't interested.
Bangla Meaning: আমি তাকে শুরুতেই বলেছিলাম যে আমি আগ্রহী নই।
Source:

0
Updated: 3 weeks ago
A lost opportunity never returns. Here 'lost' is a -
Created: 1 month ago
A
gerund
B
verbal noun
C
gerundial infinitive
D
participle
Participle
উদাহরণ বাক্য: “A lost opportunity never returns.”
এখানে ‘lost’ হলো participle। কেন?
-
Verb ও Adjective উভয় কাজ করছে:
-
‘lost’ এর মূল রূপ হলো verb (lose), কিন্তু এখানে এটি noun opportunity কে modify করছে।
-
অর্থাৎ, এটি ইতিমধ্যে ‘opportunity’ হারিয়ে গেছে—এই তথ্যটি প্রকাশ করছে।
-
-
Participle কি?
-
যে শব্দ একসাথে verb এবং adjective (মাঝে মাঝে adverb) এর কাজ করে, তাকে participle বলা হয়।
-
সহজভাবে বলতে গেলে, participle হলো verb এর একটি রূপ যা noun বা pronoun কে describe করে।
-
-
রূপ অনুযায়ী participle:
-
Present Participle: ends in -ing
-
উদাহরণ: Do not disturb a sleeping dog.
-
-
Past Participle: ends in -ed, -d, -t, -en, -n
-
উদাহরণ: This is a book written by Charles Dickens.
-
-
Perfect Participle: formed with having + past participle
-
উদাহরণ: Having eaten rice, he went to bed.
-
-
সারসংক্ষেপ:
-
“lost” এখানে past participle।
-
এটি noun opportunity কে modify করছে এবং verb এর অর্থও বহন করছে।
-
তাই, যেকোনো শব্দ যা একই সঙ্গে verb এবং adjective হিসেবে কাজ করে, তাকে participle বলা হয়।
সূত্র: Azar, Betty Schrampfer. Understanding and Using English Grammar. 5th Edition. Pearson Education.

0
Updated: 1 month ago