Which of the following words is in singular form?
A
formulae
B
agenda
C
oases
D
radius
উত্তরের বিবরণ
উত্তর: Radius
-
Radius (একবচন / singular) – একটি বৃত্তের কেন্দ্র থেকে এর প্রান্ত বা একটি গোলকের কেন্দ্র থেকে তার পৃষ্ঠ পর্যন্ত সোজা লাইন।
-
ইংরেজি অর্থ: a straight line joining the center of a circle to its edge or the center of a sphere to its surface
-
বাংলা অর্থ: ব্যাসার্ধ
-
বহুবচন (plural): Radii
-
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
Formulae – এটি বহুবচন (plural) রূপ।
-
singular: Formula – নির্দেশাবলি, নিয়ম বা পদ্ধতি
-
আরেকটি বহুবচন রূপ: Formulas
-
-
Agenda – সাধারণত plural হিসেবে ব্যবহৃত হয়।
-
singular: Agendum – সভার কার্যতালিকা
-
আরেকটি বহুবচন রূপ: Agendums
-
-
Oases – এটি বহুবচন (plural) রূপ।
-
singular: Oasis – মরূদ্যান
-
উৎস: বাংলা একাডেমি অভিধান, Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
We should help one another in times of need. here, 'one another' is -
Created: 1 month ago
A
Demonstrative Pronoun
B
Distributive Pronoun
C
Reflexive Pronoun
D
Reciprocal pronoun
Sentence:
We should help one another in times of need.
Analysis:
-
এখানে 'one another' হলো Reciprocal pronoun।
Reciprocal Pronoun:
-
এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another ব্যবহার করা হয়।
-
তাই one another এবং each other দুটোই Reciprocal pronoun।
Usage:
-
Each other: দু'জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
Example: Habiba and Tonny hugged each other.
-
-
One another: দু'জনের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
Example: The team members supported one another.
-
Pronoun-এর ৮ প্রকার:
-
Personal Pronoun: I, we, me, it
-
Demonstrative Pronoun: this, that
-
Interrogative Pronoun: what, who
-
Relative Pronoun: what, who, that
-
Indefinite Pronoun: one, some, any, all, many
-
Distributive Pronoun: each, every
-
Reflexive Pronoun: myself, themselves
-
Reciprocal Pronoun: each other, one another

0
Updated: 1 month ago
Identify the word that represents the opposite of someone who is a “Laughing stock.”
Created: 1 month ago
A
Respected authority
B
Ridiculed person
C
Mocked individual
D
Clown
• The opposite of 'Laughing stock' is - Respected authority.
• Laughing stock (noun)
English Meaning: a person subjected to general mockery or ridicule.
Bangla Meaning: হাসির পাত্র; উপহাসের বস্তু।
অপশন আলোচনা:
- Respected authority - সম্মানিত কর্তৃপক্ষ; শ্রদ্ধেয় ব্যক্তি।
- Ridiculed person - উপহাসিত ব্যক্তি।
- Mocked individual - বিদ্রূপের পাত্র।
- Clown - ভাঁড়; হাস্যকর ব্যক্তি।

0
Updated: 1 month ago
The indirect speech of the sentence: Shila said to him, “Are you satisfied with your new car?"
Created: 3 weeks ago
A
Shila asked him whether he is satisfied with his new car.
B
Shila asked him if he was satisfied with his new car.
C
Shila asked him if he had been satisfied with his new car
D
Shila enquired of him whether he has been satisfied with his new car.
সঠিক উত্তর: খ) Shila asked him if he was satisfied with his new car.
ব্যাখ্যা:
-
Interrogative sentence যুক্ত Direct Speech কে Indirect Speech করার নিয়ম অনুযায়ী:
-
প্রশ্নের ক্ষেত্রে সাধারণত ask বা enquire ব্যবহার হয়।
-
Yes/No প্রশ্ন হলে if বা whether ব্যবহার করা হয়।
-
Direct speech-এর present tense সাধারণত past tense-এ পরিবর্তিত হয়।
-
Pronoun ও possessive pronoun ঠিকভাবে পরিবর্তন করতে হয়।
-
Indirect speech-এর গঠন:
-
Subject + ask + object + if/whether + reported speech-এর subject + tense অনুসারে verb + extension
উদাহরণ:
-
Direct: Shila said to him, “Are you satisfied with your new car?”
-
Indirect: Shila asked him if he was satisfied with his new car.
অন্যান্য বিকল্পের বিশ্লেষণ:
-
ক) Shila asked him whether he is satisfied with his new car
-
এখানে is satisfied → tense ঠিক করা হয়নি। Reported speech past tense হওয়া উচিত।
-
-
গ) Shila asked him if he had been satisfied with his new car
-
এখানে had been হলো past perfect।
-
Past perfect ব্যবহৃত হয় যদি মূল বাক্য past tense-এ হয় বা পূর্বের ঘটনার কথা বলা হয়।
-
মূল বাক্য present tense, তাই past perfect প্রয়োজন নেই।
-
-
ঘ) Shila enquired of him whether he has been satisfied with his new car
-
এখানে has been হলো present perfect, কিন্তু reporting verb past tense।
-
ফলে tense mismatch হয়েছে।
-

0
Updated: 2 weeks ago