A
সমাজ
B
পানি
C
মিছিল
D
নদী
উত্তরের বিবরণ
বিশেষ্যের প্রকারভেদ ও উদাহরণ
বিশেষ্য পদ
যে শব্দগুলো দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা বা গুণের নাম বোঝানো হয়, সেগুলোকে বিশেষ্য বলা হয়। যেমন: নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। বিশেষ্য ছয় প্রকারের হয়ে থাকে:
১. নাম-বিশেষ্য
২. জাতি-বিশেষ্য
৩. বস্তু-বিশেষ্য
৪. সমষ্টি-বিশেষ্য
৫. গুণ-বিশেষ্য
৬. ক্রিয়া-বিশেষ্য
নাম-বিশেষ্য
নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান, দেশ, কাল বা সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
উদাহরণ:
-
ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা
-
স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা
-
কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান
-
সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা
জাতি-বিশেষ্য
জাতি-বিশেষ্য বা সাধারণ-বিশেষ্য হলো এমন বিশেষ্য যা কোনো নির্দিষ্ট নাম নয়, বরং প্রাণী বা অপ্রাণীর সাধারণ নাম বোঝায়।
উদাহরণ: মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।
-
উদাহরণ: ‘নদী’ একটি জাতি-বিশেষ্যের উদাহরণ।
বস্তু-বিশেষ্য
যে বিশেষ্য কোনো দ্রব্য বা বস্তু বোঝায় তাকে বস্তু-বিশেষ্য বলা হয়।
উদাহরণ: ইট, লবণ, আকাশ, টেবিল, বই ইত্যাদি।
-
উদাহরণ: ‘পানি’ একটি বস্তু-বিশেষ্যের উদাহরণ।
সমষ্টি-বিশেষ্য
সমষ্টি-বিশেষ্য এমন শব্দ যা ব্যক্তি বা প্রাণীর একটি গুচ্ছ বা দল বোঝায়।
উদাহরণ: জনতা, পরিবার, ঝাঁক, বাহিনী, মিছিল ইত্যাদি।
-
উদাহরণ: ‘সমাজ’ ও ‘মিছিল’ সমষ্টি-বিশেষ্যের উদাহরণ।
গুণ-বিশেষ্য
গুণ বা অবস্থা বোঝানো বিশেষ্যকে গুণ-বিশেষ্য বলে।
উদাহরণ: সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দীনতা, ধৈর্য ইত্যাদি।
ক্রিয়া-বিশেষ্য
যে বিশেষ্য কোনো কাজ বা ক্রিয়ার নাম বোঝায় তাকে ক্রিয়া-বিশেষ্য বলা হয়।
উদাহরণ: পঠন, ভোজন, শয়ন, করা, করানো, পাঠানো, নেওয়া ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 2 months ago
কোন খ্যাতিমান লেখক 'বীরবল' ছদ্মনামে লিখতেন?
Created: 2 months ago
A
প্রমথনাথ বিশী
B
প্রমথ চৌধুরী
C
প্রেমেন্দ্র মিত্র
D
প্রমথ নাথ বসু
প্রমথ চৌধুরী ছিলেন একজন সাহিত্যিক ও বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।
-
তিনি ১৮৬৮ সালের ৭ আগস্ট যশোরে জন্মগ্রহণ করেন।
-
তাঁর সাহিত্যিক ছদ্মনাম ছিল 'বীরবল'।
-
'বীরবলের হালখাতা' নামক গ্রন্থটি ১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, যা বাংলা সাহিত্যে প্রথম চলিত রীতির প্রয়োগের নিদর্শন।
-
বাংলা কাব্য সাহিত্যে তিনিই প্রথম ইতালীয় সনেট প্রবর্তন করেন।
-
তিনি 'সবুজপত্র' পত্রিকাটির সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
প্রমথ চৌধুরীর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
প্রবন্ধগ্রন্থসমূহ:
-
তেল নুন লকড়ি
-
বীরবলের হালখাতা
-
নানাকথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
নানাচর্চা
-
আত্মকথা
-
প্রবন্ধসংগ্রহ
গল্পগ্রন্থ:
-
চার ইয়ারী কথা
-
আহুতি
-
নীললোহিত
অন্যদিকে, প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম ছিল কৃত্তিবাস ভদ্র ও লেখরাজ সামন্ত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
রাজশেখর বসু
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
বিহারীলাল চক্রবর্তী
বিহারীলাল চক্রবর্তী
বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পথিকৃৎ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুরু হিসেবে বিশেষভাবে পরিচিত।
তিনি বাংলা গীতিকবিতার জনক বলে স্বীকৃত এবং আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি হিসেবে গণ্য হন। রবীন্দ্রনাথ তাকে ভালোবেসে ‘ভোরের পাখি’ আখ্যায় ভূষিত করেছিলেন।
তাঁর প্রথম সার্থক গীতিকবিতা ছিল ‘বঙ্গসুন্দরী’, আর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘সারদা মঙ্গল’।
বিহারীলাল চক্রবর্তীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ:
-
স্বপ্নদর্শন
-
সঙ্গীতশতক
-
বঙ্গসুন্দরী
-
নিসর্গ সন্দর্শন
-
বন্ধু বিয়োগ
-
সারদা মঙ্গল
-
প্রেমপ্রবাহিনী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর), বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'মাটির ময়না' চলচ্চিত্রের নির্মাতা কে?
Created: 2 days ago
A
আলমগীর কবির
B
হুমায়ূন আহমেদ
C
তারেক মাসুদ
D
শেখ নিয়ামত আলী
মাটির ময়না একটি বাংলাদেশী চলচ্চিত্র, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তৈরি। এটি ২০০২ সালে বাংলাদেশসহ আন্তর্জাতিকভাবে মুক্তি পায়।
এই ছবির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন তারেক মাসুদ। আর প্রযোজনা করেছেন তাঁর স্ত্রী ক্যাথরিন মাসুদ।
তারেক মাসুদ আরও কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পরিচালনা করেছেন, যেমন:
-
সোনার বেড়ি
-
অন্তর্যাত্রা
-
আদম সুরত
-
রানওয়ে
উৎস: প্রথম আলো পত্রিকার প্রতিবেদন।

0
Updated: 2 days ago