কবি কায়কোবাদ রচিত 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-
A
পলাশীর যুদ্ধ
B
তৃতীয় পানিপথের যুদ্ধ
C
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
D
ছিয়াত্তরের মন্বন্তর
উত্তরের বিবরণ
কায়কোবাদের ‘মহাশ্মশান’ কাব্য
-
রচনা প্রসঙ্গ: কাব্যটি পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে রচিত।
-
প্রকাশ ও ধারাবাহিকতা: কাব্যটি ধারাবাহিকভাবে ‘কোহিনূর’ পত্রিকায় প্রকাশিত হয়, সম্পাদনা করেন মহম্মদ রওশন আলী।
-
কাব্যের খন্ড ও সর্গ:
-
মোট খন্ড: ৩টি
-
প্রথম খণ্ড: ১৯ সর্গ
-
দ্বিতীয় খণ্ড: ২৪ সর্গ
-
তৃতীয় খণ্ড: ৭ সর্গ
-
-
উৎস: মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তরের কাহিনি।
-
প্রকাশকাল: ১৯০৪ সাল
-
প্রধান চরিত্র: এব্রাহিম কার্দি, জোহরা বেগম, হিরণ বালা, আতা খাঁ, লঙ্গ, রত্নজি, সুজাউদ্দৌলা, সেলিনা, আহমদ শাহ্ আব্দালী।
কায়কোবাদ
-
মূল নাম: কাজেম আল কোরেশী
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: বিরহ-বিলাপ
-
সাহিত্যে অবদান:
-
বাঙালি মুসলমানদের মধ্যে প্রথম মহাকাব্য রচয়িতা
-
আধুনিক বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি
-
-
অন্যান্য কাব্যগ্রন্থ: বিরহ-বিলাপ, অমিয়ধারা, অশ্রুমালা, কুসুমকানন, শিবমন্দির ইত্যাদি
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র ও শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'গোরক্ষ বিজয়' কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
Created: 1 month ago
A
শৈবধর্ম
B
বৌদ্ধ সহজযান
C
নাথধর্ম
D
কোনোটি নয়
ষোল শতকে কবি শেখ ফয়জুল্লাহ “গোরক্ষ-বিজয়” নামে প্রথম কাব্য রচনা করেছিলেন। এই কাব্যে নাথগুরুর মাহাত্ম্য এবং নাথধর্মের মহত্ত্ব তুলে ধরা হয়েছে।
গোরক্ষবিজয় কাব্যগ্রন্থ:
নাথ সাহিত্যধারার মধ্যে “গোরক্ষবিজয়” অন্যতম গুরুত্বপূর্ণ কাহিনি। বাংলা ভাষায় এটি সম্পর্কিত প্রায় ১৭টি পুথি সংগৃহীত হয়েছে। এই পুথি সংগ্রাহকরা হলেন:
-
নলিনীকান্ত ভট্টশালী – ১টি পুথি
-
আবদুল করিম সাহিত্যবিশারদ – ৮টি পুথি
-
আলি আহমদ – ৭টি পুথি
-
পঞ্চানন মন্ডল – ১টি পুথি
অনেকগুলো পুথি বর্তমানে খণ্ডিত অবস্থায় আছে। পুথি অনুসারে সম্পাদিত গ্রন্থের সংখ্যা তিনটি। এর মধ্যে:
-
নলিনীকান্ত ভট্টশালী সম্পাদিত – মীনচেতন
-
আবদুল করিম সাহিত্যবিশারদ সম্পাদিত – গোরক্ষবিজয়
-
পঞ্চানন মন্ডল সম্পাদিত – গোর্খবিজয়
রচনাকাল ও কবি:
গোরক্ষবিজয় কাব্যের লিখিত সময় নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে। ছাড়া, ভণিতায় কবীন্দ্র, ভীমসেন ও শ্যামদাস নামও পাওয়া যায়। তবে নামের সংখ্যাধিক্য অনুযায়ী শেখ ফয়জুল্লাহকে মূল কবি মনে করা হয়; বাকিরা মূলত গায়কের ভূমিকা পালন করেছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 month ago
'বুক তার বাংলাদেশের হৃদয়' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
সৈয়দ শামসুল হক
B
শামসুর রাহমান
C
হাসান হাফিজুর রহমান
D
আহসান হাবীব
শামসুর রাহমান ছিলেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কবি ও সাহিত্যিক, যিনি তার জীবন ও রচনায় বাংলা কবিতা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার সাহিত্যিক যাত্রা খুবই প্রভাবশালী এবং যুবকালের থেকেই তার প্রতিভা উজ্জ্বল হয়েছিল।
শামসুর রাহমান ১৯২৯ সালের ২৪ অক্টোবর ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন।
-
মাত্র আঠারো বছর বয়সে তিনি প্রথম কবিতা লেখা শুরু করেন।
-
১৯৪৩ সালে তাঁর প্রথম কবিতা ‘উনিশ শ’উনপঞ্চাশ’ প্রকাশিত হয় নলিনীকিশোরগুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায়।
-
বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ১৩ জন তরুণ কবির কবিতার সঙ্কলন ‘নতুন কবিতা’ তে পাঁচটি কবিতা প্রকাশ করেন, যা তার কবি পরিচয়কে সাহিত্যসুধী মহলের দৃষ্টি আকর্ষণ করেছিল।
কাব্যগ্রন্থসমূহ
-
রৌদ্র করোটিতে
-
বিধ্বস্ত নীলিমা
-
বন্দী শিবির থেকে
-
অন্ধকার থেকে আলোয়
-
হরিণের হাড়
-
না বাস্তব না দুঃস্বপ্ন
-
বুক তাঁর বাংলাদেশের হৃদয়
-
অবিরল জলাভূমি
উপন্যাসসমূহ
-
অক্টোপাস
-
নিয়ত মন্তাজ
-
এলো সে অবেলায়
-
অদ্ভুত আঁধার এক

0
Updated: 2 weeks ago
৯) মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি?
Created: 2 months ago
A
চাঁদ সওদাগর
B
ভাঁড়দত্ত
C
ধনপতি
D
মানসিংহ
মনসামঙ্গল কাব্য
সংজ্ঞা ও বিষয়বস্তু
-
সাপের দেবী মনসা-র স্তব, স্তুতি ও কাহিনি নিয়ে রচিত কাব্যকে মনসামঙ্গল বলা হয়।
-
একে পদ্মাপুরাণ নামেও অভিহিত করা হয়।
-
রামায়ণ বা রাধাকৃষ্ণ-কাহিনি মূলত সংস্কৃত প্রভাবিত হলেও, মনসামঙ্গল উদ্ভূত হয়েছে বাংলার প্রাকৃত জীবন ও লৌকিক জীবনাচার থেকে।
প্রধান আখ্যান
-
চাঁদ সওদাগরের প্রথমে মনসা দেবীর প্রতি বিরূপ মনোভাব এবং পরে তাঁর অলৌকিক শক্তির প্রভাব স্বীকার করে বশ্যতা মেনে নেওয়াই মনসামঙ্গল কাব্যের মূল কাহিনি।
-
এই কাহিনি চৈতন্য-পূর্ব যুগ থেকেই নদী-নালা পরিবেষ্টিত গ্রাম বাংলার সর্পভীত মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।
রূপ ও প্রচলন
-
মনসামঙ্গল মূলত পাঁচালি পালা।
-
এর কবির সংখ্যা শতাধিক, আর মুদ্রিত ও অমুদ্রিত পুথির সংখ্যাও বিপুল।
প্রধান কবি
-
আদি কবি: কানা হরিদত্ত
-
অন্যান্য কবি: বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, দ্বিজ বংশীদাস, কেতকা দাস, ক্ষেমানন্দ প্রমুখ।
মনসামঙ্গলের প্রধান চরিত্র
-
মনসা
-
চাঁদ সওদাগর
-
বেহুলা
-
লখিন্দর
-
সনকা
তুলনামূলক তথ্য
-
চণ্ডীমঙ্গল কাব্যের চরিত্র: ভাঁড়দত্ত, ধনপতি
-
অন্নদামঙ্গল কাব্যের চরিত্র: মানসিংহ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 months ago