'জলে-স্থলে' কী সমাস?
A
সমার্থক দ্বন্দ্ব
B
বিপরীতার্থক দ্বন্দ্ব
C
অলুক দ্বন্দ্ব
D
একশেষ দ্বন্দ্ব
উত্তরের বিবরণ
অলুক দ্বন্দ্ব
যে দ্বন্দ্ব (যুগলবন্দি) সমাসে কোনো সমস্যা-মূলক পদকে আলাদা করা হয় না, অর্থাৎ কোনাে পদকে ভেঙে দেখানোর প্রয়োজন পড়ে না, তাকে অলুক দ্বন্দ্ব বলা হয়।
উদাহরণ:
-
দুধে ও ভাতে → দুধে-ভাতে
-
জলে ও স্থলে → জলে-স্থলে
-
দেশে ও বিদেশে → দেশে-বিদেশে
-
হাতে ও কলমে → হাতে-কলমে
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ

0
Updated: 1 month ago
'আলোছায়া' কোন ধরনের সমাস?
Created: 1 week ago
A
বহুব্রীহি সমাস
B
তৎপুরুষ সমাস
C
কর্মধারয় সমাস
D
দ্বন্দ্ব সমাস
'আলোছায়া' শব্দটি 'আলো ও ছায়া' থেকে গঠিত এবং এটি একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দ্বন্দ্ব সমাস সেই ধরনের সমাস যেখানে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান গুরুত্ব বজায় থাকে।
বিস্তারিত:
-
যে সমাসে প্রত্যেকটি পদের অর্থ সমানভাবে প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়।
-
যেমন: তাল ও তমাল = তাল-তমাল, দোয়াত ও কলম = দোয়াত-কলম। এখানে প্রতিটি পদই সমান গুরুত্ব পায়।
-
দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের সম্পর্ক বোঝাতে সাধারণত ব্যাসবাক্যে এবং, ও, আর ইত্যাদি অব্যয় পদ ব্যবহৃত হয়।
-
উদাহরণ: মাতা ও পিতা = মাতাপিতা।

0
Updated: 1 week ago
'নীলাম্বর' কোন সমাসের উদাহরণ?
Created: 1 week ago
A
বহুব্রীহি সমাস
B
অব্যয়ীভাব সমাস
C
তৎপুরুষ সমাস
D
কর্মধারয় সমাস
কর্মধারয় সমাস হলো এমন সমাস যেখানে একটি বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদ এবং একটি বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদ একত্রিত হয় এবং সমাসের অর্থে পরের পদটি প্রধান রূপে প্রতীয়মান হয়। এতে প্রথম পদটি মূলত দ্বিতীয় পদটিকে বর্ণনা করে।
উদাহরণসমূহ:
-
নীল যে অম্বর = নীলাম্বর
-
নীল যে আকাশ = নীলাকাশ
-
নীল যে পদ্ম = নীলপদ্ম
-
রক্ত যে কমল = রক্তকমল

0
Updated: 1 week ago
‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ?
Created: 2 weeks ago
A
বহুব্রীহি
B
দ্বিগু
C
তৎপুরুষ
D
কর্মধারয়
চৌচালা - বহুব্রীহি সমাস। চৌ চাল যে ঘরের। পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ হলে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে।

0
Updated: 2 weeks ago