বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?

Edit edit

A

তৃতীয় বর্ণ 

B

দ্বিতীয় ও চতুর্থ বর্ণ 

C

প্রথম ও দ্বিতীয় বর্ণ 

D

দ্বিতীয় ও তৃতীয় বর্ণ

উত্তরের বিবরণ

img

যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখ থেকে বাতাস জোরে বের হয় এবং বাতাসের চাপ বেশি থাকে, তাকে মহাপ্রাণ ধ্বনি বলা হয়।

বাংলা বর্ণমালার বর্গ অনুযায়ী—

  • ২য় ও ৪র্থ বর্ণগুলো মহাপ্রাণ ধ্বনি

  • যেমন: খ, ঘ; ছ, ঝ; ঠ, ঢ; থ, ধ; ফ, ভ এবং ‘হ’।

অল্পপ্রাণ ধ্বনি

  • ১ম ও ৩য় বর্ণ অল্পপ্রাণ ধ্বনি
    অর্থাৎ এগুলোর উচ্চারণে বাতাস জোরে বের হয় না।

নাসিক্য ধ্বনি

  • ৫ম বর্ণ নাসিক্য ধ্বনি, কারণ এর উচ্চারণ নাকে প্রতিধ্বনিত হয়।

ঘােষ ও অঘোষ

  • ১ম ও ২য় বর্ণ অঘোষ ধ্বনি, অর্থাৎ উচ্চারণে স্বরযন্ত্র কম্পিত হয় না।

  • ৩য়, ৪র্থ ও ৫ম বর্ণ ঘোষ ধ্বনি, অর্থাৎ উচ্চারণে স্বরযন্ত্র কম্পিত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

Unfavorite

0

Updated: 4 days ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD