Ode কী?
A
শোককবিতা
B
পত্রকাব্য
C
খণ্ড কবিতা
D
কোরাসগান
উত্তরের বিবরণ
‘Ode’
-
‘Ode’ হলো একটি বিশেষ ধরনের কবিতা, যা সাধারণত কোনো ঘটনা, ব্যক্তি বা বস্তু সম্পর্কে মহিমান্বিত অনুভূতি প্রকাশ করে।
-
এই কবিতা প্রায়শই অনিয়মিত ছন্দে রচিত হয়।
-
কখনও কখনও ‘Ode’-কে সমবেত বা কোরাসগান হিসেবে ধরা হয়, যেখানে একটি দলের দ্বারা একসাথে গাওয়া হয়।
-
অর্থাৎ, এটি হতে পারে গাথাকবিতা বা স্তবক আকারের গীতিও।
উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান

0
Updated: 1 month ago
‘Watery grave’-এর অর্থ কী?
Created: 2 weeks ago
A
পানির নালা
B
সলিল সমাধি
C
পানিযুক্ত কবর
D
কোনোটিই নয়
‘Watery grave’ বলতে বোঝায়—জল বা সমুদ্রে ডুবে মৃত্যু হওয়া। অর্থাৎ, ডুবে মারা গেলে যেটিকে বাংলায় বলা হয় সলিল সমাধি।
সঠিক উত্তর: খ) সলিল সমাধি
ব্যাখ্যা:
-
Watery = জল/পানি সম্পর্কিত।
-
Grave = সমাধি বা কবর।
-
একত্রে “watery grave” মানে হলো এমন সমাধি, যা পানির ভেতরে হয়— অর্থাৎ, ডুবে মৃত্যু পাওয়া।

0
Updated: 2 weeks ago
“যিনি ন্যায়শাস্ত্র জানেন” এর এককথায় প্রকাশিত রূপ হলাে-
Created: 1 month ago
A
ন্যায়বাগীশ
B
নৈয়ায়িক
C
ন্যায়পাল
D
ন্যায়ঋদ্ধ
এক কথায় প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির বা বৈশিষ্ট্যের নাম/শব্দের অর্থ বোঝানো হয়। গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হলো:
-
ন্যায় শাস্ত্র জানেন যিনি – নৈয়ায়িক
-
ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি – ঋত্বিক
-
যুদ্ধে স্থির থাকেন যিনি – যুধিষ্ঠির
-
মায়া জানে না যে – অমায়িক
-
বিবাদ করে যে – বিবাদমান
-
বচনে কুশল – বাগ্মী
-
বিদ্যা আছে যার – বিদ্বান
-
বেদ সম্বন্ধীয় – বৈদিক
-
বেশি কথা বলে যে – বাচাল

0
Updated: 1 month ago
কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?
Created: 1 month ago
A
প্রেরকের ঠিকানা
B
প্রাপকের ঠিকানা
C
পত্র গর্ভ
D
স্বাক্ষর ও তারিখ
প্রাপকের ঠিকানার অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়। কারণ প্রাপকের ঠিকানার অভাবে চিঠি উপযুক্ত স্থানে পৌঁছাবে না। এইজন্য প্রাপকের ঠিকানার অভাবে চিঠিকে "ডেড লেটার" বলা হয়।

0
Updated: 1 month ago