'ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।'- কে বলেছেন?
A
মোতাহের হোসেন চৌধুরী
B
রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
C
প্রমথ চৌধুরী
D
কাজী আব্দুল ওদুদ
উত্তরের বিবরণ
মোতাহের হোসেন চৌধুরীর ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধগ্রন্থ
গ্রন্থ পরিচিতি:
-
মোতাহের হোসেন চৌধুরীর মৃত্যুর পর, সিকান্দার আবু জাফর সমকাল প্রকাশনী তাঁর প্রবন্ধগুলো একত্রিত করে ‘সংস্কৃতি কথা’ শিরোনামে প্রকাশ করেন।
-
এতে মোট ত্রিশটি প্রবন্ধ স্থান পায়।
-
বাংলা একাডেমি ১৯৭০ সালে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করে।
বিখ্যাত উক্তি:
-
“মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয়, আত্মিকও।”
-
“ধর্ম সাধারণ মানুষের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত ও মার্জিত মানুষের ধর্ম।”
মোতাহের হোসেন চৌধুরী: সংক্ষিপ্ত পরিচিতি
-
তিনি শিক্ষাবিদ ও প্রাবন্ধিক। জন্ম নোয়াখালীর কাঞ্চনপুর গ্রামে।
-
প্রবন্ধের গদ্যশৈলীতে প্রমথ চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব লক্ষণীয়।
-
তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
-
‘সংস্কৃতি কথা’ তাঁর প্রধান প্রবন্ধগ্রন্থ।
-
এছাড়াও তিনি বার্ট্রান্ড রাসেলের ‘Conquest of Happiness’ এবং ক্লাইভ বেল-এর ‘Civilization’ এর ভাবানুবাদ করেছেন।
-
মুক্তবুদ্ধিচর্চার প্রবক্তা, উদার মানবতাবাদী এবং মননশীল প্রবন্ধকার হিসেবে তাঁর খ্যাতি সুপ্রতিষ্ঠিত।
নির্বাচিত প্রবন্ধসমূহ
-
আমাদের দৈন্য
-
আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী
-
মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা
উৎস: ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কী ধরনের রচনা?
Created: 2 months ago
A
ছোটগল্প
B
কাব্যনাটক
C
উপন্যাস
D
পত্রপন্যাস
পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক রচিত একটি কাব্যনাট্য। এখানে মুক্তিযুদ্ধকে মহাকাব্যিক ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে। নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি। তাঁর রচিত অন্যান্য কাব্যনাট্য নূরলদীনের সারাজীবন, এখানে এখন, গণনায়ক, বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

0
Updated: 2 months ago
কোনটি দেশী শব্দ?
Created: 1 month ago
A
গিন্নি
B
কৃপণ
C
টোপর
D
মাথা
চোঙ্গা, টোপর, ডাব, ডিঙ্গা, টোক, কুড়ি, পেট ইত্যাদি দেশি শব্দ ।

0
Updated: 1 month ago
প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে কোন শব্দটি ব্যবহার করবে?
Created: 1 month ago
A
প্রীতিমুগ্ধ
B
আশীর্বাদক
C
শুভাকাঙ্ক্ষী
D
স্নেহভাজন
প্রাপক বয়সে বড় হলে প্রেরক স্বাক্ষরের আগে শিষ্টাচার জ্ঞাপক শব্দ ব্যবহার করেন। যেমন:স্নেহের, স্নেহাস্পদ, স্নেহভাজন ইত্যাদি।

0
Updated: 1 month ago