A
হুমায়ুন আজাদ
B
হেলাল হাফিজ
C
আসাদ চৌধুরী
D
রফিক আজাদ
উত্তরের বিবরণ
অলৌকিক ইস্টিমার
-
অলৌকিক ইস্টিমার হলো হুমায়ুন আজাদের প্রথম কাব্যগ্রন্থ।
-
এটি প্রকাশিত হয় ১৯৭৩ সালে।
-
এই গ্রন্থে কবি একদিকে যৌনতার অনুষঙ্গ ব্যবহার করেছেন, আবার অন্যদিকে স্লোগানধর্মী কবিতাও লিখেছেন।
হুমায়ুন আজাদ
-
তিনি ছিলেন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক ও ভাষাবিজ্ঞানী।
-
তাঁর জন্ম ১৯৪৭ সালের ২৮ এপ্রিল, বিক্রমপুরের রাড়িখাল গ্রামে।
-
প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৭৩ সালে (অলৌকিক ইস্টিমার)।
-
দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশ করেন ১৯৮৩ সালে – জ্বলো চিতাবাঘ।
তাঁর কাব্যগ্রন্থসমূহ
-
অলৌকিক ইস্টিমার (প্রথম)
-
কাফনে মোড়া অশ্রুবিন্দু
-
জ্বলো চিতাবাঘ
-
সব কিছু নষ্টদের অধিকারে যাবে
-
যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল
-
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে
-
পেরোনোর কিছু নেই ইত্যাদি।
তাঁর উপন্যাসসমূহ
-
ছাপ্পান্ন হাজার বর্গমাইল (প্রথম প্রকাশিত)
-
সবকিছু ভেঙে পড়ে
-
মানুষ হিসেবে আমার অপরাধসমূহ
-
রাজনীতিবিদগণ
-
পাক সার জমিন সাদ বাদ
-
একটি খুনের স্বপ্ন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া

0
Updated: 4 days ago
'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা -
Created: 3 months ago
A
মুহম্মদ আব্দুল হাই
B
মোঃ বরকতুল্লাহ
C
ড. মুহম্মদ শহীদুল্লাহ
D
মওলানা আকরম খাঁ
• মাওলানা আকরম খাঁ:
- মাওলানা আকরম খাঁ ১৮৬৮ সালে পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার হাকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাংবাদিক, রাজনীতিক, ইসলামিশাস্ত্রজ্ঞ ছিলেন।
- তিনি বাংলাসহ আরবি, উর্দু, পারসি ও সংস্কৃত ভাষায় ব্যুৎপন্ন ছিলেন।
- তাঁর সম্পাদনায় ১৯০৩ সালে 'মাসিক মোহাম্মদী' পত্রিকা প্রকাশিত হয়।
- তাঁর সম্পাদিত দুটি স্বল্পস্থায়ী দৈনিক পত্রিকার নাম: উর্দু দৈনিক 'জামানা' (১৯২০) ও বাংলা দৈনিক 'সেবক' (১৯২১)।
- তাঁর সাংবাদিক জীবনের কীর্তি 'আজাদ' পত্রিকা প্রকাশ ও সম্পাদনা (১৯৩৬ সালের ৩১শে অক্টোবর থেকে)।
- তিনি ১৮ই অগস্ট, ১৯৬৮ মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত গদ্যগ্রন্থগুলো:
- হজরত মোহাম্মদ-এর (স.) জীবনী 'মোস্তফা চরিত' (১৯২৩),
- মোসলেম বাংলার সামাজিক ইতিহাস (১৯৬৫) ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
’শরৎ প্রতিভা’ গ্রন্থের লেখক কে?
Created: 1 week ago
A
হুমায়ূন আহমেদ
B
জাহানারা ইমাম
C
মাইকেল মধুসূদন দত্ত
D
নীলিমা ইব্রাহিম
নীলিমা ইব্রাহিম
-
তিনি ছিলেন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজকর্মী।
-
জন্ম: ১৯২১ সালের ১১ অক্টোবর, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে, একটি জমিদার পরিবারে।
-
তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ, নারী-উন্নয়ন সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
রচিত উপন্যাস
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয় ইত্যাদি
রচিত প্রবন্ধ ও গবেষণা
-
শরৎ প্রতিভা
-
বাংলার কবি মধুসূদন
-
ঊনবিংশ শতাব্দীর বাঙালী সমাজ ও বাংলার নাটক
-
বাঙালী মানস ও বাংলা সাহিত্য
-
অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্মাচ্ছাদিত কন্যা আমি
-
আমি বীরাঙ্গনা বলছি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
'A Code of Gento Laws' গ্রন্থের রচয়িতা কে?
Created: 1 week ago
A
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
C
উইলিয়াম কেরি
D
ড. দীনেশচন্দ্র সেন
A Code of Gento Laws
-
হেস্টিংসের অনুরোধে ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড একটি বিশাল আইনগ্রন্থ রচনা করেন: A Code of Gento Laws।
-
গ্রন্থটি ১৭৭৬ সালে লন্ডন থেকে প্রকাশিত হয়।
-
এটি মূলত হিন্দু আইনশাস্ত্রের একটি সারসংকলন, যা এগারোজন ব্রাহ্মণ পণ্ডিত সংস্কৃত ভাষায় সংকলন করেন।
-
পরে একজন মুন্সি এটি প্রথমে ফারসি ভাষায় অনুবাদ করেন এবং সেখান থেকে হ্যালহেড ইংরেজিতে অনুবাদ করেন।
-
কাজেই এটি ছিল একটি ত্রি-স্তরীয় কাজ, যদিও প্রথম দুই স্তরের পণ্ডিতদের নাম গ্রন্থে উল্লিখিত হয়নি।
-
পরবর্তী দশকে এ গ্রন্থটির কয়েকটি সংস্করণ প্রকাশিত হয়।
-
ফরাসি ও জার্মান ভাষায়ও এর অনুবাদ হয়।
-
এর মাধ্যমেই বয়স তিরিশে পৌঁছার আগেই হ্যালহেডের খ্যাতি ইউরোপে ছড়িয়ে পড়ে।
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
-
তিনি একজন প্রাচ্যবিদ ও বৈয়াকরণিক।
-
তিনিই প্রথম বৈয়াকরণিক যিনি বাংলা ব্যাকরণ রচনায় উদাহরণ ব্যবহার করে বাংলা পাঠ ও বাংলা লিপি ব্যবহার করেন।
-
এর আগে পর্তুগিজ ধর্মযাজকরা রোমান অক্ষরে অতি সাধারণভাবে বাংলা ব্যাকরণ ও অভিধান রচনার চেষ্টা করেন।
-
কিন্তু নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হ্যালহেডই প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
-
জন্ম: ১৭৫১ সালের ২৫ মে, লন্ডনের এক উচ্চ মধ্যবিত্ত পরিবারে।
-
তিনি ১৭৭২ সালে কলকাতায় এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে রাইটার হিসেবে প্রাথমিক চাকরি নেন।
-
সাহিত্যিক গুণের কারণে হ্যালহেড অচিরেই গভর্নর Warren Hastings-এর বন্ধুতে পরিণত হন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago