A
It is pure joy
B
It is always mixed with some pain
C
It is artificial
D
It is divine
উত্তরের বিবরণ
Shelley বলেন, মানুষের আন্তরিক হাসিও যন্ত্রণার সঙ্গে মিশ্রিত। আমাদের সুখের ভেতরেও সবসময় বেদনার ছায়া থাকে। এটাই মানুষের জীবনের ট্র্যাজেডি।

0
Updated: 4 days ago
Who is the poet of the poem “Ozymandias”?
Created: 3 weeks ago
A
P. B. Shelley
B
William Wordsworth
C
S. T. Coleridge
D
John Keats
Romantic Age-এর অন্যতম প্রসিদ্ধ কবি হলেন Percy Bysshe Shelly (P.B. Shelly)। তাকে বলা হয়- Revolutionary poet, poet of Hope and Regeneration। Shelly'র কিছু বিখ্যাত কবিতা নিম্নরূপ:
1. The Masque of Anarchy 2. The Revolt of Islam 3. Ode to the West Wind 4. Ode to a Skylark 5. Ozymandias (famous sonnet) 6. The Cloud 7. Alaster (আত্মজীবনী) 8. Queen Mab (প্রথম দীর্ঘ কবিতা) 9. When Soft Voices Die.

0
Updated: 3 weeks ago
What does Shelley ask the Skylark to teach mankind?
Created: 4 days ago
A
How to sing
B
Sweet thoughts
C
How to fly
D
How to shine
Shelley বলেন, “Teach us, Sprite or Bird, what sweet thoughts are thine।” কবি জানতে চান, Skylark-এর ভেতরে কী মধুর চিন্তা আছে যা তার গানকে এত সুন্দর করে তোলে। এটি কবির অনুপ্রেরণা লাভের আকাঙ্ক্ষা।

1
Updated: 4 days ago
What figure of speech is in “Each like a corpse within its grave”?
Created: 4 days ago
A
Simile
B
Personification
C
Hyperbole
D
Alliteration
Shelley বীজকে তুলনা করেছেন মৃতদেহের সঙ্গে, যারা কবরের ভেতরে শুয়ে থাকে—“Each like a corpse within its grave।” এটি একটি Simile। বীজগুলো শীতে মাটির নিচে পড়ে থাকে নিস্তব্ধ ও নিষ্প্রাণ অবস্থায়। কিন্তু বসন্ত এলে সেই বীজ আবার জন্ম নেয়। এভাবে কবি মৃত্যুর ভেতরেও নতুন জীবনের সম্ভাবনা দেখিয়েছেন। এটি শুধু প্রকৃতির চক্র নয়, মানুষের জীবনের দুঃখ ও পুনর্জাগরণের প্রতীকও।

0
Updated: 4 days ago