A
Secrets of the stars
B
The meaning of death
C
History of mankind
D
Mysteries of the sea
উত্তরের বিবরণ
Shelley বলেন, Skylark জাগ্রত বা নিদ্রিত অবস্থায়ও মৃত্যুর সত্য সম্পর্কে মানুষ থেকে গভীর উপলব্ধি রাখে। Skylark-এর গান এত নির্মল যে মনে হয় সে মৃত্যুকেও এক গভীর সত্য হিসেবে বুঝে নিয়েছে।

0
Updated: 4 days ago
What poetic device is in “lift me as a wave, a leaf, a cloud”?
Created: 4 days ago
A
Metonymy
B
Repetition
C
Apostrophe
D
Parallelism
এই লাইনে Shelley বলেছেন—“lift me as a wave, a leaf, a cloud।” এখানে একই রকম কাঠামো বারবার ব্যবহার করা হয়েছে, যা Parallelism। এর মাধ্যমে কবির আকাঙ্ক্ষা ও হতাশা আরও জোরালোভাবে প্রকাশ পেয়েছে। তিনি চান প্রকৃতির শক্তি তাকে তুলে নিক, যেমন তা তরঙ্গ, পাতা ও মেঘকে ভাসিয়ে নিয়ে যায়।

0
Updated: 4 days ago
What effect does the rose’s fragrance have?
Created: 4 days ago
A
It frightens birds
B
It makes bees faint with sweetness
C
It destroys the forest
D
It disappears quickly
Shelley লিখেছেন, “Till the scent it gives makes faint with too much sweet those heavy-winged thieves।” মৌমাছিরা গোলাপের অতিরিক্ত মিষ্টি সুবাসে মূর্ছিত হয়ে যায়। এর দ্বারা কবি দেখিয়েছেন, Skylark-এর গান এতটাই শক্তিশালী যে তা মনকে মোহিত করে ফেলে।

0
Updated: 4 days ago
What questions does Shelley ask about the source of Skylark’s song?
Created: 4 days ago
A
About its food
B
About fields, waves, mountains, sky
C
About trees only
D
About the sun
Shelley প্রশ্ন করেন, Skylark-এর গানের উৎস কোথায়—মাঠ, তরঙ্গ, পাহাড়, না আকাশ? এসব প্রশ্নের মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন যে Skylark-এর গান মানুষের বোঝার বাইরে, যেন তা এক ঐশ্বরিক রহস্য।

0
Updated: 4 days ago