A
It frightens birds
B
It makes bees faint with sweetness
C
It destroys the forest
D
It disappears quickly
উত্তরের বিবরণ
Shelley লিখেছেন, “Till the scent it gives makes faint with too much sweet those heavy-winged thieves।” মৌমাছিরা গোলাপের অতিরিক্ত মিষ্টি সুবাসে মূর্ছিত হয়ে যায়। এর দ্বারা কবি দেখিয়েছেন, Skylark-এর গান এতটাই শক্তিশালী যে তা মনকে মোহিত করে ফেলে।

0
Updated: 4 days ago
How does Shelley address the Skylark in the opening line?
Created: 4 days ago
A
Merry Bird
B
Blithe Spirit
C
Joyful Singer
D
Spirit of Music
কবিতার শুরুতেই Shelley Skylark-কে কেবল একটি পাখি হিসেবে নয়, বরং এক “Blithe Spirit” বা আনন্দময় আত্মা হিসেবে সম্বোধন করেছেন। এটি Apostrophe-এর উদাহরণ, যেখানে কবি সরাসরি একটি বিমূর্ত সত্তাকে সম্বোধন করেন।
Shelley-এর চোখে Skylark পাখি নয়, বরং আনন্দ, মুক্তি ও অনুপ্রেরণার প্রতীক। প্রকৃতির মধ্যে যে আনন্দময় শক্তি আছে, Skylark সেই শক্তিকে প্রতিফলিত করে। তাই কবি এটিকে সাধারণ প্রাণী নয়, এক ঐশ্বরিক আত্মা হিসেবে কল্পনা করেছেন।

0
Updated: 4 days ago
How many cantos are there in the poem?
Created: 4 days ago
A
3
B
4
C
5
D
6
“Ode to the West Wind” মোট ৫টি canto-তে বিভক্ত। প্রতিটি canto-তে ১৪টি লাইন আছে, ফলে পুরো কবিতায় মোট ৭০ লাইন। এই গঠন কবিতাকে একদিকে sonnet sequence-এর মতো, অন্যদিকে Ode-এর মতো গম্ভীর করে তুলেছে।

0
Updated: 4 days ago
Shelley compares the West Wind to—
Created: 2 days ago
A
A gentle mother
B
A destroyer and preserver
C
A silent shadow
D
A raging fire
শেলি বলেন পশ্চিমা হাওয়া মৃত পাতা উড়িয়ে নিয়ে যায় (ধ্বংসকারী), আবার নতুন জীবনের বীজ ছড়িয়ে দেয় (রক্ষাকারী)। এটি ধ্বংস আর পুনর্জন্মের প্রতীক।

0
Updated: 2 days ago