A
About its food
B
About fields, waves, mountains, sky
C
About trees only
D
About the sun
উত্তরের বিবরণ
Shelley প্রশ্ন করেন, Skylark-এর গানের উৎস কোথায়—মাঠ, তরঙ্গ, পাহাড়, না আকাশ? এসব প্রশ্নের মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন যে Skylark-এর গান মানুষের বোঝার বাইরে, যেন তা এক ঐশ্বরিক রহস্য।

0
Updated: 4 days ago
What role does the West Wind play for Shelley’s poetry?
Created: 4 days ago
A
It silences his voice
B
It inspires and spreads his words
C
It destroys his art
D
It hides his songs
West Wind কবির কবিতাকে শক্তি দেয় এবং মানবজাতির মধ্যে ছড়িয়ে দেয়। Shelley চান তার মৃত চিন্তাগুলো বাতাস ছড়িয়ে দিক, যেন তা নতুন জন্ম আনে। West Wind এখানে কবির কণ্ঠকে ভবিষ্যদ্বাণীর তূর্য হিসেবে উপস্থাপন করে।

0
Updated: 4 days ago
Who composed the sonnet "Ozymandias"?
Created: 1 week ago
A
William Wordsworth
B
Charles Lamb
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
Ozymandias
Poet: Percy Bysshe Shelley
-
Ozymandias হলো P. B. Shelley রচিত একটি sonnet, যা প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে মিশরীয় শাসক Pharaoh Ramesses II-এর Greek নাম।
-
কবিতার মূল বার্তা: ক্ষমতা ক্ষণস্থায়ী।
-
যত বড় ক্ষমতাধর বা শক্তিশালী শাসকই হোক না কেন, তার ক্ষমতা ও কীর্তি চিরস্থায়ী নয়।
P. B. Shelley (1792–1822)
-
পূর্ণ নাম: Percy Bysshe Shelley।
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি এবং Romantic Movement-এর অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
Shelley তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত কাব্যভাষা এবং সামাজিক পরিবর্তনের প্রতি গভীর সমর্থন এর জন্য পরিচিত।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের একজন Revolutionary Poet বলা হয়।
-
Shelley বিশ্বাস করতেন, সমাজের মৌলিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে একটি গৌরবময় স্বর্ণযুগ আসবে।
-
তাঁর সাহিত্যকর্মে স্বাধীনতা, মানবতা ও বিপ্লবী চেতনার প্রতিফলন পাওয়া যায়।
Notable Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Dramas:
-
Prometheus Unbound
-
The Cenci
Source: Britannica

0
Updated: 1 week ago
What does Shelley ask the Skylark to teach mankind?
Created: 4 days ago
A
How to sing
B
Sweet thoughts
C
How to fly
D
How to shine
Shelley বলেন, “Teach us, Sprite or Bird, what sweet thoughts are thine।” কবি জানতে চান, Skylark-এর ভেতরে কী মধুর চিন্তা আছে যা তার গানকে এত সুন্দর করে তোলে। এটি কবির অনুপ্রেরণা লাভের আকাঙ্ক্ষা।

1
Updated: 4 days ago