What imagery is used in “The moon rains out her beams”?
A
Olfactory imagery
B
Visual imagery
C
Auditory imagery
D
Tactile imagery
উত্তরের বিবরণ
“The moon rains out her beams” একটি শক্তিশালী Visual Imagery। Shelley চাঁদের আলোকে বৃষ্টির মতো বর্ষিত হতে দেখিয়েছেন। এই চিত্রকল্প পাঠকের চোখে এক জীবন্ত দৃশ্য তৈরি করে। এখানে চাঁদের আলো প্রকৃতিকে ভরিয়ে তোলে, যেমন Skylark-এর গান চারপাশ ভরিয়ে তোলে। এটি কবিতার সৌন্দর্য ও সঙ্গীতধর্মিতা বৃদ্ধি করে।

1
Updated: 1 month ago
Which emotions are absent from Skylark’s song?
Created: 1 month ago
A
Fear, anger, and hatred
B
Languor, annoyance, and satiety
C
Love, hope, and joy
D
Pain, tears, and sorrow
Shelley বলেন, Skylark-এর গানে ক্লান্তি (languor), অসন্তোষ (annoyance), আর তৃপ্তিহীনতার বেদনা (satiety) নেই। তার গান একেবারেই খাঁটি আনন্দের প্রতীক। এটি মানুষের জীবনের বিপরীত, যেখানে দুঃখ সবসময় আনন্দের সঙ্গে মিশে থাকে।

2
Updated: 1 month ago
The theme of "the power of nature" is shown through the wind's influence over what?
Created: 2 weeks ago
A
Only the land
B
Only the sea
C
Land, sky, and sea
D
Only the clouds
Percy Bysshe Shelley-এর "Ode to the West Wind" কবিতায় প্রকৃতির শক্তি কিভাবে কাজ করে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে West Wind-এর মাধ্যমে। কবিতার প্রথম তিনটি canto ধাপে ধাপে দেখায় যে কীভাবে এই বায়ু প্রকৃতির তিনটি প্রধান ক্ষেত্রকে প্রভাবিত করে।
-
Land: প্রথম canto-তে, West Wind মৃত পাতা উড়িয়ে নিয়ে যায় এবং মাটির নিচে বীজগুলোকে সংরক্ষণ করে। এটি প্রমাণ করে যে বাতাস শুধু ধ্বংসকেই নয়, বরং নতুন জীবন ও পুনর্জন্মের উপাদানও বহন করে।
-
Sky: দ্বিতীয় canto-তে, বাতাস মেঘকে পরিচালনা করে এবং বজ্রসহ ঝড় নিয়ে আসে। এই অংশে দেখা যায় কিভাবে বাতাস আকাশের ক্ষমতা নিয়ন্ত্রণ করে এবং প্রাকৃতিক শক্তির দাপট প্রদর্শন করে।
-
Sea: তৃতীয় canto-তে, বাতাস Mediterranean সমুদ্রকে তার গ্রীষ্মের নিদ্রা থেকে জাগ্রত করে এবং Atlantic Ocean-এর গভীরে উত্তেজনা তৈরি করে। এটি সমুদ্রের গতিশীলতা এবং বিশাল শক্তির প্রতিফলন।
এভাবে, কবি দেখাতে চেয়েছেন যে West Wind-এর শক্তি ভূমি, আকাশ এবং সমুদ্র—এই তিনটি প্রাকৃতিক জগৎকে প্রভাবিত করে, যা প্রকৃতির সর্বজনীন শক্তির প্রতীক।

0
Updated: 2 weeks ago
What is the full title of Percy Bysshe Shelley’s poem "Queen Mab"?
Created: 3 weeks ago
A
Queen Mab
B
Queen Mab, the Fairy Tale
C
Queen Mab, a Philosophical Poem: With Notes
D
Queen Mab and Other Poems
Queen Mab
-
পূর্ণ শিরোনাম: "Queen Mab, a Philosophical Poem: With Notes"।
-
এটি Romantic কবি Percy Bysshe Shelley-এর লেখা।
-
১৮১৩ সালে রাজনৈতিক বিষয়বস্তুর কারণে প্রাথমিকভাবে বেনামে প্রকাশিত হয়।
-
Shelley-এর প্রথম গুরুত্বপূর্ণ কবিতা। পরে ১৮১৬ সালে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত।
-
কবিতাটি নয়টি Cantos-এ বিভক্ত এবং blank verse-এ রচিত।
-
কাহিনী সংক্ষেপ: Queen Mab, fairies-এর শাসিকা, Ianthe-এর আত্মাকে সময় ও স্থান জুড়ে নিয়ে যায় এবং মানবজাতির বিভিন্ন ভুল ও দোষ প্রদর্শন করে।
উক্তি:
-
"The more we study, the more we discover our ignorance."
Percy Bysshe Shelley (1792–1822):
-
জন্ম: সাসেক্স, ইংল্যান্ড; পড়াশোনা: Oxford University।
-
১৮১১ সালে "The necessity of Atheism" পুস্তিকার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার।
-
গণ্য হন Revolutionary poet এবং poet of Hope and Regeneration হিসেবে।
-
স্ত্রী: Mary Shelley, একজন লেখিকা।
উল্লেখযোগ্য রচনা:
-
কবিতা: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
নাটক: Prometheus Unbound, The Cenci

0
Updated: 3 weeks ago