A
Hymns of sorrow
B
Chorus hymeneal and triumphal chants
C
War cries
D
Lullabies
উত্তরের বিবরণ
Shelley বলেন, বিবাহের সঙ্গীত (chorus hymeneal) এবং বিজয়সঙ্গীত (triumphal chant) Skylark-এর গানের কাছে তুচ্ছ। এগুলো মানুষের আনন্দ প্রকাশ করলেও তাতে একধরনের অপূর্ণতা থাকে। Skylark-এর গান নিখুঁত ও সীমাহীন আনন্দের প্রতীক।

0
Updated: 4 days ago
What questions does Shelley ask about the source of Skylark’s song?
Created: 4 days ago
A
About its food
B
About fields, waves, mountains, sky
C
About trees only
D
About the sun
Shelley প্রশ্ন করেন, Skylark-এর গানের উৎস কোথায়—মাঠ, তরঙ্গ, পাহাড়, না আকাশ? এসব প্রশ্নের মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন যে Skylark-এর গান মানুষের বোঝার বাইরে, যেন তা এক ঐশ্বরিক রহস্য।

0
Updated: 4 days ago
What does Shelley want the West Wind to drive over the universe?
Created: 4 days ago
A
His joy
B
His dead thoughts
C
His tears
D
His love
Shelley বলেন, “Drive my dead thoughts over the universe / Like wither’d leaves।” তিনি চান বাতাস তার মৃত চিন্তাগুলোকে উড়িয়ে নিয়ে যাক, যেমন ঝরা পাতা উড়ে যায়। এখানে কবি নিজের হতাশাকে প্রকাশ করছেন, তবে একইসাথে আশাও দেখাচ্ছেন—যে মৃত চিন্তার ভেতর থেকেই নতুন জীবনের জন্ম হতে পারে।

0
Updated: 4 days ago
What deeper truth does Shelley believe the Skylark knows?
Created: 4 days ago
A
Secrets of the stars
B
The meaning of death
C
History of mankind
D
Mysteries of the sea
Shelley বলেন, Skylark জাগ্রত বা নিদ্রিত অবস্থায়ও মৃত্যুর সত্য সম্পর্কে মানুষ থেকে গভীর উপলব্ধি রাখে। Skylark-এর গান এত নির্মল যে মনে হয় সে মৃত্যুকেও এক গভীর সত্য হিসেবে বুঝে নিয়েছে।

0
Updated: 4 days ago