What does Shelley say about human laughter?
A
It is pure joy
B
It is always mixed with some pain
C
It is artificial
D
It is divine
উত্তরের বিবরণ
Shelley বলেন, মানুষের আন্তরিক হাসিও যন্ত্রণার সঙ্গে মিশ্রিত। আমাদের সুখের ভেতরেও সবসময় বেদনার ছায়া থাকে। এটাই মানুষের জীবনের ট্র্যাজেডি।

0
Updated: 1 month ago
What is the Skylark compared to in stanza 4?
Created: 1 month ago
A
A star of Heaven
B
A diamond
C
A silver arrow
D
A rose in bloom
চতুর্থ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a star of Heaven।” এটি Simile। দিনের আলোয় তারাকে দেখা যায় না, কিন্তু তারা থাকে। তেমনি Skylark আকাশে অদৃশ্য হলেও তার গান চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে কবি পাখিটিকে দৃশ্যমানতা নয়, বরং অদৃশ্য অথচ উপস্থিতির প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

2
Updated: 1 month ago
How does Shelley address the Skylark in the opening line?
Created: 1 month ago
A
Merry Bird
B
Blithe Spirit
C
Joyful Singer
D
Spirit of Music
কবিতার শুরুতেই Shelley Skylark-কে কেবল একটি পাখি হিসেবে নয়, বরং এক “Blithe Spirit” বা আনন্দময় আত্মা হিসেবে সম্বোধন করেছেন। এটি Apostrophe-এর উদাহরণ, যেখানে কবি সরাসরি একটি বিমূর্ত সত্তাকে সম্বোধন করেন।
Shelley-এর চোখে Skylark পাখি নয়, বরং আনন্দ, মুক্তি ও অনুপ্রেরণার প্রতীক। প্রকৃতির মধ্যে যে আনন্দময় শক্তি আছে, Skylark সেই শক্তিকে প্রতিফলিত করে। তাই কবি এটিকে সাধারণ প্রাণী নয়, এক ঐশ্বরিক আত্মা হিসেবে কল্পনা করেছেন।

0
Updated: 1 month ago
Which image is used for the Skylark rising higher?
Created: 1 month ago
A
A flame in darkness
B
A cloud of fire
C
A silver star
D
A golden rose
Shelley Skylark-এর উড্ডয়নকে তুলনা করেছেন “a cloud of fire” বা অগ্নিমেঘের সঙ্গে। এটি একটি Simile, যা Skylark-এর দীপ্তি ও জ্যোতির্ময় শক্তিকে বোঝায়।
পাখিটির গানে ও উড্ডয়নে আছে আগুনের মতো তেজ এবং প্রাণশক্তি। এর মাধ্যমে কবি বুঝিয়েছেন, Skylark প্রকৃতির মধ্যে এক অগ্নিস্ফুলিঙ্গ, যা অন্ধকার দূর করে আলো ছড়ায় এবং সৃষ্টিশীল শক্তিকে জাগ্রত করে।

0
Updated: 1 month ago