A
Praise of love or wine
B
Praise of war
C
Praise of nature
D
Praise of glory
উত্তরের বিবরণ
Shelley বলেন, তিনি কখনও প্রেম বা মদের প্রশংসায় এত আনন্দময় সঙ্গীত শোনেননি। Skylark-এর গান প্রেমের সঙ্গীত ও উৎসবের গান থেকেও শ্রেষ্ঠ। এটি দেখায় যে প্রকৃতির গান মানুষের কৃত্রিম আনন্দের চেয়ে গভীর ও খাঁটি।

1
Updated: 4 days ago
The line "I met a traveller from an antique land" is taken from which poem?
Created: 2 weeks ago
A
Ozymandias
B
Ode to the West Wind
C
The Rime of the Ancient Mariner
D
Ode on a Grecian Urn
• The line "I met a traveller from an antique land" is from Ozymandias.
• Ozymandias
-
A famous sonnet written by P. B. Shelley, first published in 1818.
-
The poem reflects on the impermanence of human power and glory.
-
Ozymandias refers to Pharaoh Ramses II, using his Greek name.
-
Theme: No matter how mighty a ruler or empire, time ultimately erases all traces.
-
The poem is a classic meditation on pride, power, and the inevitability of decay.
• Percy Bysshe Shelley
-
A prominent Romantic poet, known as a Revolutionary and Lyrical Poet.
-
Notable works: Adonais, Mont Blanc, Ode to the West Wind, Ozymandias, Peter Bell the Third, Prometheus Unbound, Queen Mab, Rosalind and Helen, The Cenci, The Cloud, The Masque of Anarchy.
Source: Britannica

0
Updated: 2 weeks ago
What tone best describes the poem?
Created: 4 days ago
A
Celebratory
B
Melancholic yet hopeful
C
Comic
D
Neutral
পুরো কবিতায় দুঃখ ও বিষণ্নতার ছাপ আছে—Shelley নিজেকে দুর্বল, আঘাতপ্রাপ্ত এবং হতাশ বলে তুলে ধরেছেন। কিন্তু শেষ লাইনে তিনি আশার আলো দেখান: শীতের পরেই বসন্ত আসবেই। ফলে সুরটি বিষণ্ন হলেও আশাবাদী।

0
Updated: 4 days ago
Which sense is most vividly appealed to in “living hues and odours”?
Created: 4 days ago
A
Sight and Smell
B
Hearing and Touch
C
Taste and Hearing
D
Touch and Smell
“Living hues and odours” লাইনে Shelley একসাথে দৃষ্টি (hues = রঙ) এবং ঘ্রাণ (odours = সুবাস) ইন্দ্রিয়কে ব্যবহার করেছেন। এটি একটি সমৃদ্ধ Imagery। বসন্ত এলে পৃথিবী রঙিন হয়ে ওঠে ফুলে-ফলে, আর চারদিকে সুবাস ছড়িয়ে পড়ে।
Shelley এখানে ইন্দ্রিয়গত অভিজ্ঞতাকে কবিতায় মিলিয়ে দিয়েছেন, যাতে পাঠকরা শুধু কল্পনায় নয়, অনুভবেও বসন্তকে উপলব্ধি করতে পারে। এভাবে তিনি West Wind-এর সৃজনশীল ভূমিকা দেখিয়েছেন—যা পৃথিবীকে নতুন রঙ ও সুবাসে ভরিয়ে দেয়।

1
Updated: 4 days ago