What surpasses “all that ever was joyous, clear, and fresh”?
A
Human songs
B
Skylark’s music
C
Spring breezes
D
Love poems
উত্তরের বিবরণ
Shelley ঘোষণা দেন, যত আনন্দময়, নির্মল ও সতেজ কিছুই পৃথিবীতে আছে, Skylark-এর গান তার থেকেও শ্রেষ্ঠ। এই অতিশয়োক্তি (Hyperbole) Skylark-এর গানের ঐশ্বরিক শক্তিকে তুলে ধরে।

0
Updated: 1 month ago
What happens to the sea-blooms in the Atlantic?
Created: 1 month ago
A
They shine brightly
B
They tremble and turn grey
C
They bloom with fragrance
D
They vanish completely
তৃতীয় canto-তে Shelley বলেন, আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা sea-blooms পশ্চিম বাতাসের শব্দে কেঁপে ওঠে এবং ভয় পেয়ে ধূসর হয়ে যায়। এটি প্রকৃতির গভীরতম স্তরে বাতাসের প্রভাবকে বোঝায়।

2
Updated: 1 month ago
What does the Skylark pour from its heart?
Created: 1 month ago
A
Wisdom
B
Melody
C
Profuse strains of unpremeditated art
D
Sacred Hymns
Shelley বলেছেন, Skylark তার পূর্ণ হৃদয় থেকে ঢেলে দেয় “profuse strains of unpremeditated art।” অর্থাৎ, তার গান পরিকল্পনা করে নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়। এই সঙ্গীত প্রাকৃতিক, খাঁটি এবং নিখুঁত।
এখানে পাখির গান মানুষের কবিতা বা শিল্পের থেকেও ঊর্ধ্বে রাখা হয়েছে, কারণ এটি একেবারেই প্রাকৃতিক এবং অনায়াস। এতে বোঝানো হয়েছে যে সত্যিকারের শিল্প আসে স্বাভাবিক অনুপ্রেরণা থেকে, কৃত্রিম প্রচেষ্টা থেকে নয়।

2
Updated: 1 month ago
Who wrote the famous poem Queen Mab?
Created: 1 month ago
A
John Keats
B
P.B. Shelley
C
William Shakespeare
D
William Blake
Queen Mab
-
সম্পূর্ণ নাম: "Queen Mab, a Philosophical Poem: With Notes"
-
এটি Romantic poet P.B. Shelley রচিত একটি কবিতা।
-
রাজনৈতিক বিষয়বস্তুর কারণে ১৮১৩ সালে বেনামে প্রাথমিকভাবে প্রকাশিত হয়।
-
এটি কবির প্রথম প্রধান কবিতা (First major poem)।
-
পরে ১৮১৬ সালে Shelley এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
-
কবিতাটি নয়টি Cantos-এ বিভক্ত এবং blank verse-এ লেখা।
-
Queen Mab, যিনি fairies-এর শাসিকা, Ianthe-এর আত্মাকে (Shelley-এর প্রথম সন্তানের নাম) সময় ও স্থান ভ্রমণে নিয়ে যায় এবং মানবজাতির বিভিন্ন দোষ ও ভুল প্রদর্শন করে।
-
কবিতায় Ianthe-এর আত্মা মানবজাতির অতীত, বর্তমান ও ভবিষ্যতের দর্শন দেখার সুযোগ পায়।
বিখ্যাত উক্তি
-
"The more we study, the more we discover our ignorance."
Percy Bysshe Shelley
-
তিনি একজন English Romantic poet।
-
তাঁর কবিতা ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের জন্য উত্তেজনাপূর্ণ খোঁজকে প্রকাশ করে।
-
তিনি English literature-এর সর্বশ্রেষ্ঠ কবিতার মধ্যে স্থান পান।
Best Works
-
Poems: Queen Mab, Alastor; or The Spirit of Solitude, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci
Source: Britannica; Live MCQ Lecture

0
Updated: 1 month ago