What effect does the rose’s fragrance have?
A
It frightens birds
B
It makes bees faint with sweetness
C
It destroys the forest
D
It disappears quickly
উত্তরের বিবরণ
Shelley লিখেছেন, “Till the scent it gives makes faint with too much sweet those heavy-winged thieves।” মৌমাছিরা গোলাপের অতিরিক্ত মিষ্টি সুবাসে মূর্ছিত হয়ে যায়। এর দ্বারা কবি দেখিয়েছেন, Skylark-এর গান এতটাই শক্তিশালী যে তা মনকে মোহিত করে ফেলে।

0
Updated: 1 month ago
Ozymandias, a sonnet about the ruins of a statue, was authored by:
Created: 2 weeks ago
A
Percy Bysshe Shelley
B
Samuel Taylor Coleridge
C
Robert Browning
D
Alfred Lord Tennyson
“Ozymandias” একটি বিখ্যাত সনেট, যেখানে ভগ্নপ্রায় এক প্রতিমার মাধ্যমে মানুষের অহংকার ও ক্ষমতার ক্ষণস্থায়িত্ব প্রকাশ পেয়েছে। কবিতায় দেখা যায়, এক ভাস্কর তার শাসকের শক্তি ও মহিমার প্রশংসা করলেও আজ সেই মহিমা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে রাজত্ব, ক্ষমতা কিংবা অহংকার চিরস্থায়ী নয়; সময় সবকিছুকে ভেঙে দেয়। কবিতাটি মানুষের অহংকার বনাম প্রাকৃতিক ও ঐতিহাসিক শক্তির এক গভীর প্রতীকী রূপক হিসেবে দাঁড়িয়েছে। এই সনেটটি রচনা করেছিলেন ইংরেজি রোমান্টিক কবি Percy Bysshe Shelley। তাই সঠিক উত্তর হলো – ক) Percy Bysshe Shelley।
বিস্তারিত আলোচনা
Ozymandias
-
এটি Percy Bysshe Shelley রচিত একটি কবিতা।
-
এটি একটি Sonnet।
-
প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে ফারাও রামসেস II-এর গ্রীক নাম।
-
কবিতার প্রধান শিক্ষা হলো, ক্ষমতা ও অহংকার ক্ষণস্থায়ী।
-
যত শক্তিশালী ও ক্ষমতাবান শাসকই হোক না কেন, তার আধিপত্য সময়ের সাথে ধ্বংস হয়ে যায়।
P. B. Shelley
-
তিনি একজন ইংরেজি রোমান্টিক কবি।
-
তাঁর রচনায় ব্যক্তিগত প্রেম, স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও মানবমুক্তির প্রতি গভীর আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।
-
Shelley-র কবিতা ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্য হিসেবে স্বীকৃত।
Best Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci

0
Updated: 2 weeks ago
A famous ode, 'Ode to the West Wind' was written by -
Created: 3 weeks ago
A
W.B. Yeats
B
P.B. Shelley
C
T.S. Eliot
D
John Keats
Ode to the West Wind কবিতাটি রচনা করেছেন P.B. Shelley এবং এটি ১৮২০ সালে প্রকাশিত হয়। কবিতায় Shelley West Wind-এর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন এবং তার প্রলয়ংকারী ক্ষমতা ও বৈপ্লবিক শক্তিকে সমাদর করেছেন। কবিতার লেখা স্থান হলো Cascine wood near Florence, Italy। কিছু মতামত অনুযায়ী, Shelley এই কবিতা তার পুত্র William-এর মৃত্যুশোকে লিখেছিলেন। কবিতায় passionate language এবং symbolic imagery-এর অনন্য ব্যবহার লক্ষ্য করা যায়, যা বৈপ্লবিক চিন্তা এবং আশাবাদের প্রকাশ।
• Ode to the West Wind:
-
প্রকাশ: ১৮২০
-
প্রধান বিষয়: West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতা ও বৈপ্লবিক শক্তি
-
লেখা স্থান: Cascine wood near Florence, Italy
-
কিছু মতে, লেখা হয়েছিল Shelley-এর পুত্র William-এর মৃত্যুশোকে
-
বিখ্যাত লাইন: “If Winter comes, can Spring be far behind?”
• P.B. Shelley:
-
একজন English Romantic poet
-
তিনি ব্যক্তিগত ভালোবাসা ও সামাজিক ন্যায়ের প্রতি তার passionate অনুসন্ধানকে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন
-
সাহিত্যে তিনি ইংরেজির অন্যতম শ্রেষ্ঠ কবিদের মধ্যে গণ্য
-
Best works (Poems): Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci

0
Updated: 3 weeks ago
What is the Skylark compared to in stanza 4?
Created: 1 month ago
A
A star of Heaven
B
A diamond
C
A silver arrow
D
A rose in bloom
চতুর্থ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a star of Heaven।” এটি Simile। দিনের আলোয় তারাকে দেখা যায় না, কিন্তু তারা থাকে। তেমনি Skylark আকাশে অদৃশ্য হলেও তার গান চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে কবি পাখিটিকে দৃশ্যমানতা নয়, বরং অদৃশ্য অথচ উপস্থিতির প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

2
Updated: 1 month ago