A
A star of Heaven
B
A diamond
C
A silver arrow
D
A rose in bloom
উত্তরের বিবরণ
চতুর্থ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a star of Heaven।” এটি Simile। দিনের আলোয় তারাকে দেখা যায় না, কিন্তু তারা থাকে। তেমনি Skylark আকাশে অদৃশ্য হলেও তার গান চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে কবি পাখিটিকে দৃশ্যমানতা নয়, বরং অদৃশ্য অথচ উপস্থিতির প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

1
Updated: 4 days ago
Who wrote Ode to a Skylark?
Created: 2 weeks ago
A
Percy Bysshe Shelley
B
John Keats
C
William Wordsworth
D
Samuel Taylor Coleridge

0
Updated: 2 weeks ago
Which season dominates Ode to the West Wind?
Created: 4 days ago
A
Summer
B
Autumn
C
Winter
D
Spring
“Ode to the West Wind” মূলত শরৎ ঋতুকে কেন্দ্র করে লেখা। কবি পশ্চিম বাতাসকে শরতের প্রাণশক্তি বলেছেন। শরতের বাতাস মৃত পাতাকে উড়িয়ে নিয়ে যায় এবং বীজকে মাটির নিচে লুকিয়ে রাখে। পাতার পতন মৃত্যু বা ক্ষয়ের প্রতীক, আর বীজ সংরক্ষণ নতুন জন্মের প্রতীক। তাই শরৎকে Shelley একসাথে ধ্বংস ও সংরক্ষণের ঋতু হিসেবে উপস্থাপন করেছেন।

0
Updated: 4 days ago
What does “trumpet of prophecy” mean in the poem?
Created: 4 days ago
A
Song of joy
B
Message of revolution
C
Music of nature
D
Silence of death
“Trumpet of prophecy” মানে হলো ভবিষ্যদ্বাণীর তূর্য। Shelley চান পশ্চিম বাতাস তার কণ্ঠকে ব্যবহার করে মানবজাতির কাছে নতুন যুগের বার্তা পৌঁছে দিক। এটি কেবল কবিতা নয়, বরং বিপ্লবী ভাবনার প্রতীক। কবির কণ্ঠ তখন মানুষের মুক্তির ডাক হয়ে উঠবে।

0
Updated: 4 days ago