What flaw does Shelley find in human songs?
A
They are too loud
B
They contain hidden want
C
They are unnatural
D
They lack rhythm
উত্তরের বিবরণ
Shelley বলেন, মানুষের গান যতই সুন্দর হোক না কেন, তাতে সবসময় একটা “hidden want” বা অদৃশ্য অভাব থেকে যায়। মানুষের আনন্দ সবসময় দুঃখের সঙ্গে মিশে থাকে। কিন্তু Skylark-এর গানে কোনো অভাব বা দুঃখ নেই।

0
Updated: 1 month ago
Who wrote the poem 'Ozymandias'?
Created: 2 weeks ago
A
Thomas Hardy
B
Robert Frost
C
P.B. Shelley
D
Edmund Spenser
“Ozymandias” একটি Sonnet, যা প্রকাশিত হয় ১৮১৮ সালে। কবিতার মূল ভাবনা হচ্ছে যে শক্তিশালী শাসক এবং একচ্ছত্র ক্ষমতাও সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত হয়। এখানে Shelley এক প্রাচীন ফারাওর প্রতীক ব্যবহার করে দেখিয়েছেন যে, যতো বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, তার ক্ষমতা স্থায়ী নয়।
-
Ozymandias হলো ফারাও Ramesses II-এর গ্রীক নাম, অর্থাৎ মিশরের শক্তিশালী শাসক ফিরাউন ২য় রামসেসকে নির্দেশ করছে।
-
কবিতার মূল থিম হলো ক্ষমতার ক্ষণস্থায়ী প্রকৃতি এবং মানুষের অহংকারের সীমাবদ্ধতা।
P. B. Shelley (1792-1822)
-
সম্পূর্ণ নাম Percy Bysshe Shelley, রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
তাকে গণ্য করা হয় ইংরেজি সাহিত্যের একজন Revolutionary poet হিসেবে, যিনি বিশ্বাস করতেন যে সমাজে পরিবর্তনের জন্য গুণগত বিপ্লব (qualitative revolution) প্রয়োজন।
-
তাকে বলা হয় “The poet of Hope and Regeneration”, অর্থাৎ আশা ও পুনর্জন্মের কবি।
P. B. Shelley-এর অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা
-
A Defence of Poetry
-
A Philosophical View of Reform
-
Adonais
-
The Spirit of Solitude
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Prometheus Unbound
-
Rosalind and Helen
-
The Necessity of Atheism
-
The Revolt of Islam
-
To a Sky-Lark

0
Updated: 2 weeks ago
'Our sweetest songs are those that tell of saddest thought.' -This oft-quoted line occurs in Shelley's notable poem _____ .
Created: 3 weeks ago
A
To a Skylark
B
Ode to the West Wind
C
Adonais
D
The Cloud
P.B. Shelley-এর "To a Skylark" কবিতার বিখ্যাত লাইন "Our sweetest songs are those that tell of saddest thought." মানুষের অনুভূতির গভীরতা এবং দুঃখভরা স্মৃতি থেকে উৎসারিত সঙ্গীতের গুরুত্বকে তুলে ধরে।
কবি Skylark-কে আনন্দ, স্বাধীনতা এবং স্বর্গীয় সঙ্গীতের প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন এবং মানুষের গান প্রায়ই দুঃখের ভাব থেকে আসে, তাই এই লাইনটি বিশেষ অর্থ বহন করে।
-
To a Skylark একটি lyric poem।
-
কবি Skylark-কে চাঁদের আলোর সাথে তুলনা করেছেন।
-
কবির মতে Skylark-এর গান joyous spirit of the divine-এর প্রতীক।
-
তিনি Skylark হয়ে ওঠার ইচ্ছা প্রকাশ করেছেন।
-
Skylark-এর গান থেকে কবি আত্মার প্রেরণা পান এবং এটি স্বর্গীয় মনে করেন।
কিছু বিখ্যাত উক্তি:
-
"Our sweetest songs are those that tell of saddest thought" (To A Skylark)
-
"If Winter comes, can spring be far behind?" (Ode to the West Wind)
-
"The more we study, the more we discover our ignorance" (Queen Mab)
P.B. Shelley:
-
একজন English Romantic poet।
-
ব্যক্তিগত ভালোবাসা এবং সামাজিক ন্যায়ের জন্য তার passionate search ক্রমশ কবিতার মাধ্যমে প্রকাশ পায়। তার কাজগুলো ইংরেজি সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে।
প্রধান কাজগুলো:
কবিতা:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
নাটক:
-
Prometheus Unbound
-
The Cenci

0
Updated: 3 weeks ago
What is the central theme of Ode to the West Wind?
Created: 1 month ago
A
Love and Marriage
B
Death, Rebirth, and the Power of Nature
C
War and Victory
D
Friendship and Loyalty
পুরো কবিতার কেন্দ্রীয় থিম হলো মৃত্যু ও পুনর্জন্মের চক্র, এবং প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি। West Wind একদিকে ধ্বংস আনে, অন্যদিকে নতুন জীবনের সম্ভাবনা সৃষ্টি করে। Shelley এই প্রাকৃতিক সত্যকে মানুষের জীবন ও কবিতার অনুপ্রেরণার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।

1
Updated: 1 month ago