A
The Sun
B
The Moon
C
A Star
D
Jupiter
উত্তরের বিবরণ
Shelley বলেছেন, চাঁদের তীব্র আলো ভোরের সাথে ক্ষীণ হয়ে আসে—“Whose intense lamp narrows / In the white dawn clear।” এটি বোঝায়, Skylark-এর গানও কখনও অদৃশ্য হলেও টিকে থাকে, যেমন চাঁদ দিনের আলোয় অদৃশ্য হলেও বাস্তবে থাকে। এর দ্বারা কবি অদৃশ্য সৌন্দর্যের উপস্থিতি বোঝাতে চেয়েছেন।

1
Updated: 4 days ago
What is the central theme of Ode to the West Wind?
Created: 4 days ago
A
Love and Marriage
B
Death, Rebirth, and the Power of Nature
C
War and Victory
D
Friendship and Loyalty
পুরো কবিতার কেন্দ্রীয় থিম হলো মৃত্যু ও পুনর্জন্মের চক্র, এবং প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি। West Wind একদিকে ধ্বংস আনে, অন্যদিকে নতুন জীবনের সম্ভাবনা সৃষ্টি করে। Shelley এই প্রাকৃতিক সত্যকে মানুষের জীবন ও কবিতার অনুপ্রেরণার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।

1
Updated: 4 days ago
What is meant by “dirge of the dying year”?
Created: 4 days ago
A
Spring’s song
B
The autumn wind
C
Funeral song of the year
D
Winter’s silence
Shelley পশ্চিম বাতাসকে বলেছেন “dirge of the dying year।” “Dirge” মানে শোকগীতি বা মৃতের জন্য গান। শরৎ হলো বছরের শেষ অধ্যায়, যেখানে প্রকৃতি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোয়। মৃত পাতার পতন, দিন ছোট হয়ে আসা, শীতের আগমন—সব মিলিয়ে এটি বছরের মৃত্যুর প্রতীক।
পশ্চিম বাতাসের গর্জন যেন শোকসংগীতের মতো শোনায়, যা সময়ের অস্থিরতা ও মৃত্যুর অবধারিত সত্যকে প্রকাশ করে। তবে এই মৃত্যু আসলে নতুন জন্মের প্রস্তুতি, তাই এতে লুকানো আছে পুনর্জন্মের সম্ভাবনা।

0
Updated: 4 days ago
What is described as “a rain of melody”?
Created: 4 days ago
A
Skylark’s presence
B
The clouds
C
The rainbow
D
The forest
Shelley বলেছেন, Skylark-এর উপস্থিতি থেকে ঝরে পড়ে “a rain of melody।” এটি একটি Metaphor, যেখানে Skylark-এর গানকে সুরের বৃষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন বৃষ্টি পৃথিবীকে ভিজিয়ে তোলে, তেমনি Skylark-এর গান মন ও পৃথিবীকে ভরিয়ে দেয়। এখানে কবি প্রকৃতির সংগীতকে পবিত্র ও জীবনদায়ী শক্তি হিসেবে তুলে ধরেছেন।

0
Updated: 4 days ago