A
A fading star
B
Golden lightning of the sunken sun
C
A burning flame
D
Silver light of dawn
উত্তরের বিবরণ
তৃতীয় স্তবকে Shelley Skylark-কে তুলনা করেছেন অস্তগামী সূর্যের সোনালি বিদ্যুতের সঙ্গে। পাখিটি সূর্যের আলোয় ভেসে বেড়ায়, যেন তা এক জ্বলন্ত বিদ্যুৎ। এই চিত্রকল্প Skylark-এর গান ও উড্ডয়নের উজ্জ্বলতাকে ফুটিয়ে তোলে। সূর্য অস্ত গেলেও Skylark-এর গানে নতুন দীপ্তি তৈরি হয়, যা চিরন্তন আনন্দের প্রতীক।

1
Updated: 4 days ago
Which sea is described as being awakened by the West Wind?
Created: 4 days ago
A
Baltic Sea
B
Mediterranean Sea
C
Atlantic Ocean
D
Indian Ocean
তৃতীয় canto-তে Shelley বলেছেন, পশ্চিম বাতাস ভূমধ্যসাগরকে (Mediterranean Sea) তার “গ্রীষ্মের স্বপ্ন” থেকে জাগিয়ে তোলে। ভূমধ্যসাগরকে তিনি এমনভাবে কল্পনা করেছেন যেন তা ঘুমিয়ে প্রাসাদ ও টাওয়ারের স্বপ্ন দেখছে।

0
Updated: 4 days ago
What emotion fills the maiden’s secret song?
Created: 4 days ago
A
Fear
B
Anger
C
Love
D
Hatred
Shelley বলেন, সেই কুমারী গোপনে প্রেমময় গান গাইছে। “Soothing her love-laden soul in secret hour” লাইনে বোঝানো হয়েছে, সেই গান প্রেমে ভরা। Skylark-এর গানও তেমনি প্রেমময় এবং আবেগপূর্ণ। এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির গানও মানুষের প্রেমের অনুভূতির মতো গভীর এবং হৃদয়স্পর্শী।

0
Updated: 4 days ago
What imagery is used in “The moon rains out her beams”?
Created: 4 days ago
A
Olfactory imagery
B
Visual imagery
C
Auditory imagery
D
Tactile imagery
“The moon rains out her beams” একটি শক্তিশালী Visual Imagery। Shelley চাঁদের আলোকে বৃষ্টির মতো বর্ষিত হতে দেখিয়েছেন। এই চিত্রকল্প পাঠকের চোখে এক জীবন্ত দৃশ্য তৈরি করে। এখানে চাঁদের আলো প্রকৃতিকে ভরিয়ে তোলে, যেমন Skylark-এর গান চারপাশ ভরিয়ে তোলে। এটি কবিতার সৌন্দর্য ও সঙ্গীতধর্মিতা বৃদ্ধি করে।

1
Updated: 4 days ago