What questions does Shelley ask about the source of Skylark’s song?
A
About its food
B
About fields, waves, mountains, sky
C
About trees only
D
About the sun
উত্তরের বিবরণ
Shelley প্রশ্ন করেন, Skylark-এর গানের উৎস কোথায়—মাঠ, তরঙ্গ, পাহাড়, না আকাশ? এসব প্রশ্নের মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন যে Skylark-এর গান মানুষের বোঝার বাইরে, যেন তা এক ঐশ্বরিক রহস্য।

1
Updated: 1 month ago
What flaw does Shelley find in human songs?
Created: 1 month ago
A
They are too loud
B
They contain hidden want
C
They are unnatural
D
They lack rhythm
Shelley বলেন, মানুষের গান যতই সুন্দর হোক না কেন, তাতে সবসময় একটা “hidden want” বা অদৃশ্য অভাব থেকে যায়। মানুষের আনন্দ সবসময় দুঃখের সঙ্গে মিশে থাকে। কিন্তু Skylark-এর গানে কোনো অভাব বা দুঃখ নেই।

0
Updated: 1 month ago
Which of the following is Not compared to the skylark’s song in the poem?
Created: 2 weeks ago
A
A poet’s song
B
A maiden’s song
C
A lover’s voice
D
A soldier’s cry
Percy Bysshe Shelley তার কবিতা "To a Skylark"-এ skylark-এর গানের সৌন্দর্য বোঝাতে একাধিক delicate similes ব্যবহার করেছেন। এখানে তিনি বিভিন্ন কিছুর সঙ্গে তুলনা করেছেন, যা কবিতার মূল ভাবকে আরও সমৃদ্ধ করেছে।
-
Poet’s song: Shelley skylark-কে তুলনা করেছেন এক কবির সঙ্গে— "Like a poet hidden / In the light of thought..."। এখানে বোঝানো হয়েছে যে, যেমন একজন কবি নিজের চিন্তায় হারিয়ে গিয়ে সৃজনশীল গান রচনা করে, skylark-এর গানও তেমনই সৃষ্টিশীল ও অনুপ্রেরণামূলক।
-
Maiden’s song: আবার একে তুলনা করা হয়েছে এক high-born maiden-এর গানের সঙ্গে— "Like a high-born maiden / In a palace-tower, / Soothing her love-laden / Soul in secret hour..."। এখানে বোঝানো হয়েছে প্রেমে আচ্ছন্ন এক কুমারীর অন্তরঙ্গ গান, যা মধুর ও আবেগপূর্ণ।
-
Love/romance-এর ধারণা: কবিতায় বলা হয়েছে, "music sweet as love", যা skylark-এর গানের মধ্যে প্রেম ও আকাঙ্ক্ষার অনুভূতি এনে দেয়। এতে বোঝা যায়, কবি গানের সঙ্গে love and longing-এর সম্পর্ক খুঁজে পেয়েছেন।
তবে Shelley কখনো skylark-এর গানকে soldier’s cry-এর সঙ্গে তুলনা করেননি। কারণ সৈন্যের আর্তনাদ বা যুদ্ধের শব্দ বোঝায় war, pain, and violence, যা সম্পূর্ণ বিপরীত skylark-এর joyful and ethereal song এবং কবির উদযাপিত “blithe Spirit”-এর।

0
Updated: 2 weeks ago
Who wrote the poem 'Ozymandias'?
Created: 2 weeks ago
A
Thomas Hardy
B
Robert Frost
C
P.B. Shelley
D
Edmund Spenser
“Ozymandias” একটি Sonnet, যা প্রকাশিত হয় ১৮১৮ সালে। কবিতার মূল ভাবনা হচ্ছে যে শক্তিশালী শাসক এবং একচ্ছত্র ক্ষমতাও সময়ের সাথে ক্ষয়প্রাপ্ত হয়। এখানে Shelley এক প্রাচীন ফারাওর প্রতীক ব্যবহার করে দেখিয়েছেন যে, যতো বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, তার ক্ষমতা স্থায়ী নয়।
-
Ozymandias হলো ফারাও Ramesses II-এর গ্রীক নাম, অর্থাৎ মিশরের শক্তিশালী শাসক ফিরাউন ২য় রামসেসকে নির্দেশ করছে।
-
কবিতার মূল থিম হলো ক্ষমতার ক্ষণস্থায়ী প্রকৃতি এবং মানুষের অহংকারের সীমাবদ্ধতা।
P. B. Shelley (1792-1822)
-
সম্পূর্ণ নাম Percy Bysshe Shelley, রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
তাকে গণ্য করা হয় ইংরেজি সাহিত্যের একজন Revolutionary poet হিসেবে, যিনি বিশ্বাস করতেন যে সমাজে পরিবর্তনের জন্য গুণগত বিপ্লব (qualitative revolution) প্রয়োজন।
-
তাকে বলা হয় “The poet of Hope and Regeneration”, অর্থাৎ আশা ও পুনর্জন্মের কবি।
P. B. Shelley-এর অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা
-
A Defence of Poetry
-
A Philosophical View of Reform
-
Adonais
-
The Spirit of Solitude
-
Ode to the West Wind
-
Ozymandias
-
Prometheus Unbound
-
Rosalind and Helen
-
The Necessity of Atheism
-
The Revolt of Islam
-
To a Sky-Lark

0
Updated: 2 weeks ago