A
Skylark’s presence
B
The clouds
C
The rainbow
D
The forest
উত্তরের বিবরণ
Shelley বলেছেন, Skylark-এর উপস্থিতি থেকে ঝরে পড়ে “a rain of melody।” এটি একটি Metaphor, যেখানে Skylark-এর গানকে সুরের বৃষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন বৃষ্টি পৃথিবীকে ভিজিয়ে তোলে, তেমনি Skylark-এর গান মন ও পৃথিবীকে ভরিয়ে দেয়। এখানে কবি প্রকৃতির সংগীতকে পবিত্র ও জীবনদায়ী শক্তি হিসেবে তুলে ধরেছেন।

0
Updated: 4 days ago
Shelley compares the West Wind to—
Created: 2 days ago
A
A gentle mother
B
A destroyer and preserver
C
A silent shadow
D
A raging fire
শেলি বলেন পশ্চিমা হাওয়া মৃত পাতা উড়িয়ে নিয়ে যায় (ধ্বংসকারী), আবার নতুন জীবনের বীজ ছড়িয়ে দেয় (রক্ষাকারী)। এটি ধ্বংস আর পুনর্জন্মের প্রতীক।

0
Updated: 2 days ago
What quality of the poet is chained by “a heavy weight of hours”?
Created: 4 days ago
A
His pride
B
His spirit
C
His wealth
D
His silence
Shelley বলেন সময়ের ভার তার আত্মাকে নত করেছে। আগে তার আত্মা পশ্চিম বাতাসের মতো বুনো ও দ্রুত ছিল, কিন্তু এখন তা ক্লান্ত ও আবদ্ধ। তিনি চান বাতাস তাকে আবার সেই শক্তি ফিরিয়ে দিক।

0
Updated: 4 days ago
What does Shelley want the West Wind to drive over the universe?
Created: 4 days ago
A
His joy
B
His dead thoughts
C
His tears
D
His love
Shelley বলেন, “Drive my dead thoughts over the universe / Like wither’d leaves।” তিনি চান বাতাস তার মৃত চিন্তাগুলোকে উড়িয়ে নিয়ে যাক, যেমন ঝরা পাতা উড়ে যায়। এখানে কবি নিজের হতাশাকে প্রকাশ করছেন, তবে একইসাথে আশাও দেখাচ্ছেন—যে মৃত চিন্তার ভেতর থেকেই নতুন জীবনের জন্ম হতে পারে।

0
Updated: 4 days ago