A
A rose
B
A star
C
A river
D
A lamp
উত্তরের বিবরণ
একাদশ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a rose embower’d in its own green leaves।” গোলাপের সৌন্দর্য যেমন পাতার আড়ালে লুকিয়ে থাকে, তেমনি Skylark আকাশে অদৃশ্য থেকেও তার সৌন্দর্য ছড়িয়ে দেয়। এটি প্রকৃতির গোপন সৌন্দর্যের প্রতীক।

0
Updated: 4 days ago
'If winter comes, can spring be far behind?' These lines were written by-
Created: 1 month ago
A
Keats
B
Frost
C
Eliot
D
Shelley
"If Winter comes, can Spring be far behind?" — এই লাইনটি P.B. Shelley-এর লেখা Ode to the West Wind কবিতার শেষ লাইন। কবিতাটি ১৮২০ সালে প্রকাশিত হয় এবং এটি লেখা হয় ইতালির ফ্লোরেন্স শহরের কাছাকাছি Cascine wood-এ।
অনেকে মনে করেন, এটি Shelley তাঁর সন্তান উইলিয়ামের মৃত্যুর শোক থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন। কবিতায় তিনি পশ্চিম বাতাসের (West Wind) শক্তিকে বিপ্লবের প্রতীক হিসেবে তুলে ধরেছেন এবং আশা প্রকাশ করেছেন এই বাতাস যেন পরিবর্তনের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়।
Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি, যিনি প্রেম এবং সামাজিক ন্যায়ের সন্ধানে গভীরভাবে নিবেদিত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে Ozymandias, To a Skylark, ও Adonais এবং নাটকের মধ্যে আছে Prometheus Unbound ও The Cenci।

0
Updated: 1 month ago
What figure of speech is in “Destroyer and Preserver”?
Created: 4 days ago
A
Simile
B
Oxymoron
C
Alliteration
D
Personification
“Destroyer and Preserver” হলো একটি Oxymoron। এখানে দুটি বিপরীতার্থক ধারণা পাশাপাশি রাখা হয়েছে। পশ্চিম বাতাস একদিকে মৃত পাতাকে ধ্বংস করে, অন্যদিকে বীজকে সংরক্ষণ করে রাখে। এই দ্বৈত ভূমিকা প্রকৃতির শাশ্বত নিয়মকে তুলে ধরে—ধ্বংস ছাড়া সৃষ্টি নেই।

1
Updated: 4 days ago
What are the dead leaves compared to?
Created: 4 days ago
A
Corpses in graves
B
Ghosts fleeing from an enchanter
C
Feathers of birds
D
Ashes in fire
Shelley মৃত পাতাকে তুলনা করেছেন ভূতের সঙ্গে, যারা জাদুকরের হাত থেকে পালাচ্ছে। এই Simile-টি মৃত পাতার ভয়ংকর ও অস্থির পতনকে চিত্রিত করে। মৃত পাতা এখানে মানুষের মৃত্যু, ক্ষয় আর সময়ের অবসান বোঝায়।

0
Updated: 4 days ago