A
Fear
B
Anger
C
Love
D
Hatred
উত্তরের বিবরণ
Shelley বলেন, সেই কুমারী গোপনে প্রেমময় গান গাইছে। “Soothing her love-laden soul in secret hour” লাইনে বোঝানো হয়েছে, সেই গান প্রেমে ভরা। Skylark-এর গানও তেমনি প্রেমময় এবং আবেগপূর্ণ। এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির গানও মানুষের প্রেমের অনুভূতির মতো গভীর এবং হৃদয়স্পর্শী।

0
Updated: 4 days ago
‘If Winter comes, can Spring be far behind?’ – Who wrote this?
Created: 3 weeks ago
A
William Blake
B
S. T. Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
Romantic Age-এর অন্যতম প্রসিদ্ধ কবি হলেন Percy Bysshe Shelley (P.B. Shelley)। তাঁকে বলা হয়- Revolutionary poet, poet of Hope and Regeneration If Winter comes, can Spring be far behind? উদ্ধৃতি তাঁর বিখ্যাত কবিতা Ode to the West Wind থেকে উদ্ধৃত।

0
Updated: 3 weeks ago
Which celestial body is said to narrow its lamp at dawn?
Created: 4 days ago
A
The Sun
B
The Moon
C
A Star
D
Jupiter
Shelley বলেছেন, চাঁদের তীব্র আলো ভোরের সাথে ক্ষীণ হয়ে আসে—“Whose intense lamp narrows / In the white dawn clear।” এটি বোঝায়, Skylark-এর গানও কখনও অদৃশ্য হলেও টিকে থাকে, যেমন চাঁদ দিনের আলোয় অদৃশ্য হলেও বাস্তবে থাকে। এর দ্বারা কবি অদৃশ্য সৌন্দর্যের উপস্থিতি বোঝাতে চেয়েছেন।

1
Updated: 4 days ago
What ancient city’s ruins are seen beneath the Mediterranean in the poem?
Created: 4 days ago
A
Athens
B
Rome
C
Baiae
D
Troy
Shelley ভূমধ্যসাগরের বর্ণনায় বলেন, “Beside a pumice isle in Baiae’s bay”। Baiae ছিল প্রাচীন রোমের একটি সমৃদ্ধ নগরী, যা পরে জলে তলিয়ে যায়। Shelley এটিকে স্মৃতির প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।

0
Updated: 4 days ago