What comparison does Shelley reject when he hears Skylark’s song?
A
Praise of love or wine
B
Praise of war
C
Praise of nature
D
Praise of glory
উত্তরের বিবরণ
Shelley বলেন, তিনি কখনও প্রেম বা মদের প্রশংসায় এত আনন্দময় সঙ্গীত শোনেননি। Skylark-এর গান প্রেমের সঙ্গীত ও উৎসবের গান থেকেও শ্রেষ্ঠ। এটি দেখায় যে প্রকৃতির গান মানুষের কৃত্রিম আনন্দের চেয়ে গভীর ও খাঁটি।

1
Updated: 1 month ago
"Oh, lift me as a wave, a leaf, a cloud! I fall upon the thorns of life! I bleed!" The extract is taken from P. B. Shelley's poem—
Created: 4 weeks ago
A
The Cloud
B
To a Skylark
C
Ode to the West Wind
D
Adonais
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!"
এই অংশে কবি পি. বি. শেলি–এর বিখ্যাত কবিতা Ode to the West Wind থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে। এখানে কবি নিজের অসহায়তার চিত্র তুলে ধরেছেন, যেখানে তিনি নিজেকে ঢেউ, পাতা বা মেঘের মতো তুলে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন।
জীবনের কাঁটায় তিনি পড়ে গেছেন এবং রক্তাক্ত হয়েছেন—এই চিত্রকল্প মানবজীবনের সংগ্রাম ও বেদনার গভীরতা প্রকাশ করে।
P. B. Shelley–এর উল্লেখযোগ্য উক্তি:
-
If winter comes, can spring be far behind? (Ode to the West Wind)
-
Our sweetest songs are those that tell of saddest thoughts. (Ode to a Skylark)
-
The more we study the more we discover our ignorance.
P. B. Shelley–এর শ্রেষ্ঠ রচনা:
-
Prometheus Unbound
-
The Cenci
-
Queen Mab
-
Hymn to Intellectual Beauty
-
Adonais
-
To a Skylark
-
Ode to the West Wind
-
Mont Blanc

0
Updated: 4 weeks ago
How is the Skylark described in relation to the sun in stanza 3?
Created: 1 month ago
A
A fading star
B
Golden lightning of the sunken sun
C
A burning flame
D
Silver light of dawn
তৃতীয় স্তবকে Shelley Skylark-কে তুলনা করেছেন অস্তগামী সূর্যের সোনালি বিদ্যুতের সঙ্গে। পাখিটি সূর্যের আলোয় ভেসে বেড়ায়, যেন তা এক জ্বলন্ত বিদ্যুৎ। এই চিত্রকল্প Skylark-এর গান ও উড্ডয়নের উজ্জ্বলতাকে ফুটিয়ে তোলে। সূর্য অস্ত গেলেও Skylark-এর গানে নতুন দীপ্তি তৈরি হয়, যা চিরন্তন আনন্দের প্রতীক।

1
Updated: 1 month ago
Which human songs are considered inferior to Skylark’s?
Created: 1 month ago
A
Hymns of sorrow
B
Chorus hymeneal and triumphal chants
C
War cries
D
Lullabies
Shelley বলেন, বিবাহের সঙ্গীত (chorus hymeneal) এবং বিজয়সঙ্গীত (triumphal chant) Skylark-এর গানের কাছে তুচ্ছ। এগুলো মানুষের আনন্দ প্রকাশ করলেও তাতে একধরনের অপূর্ণতা থাকে। Skylark-এর গান নিখুঁত ও সীমাহীন আনন্দের প্রতীক।

1
Updated: 1 month ago