A
Wisdom
B
Melody
C
Profuse strains of unpremeditated art
D
Sacred Hymns
উত্তরের বিবরণ
Shelley বলেছেন, Skylark তার পূর্ণ হৃদয় থেকে ঢেলে দেয় “profuse strains of unpremeditated art।” অর্থাৎ, তার গান পরিকল্পনা করে নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়। এই সঙ্গীত প্রাকৃতিক, খাঁটি এবং নিখুঁত।
এখানে পাখির গান মানুষের কবিতা বা শিল্পের থেকেও ঊর্ধ্বে রাখা হয়েছে, কারণ এটি একেবারেই প্রাকৃতিক এবং অনায়াস। এতে বোঝানো হয়েছে যে সত্যিকারের শিল্প আসে স্বাভাবিক অনুপ্রেরণা থেকে, কৃত্রিম প্রচেষ্টা থেকে নয়।

0
Updated: 4 days ago
What happens to the sea-blooms in the Atlantic?
Created: 4 days ago
A
They shine brightly
B
They tremble and turn grey
C
They bloom with fragrance
D
They vanish completely
তৃতীয় canto-তে Shelley বলেন, আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা sea-blooms পশ্চিম বাতাসের শব্দে কেঁপে ওঠে এবং ভয় পেয়ে ধূসর হয়ে যায়। এটি প্রকৃতির গভীরতম স্তরে বাতাসের প্রভাবকে বোঝায়।

1
Updated: 4 days ago
Which element is associated with the West Wind in Shelley’s poem?
Created: 4 weeks ago
A
Air
B
Water
C
Fire
D
Earth

0
Updated: 4 weeks ago
What does “Spring” symbolize in the poem?
Created: 4 days ago
A
Eternal sorrow
B
New life and hope
C
War and destruction
D
Sleep and silence
Spring বা বসন্ত পুনর্জন্ম, নতুন জীবন ও আশার প্রতীক। Shelley শেষ লাইনে বলেছেন, শীতের পর বসন্ত অবধারিতভাবে আসে। এটি মানুষকে হতাশার মধ্যেও আশা জাগায়।

1
Updated: 4 days ago