What does Shelley ask the Skylark to teach mankind?
A
How to sing
B
Sweet thoughts
C
How to fly
D
How to shine
উত্তরের বিবরণ
Shelley বলেন, “Teach us, Sprite or Bird, what sweet thoughts are thine।” কবি জানতে চান, Skylark-এর ভেতরে কী মধুর চিন্তা আছে যা তার গানকে এত সুন্দর করে তোলে। এটি কবির অনুপ্রেরণা লাভের আকাঙ্ক্ষা।

3
Updated: 1 month ago
Which figure of speech is in “If Winter comes, can Spring be far behind?”
Created: 1 month ago
A
Oxymoron
B
Rhetorical Question
C
Simile
D
Alliteration
শেষ লাইন “If Winter comes, can Spring be far behind?” একটি Rhetorical Question। এখানে প্রশ্ন করা হলেও উত্তর স্পষ্ট—বসন্ত শীতের পরেই আসে। এটি আশা ও পুনর্জন্মের প্রতীক।

1
Updated: 1 month ago
What does Shelley say about human laughter?
Created: 1 month ago
A
It is pure joy
B
It is always mixed with some pain
C
It is artificial
D
It is divine
Shelley বলেন, মানুষের আন্তরিক হাসিও যন্ত্রণার সঙ্গে মিশ্রিত। আমাদের সুখের ভেতরেও সবসময় বেদনার ছায়া থাকে। এটাই মানুষের জীবনের ট্র্যাজেডি।

0
Updated: 1 month ago
What emotion fills the maiden’s secret song?
Created: 1 month ago
A
Fear
B
Anger
C
Love
D
Hatred
Shelley বলেন, সেই কুমারী গোপনে প্রেমময় গান গাইছে। “Soothing her love-laden soul in secret hour” লাইনে বোঝানো হয়েছে, সেই গান প্রেমে ভরা। Skylark-এর গানও তেমনি প্রেমময় এবং আবেগপূর্ণ। এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির গানও মানুষের প্রেমের অনুভূতির মতো গভীর এবং হৃদয়স্পর্শী।

0
Updated: 1 month ago