What is the Skylark compared to in stanza 4?
A
A star of Heaven
B
A diamond
C
A silver arrow
D
A rose in bloom
উত্তরের বিবরণ
চতুর্থ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a star of Heaven।” এটি Simile। দিনের আলোয় তারাকে দেখা যায় না, কিন্তু তারা থাকে। তেমনি Skylark আকাশে অদৃশ্য হলেও তার গান চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে কবি পাখিটিকে দৃশ্যমানতা নয়, বরং অদৃশ্য অথচ উপস্থিতির প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

2
Updated: 1 month ago
"Ozymandias" is a -
Created: 3 weeks ago
A
Novel
B
Romantic play
C
Short story
D
Poem
Ozymandias ও Percy Bysshe Shelley
-
"Ozymandias" একটি Poem, বিশেষত Sonnet।
-
এটি প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
কবিতার কেন্দ্রীয় চরিত্র Ozymandias, যা মিশরীয় শাসক Pharaoh Ramesses II-এর গ্রীক নাম।
-
মূল বিষয়বস্তু: ক্ষমতা অস্থায়ী – যে কোনো বড় শক্তিশালী শাসককেও সময়ের সঙ্গে তার ক্ষমতা সীমিত হয়।
Percy Bysshe Shelley (1792–1822):
-
Romantic Period-এর একজন বিশিষ্ট কবি।
-
পরিচিত উপাধি: Revolutionary Poet, Lyrical Poet।
-
বিখ্যাত কবিতা:
-
Queen Mab (প্রথম প্রধান কবিতা)
-
Ode to the West Wind
-
To a Skylark
-
Ozymandias (সর্বাধিক পরিচিত Sonnet)
-
নাটকসমূহ:
-
Prometheus Unbound
-
The Cenci (1819)

0
Updated: 3 weeks ago
What does Shelley call the West Wind in Canto II?
Created: 1 month ago
A
A clarion of Spring
B
A dirge of the dying year
C
A trumpet of prophecy
D
A hymn of life
Shelley পশ্চিম বাতাসকে “dirge of the dying year” বলেছেন। অর্থাৎ এটি বছরের মৃত্যুর জন্য শোকগীতি গায়। শরতের শেষে বছরের সমাপ্তি ঘটে, আর পশ্চিম বাতাস তার সুরে মৃত্যুর শোক প্রকাশ করে।

2
Updated: 1 month ago
Which emotions are absent from Skylark’s song?
Created: 1 month ago
A
Fear, anger, and hatred
B
Languor, annoyance, and satiety
C
Love, hope, and joy
D
Pain, tears, and sorrow
Shelley বলেন, Skylark-এর গানে ক্লান্তি (languor), অসন্তোষ (annoyance), আর তৃপ্তিহীনতার বেদনা (satiety) নেই। তার গান একেবারেই খাঁটি আনন্দের প্রতীক। এটি মানুষের জীবনের বিপরীত, যেখানে দুঃখ সবসময় আনন্দের সঙ্গে মিশে থাকে।

2
Updated: 1 month ago