বর্ণ হচ্ছে-
A
শব্দের ক্ষুদ্রতম অংশ
B
একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
C
ধ্বনি নির্দেশক প্রতীক
D
ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
উত্তরের বিবরণ
ধ্বনি ও বর্ণ:
ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়। বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখতে সাহায্য করে। ভাষার সকল বর্ণকে মিলিয়ে বর্ণমালা গঠন হয়।
বাংলা বর্ণমালা:
বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ রয়েছে। যার মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
মাত্রাহীন বর্ণ:
বাংলা বর্ণমালায় মোট ১০টি মাত্রাহীন বর্ণ আছে। এর মধ্যে ৪টি স্বরবর্ণ (এ, ঐ, ও, ঔ) এবং ৬টি ব্যঞ্জনবর্ণ (ঙ্, ঞ্, ৎ, ং, ঃ, ঁ)।
অর্ধমাত্রা বর্ণ:
অর্ধমাত্রার বর্ণ ৮টি। যেগুলোর মধ্যে ১টি স্বরবর্ণ (ঋ) এবং ৭টি ব্যঞ্জনবর্ণ (খ, গ, ণ, থ, ধ, প, শ) রয়েছে।
পূর্ণমাত্রা বর্ণ:
পূর্ণমাত্রার বর্ণ ৩২টি, যার মধ্যে ৬টি স্বরবর্ণ এবং ২৬টি ব্যঞ্জনবর্ণ।
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 3 months ago
নিচের কোনটি বাগযন্ত্রের অংশ?
Created: 7 hours ago
A
স্বরযন্ত্র
B
ফুসফুস
C
আলজিভ
D
সবগুলো
বাগ্যন্ত্র হলো ধ্বনি উচ্চারণে ব্যবহৃত প্রত্যঙ্গগুলির সমষ্টি। মানবদেহের উপরিভাগে, ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত যে প্রত্যঙ্গগুলো ধ্বনি উৎপাদনে ব্যবহৃত হয়, সেগুলো বাগ্যন্ত্রের অন্তর্ভুক্ত।
বাগ্যন্ত্রের বিভিন্ন অংশ:
-
ফুসফুস: ধ্বনি সৃষ্টিকারী বায়ুপ্রবাহের উৎস।
-
শ্বাসনালি: ফুসফুস থেকে বাতাস শ্বাসনালির মাধ্যমে মুখবিবর ও নাসারন্ধ্র দিয়ে বের হয়।
-
স্বরযন্ত্র: শ্বাসনালির উপরের অংশে অবস্থান।
-
জিভ: মুখগহ্বরের নিচের অংশে অবস্থিত।
-
আলজিভ: মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ড।
-
তালু: মুখবিবরের ছাদ।
-
মূর্ধা: শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশ।
-
দন্তমূল ও দন্ত: দাঁতের গোড়ার অংশকে দন্তমূল বলে।
উৎস:

0
Updated: 7 hours ago
বাংলা ভাষায় নিলীন বর্ণ আছে কয়টি?
Created: 1 week ago
A
১টি
B
২টি
C
৩টি
D
৪টি
‘অ’ নিলীন বর্ণ
-
সংজ্ঞা: ‘অ’ বর্ণ অন্য বর্ণের সঙ্গে যুক্ত হলে দেখা যায় না।
-
কারণ: ‘অ’-এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই। তাই এটি নিলীন বর্ণ।
-
বৈশিষ্ট্য:
-
একমাত্র নিলীন বর্ণ হলো ‘অ’।
-
অন্য সব স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ আছে, তাই অন্য বর্ণের সঙ্গে যুক্ত হলে দেখা যায়।
-
উদাহরণ:
-
কর = কর্ + অ → ‘অ’ দেখা যায় না
-
করা = কর্ + আ → ‘আ’ দেখা যায়
মন্তব্য: ‘অ’ অন্য বর্ণের সঙ্গে লুকিয়ে থাকতে পারে বা নিঃশেষে লীন হয়ে থাকে।

0
Updated: 1 week ago
বাগযন্ত্রের অংশ কোনটি?
Created: 3 days ago
A
স্বরযন্ত্র
B
ফুসফুস
C
দাঁত
D
উপরের সবকটি
বাগ্যন্ত্র হলো ধ্বনি উৎপাদনের জন্য যেসব প্রত্যঙ্গ ব্যবহৃত হয়, তাদের সমষ্টি। এটি মানবদেহের ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত সমস্ত অংশকে অন্তর্ভুক্ত করে, যা ধ্বনি উচ্চারণে সক্রিয় ভূমিকা রাখে।
বাগ্যন্ত্রের মূল অংশগুলো হলো:
-
ফুসফুস
-
শ্বাসনালি
-
স্বরযন্ত্র
-
জিভ
-
আলজিভ
-
তালু
-
মূর্ধা
-
দন্তমূল
-
ওষ্ঠ
-
নাসিকা
-
দাঁত

0
Updated: 3 days ago