A
শব্দের ক্ষুদ্রতম অংশ
B
একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
C
ধ্বনি নির্দেশক প্রতীক
D
ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
উত্তরের বিবরণ
ধ্বনি ও বর্ণ:
ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়। বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখতে সাহায্য করে। ভাষার সকল বর্ণকে মিলিয়ে বর্ণমালা গঠন হয়।
বাংলা বর্ণমালা:
বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ রয়েছে। যার মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
মাত্রাহীন বর্ণ:
বাংলা বর্ণমালায় মোট ১০টি মাত্রাহীন বর্ণ আছে। এর মধ্যে ৪টি স্বরবর্ণ (এ, ঐ, ও, ঔ) এবং ৬টি ব্যঞ্জনবর্ণ (ঙ্, ঞ্, ৎ, ং, ঃ, ঁ)।
অর্ধমাত্রা বর্ণ:
অর্ধমাত্রার বর্ণ ৮টি। যেগুলোর মধ্যে ১টি স্বরবর্ণ (ঋ) এবং ৭টি ব্যঞ্জনবর্ণ (খ, গ, ণ, থ, ধ, প, শ) রয়েছে।
পূর্ণমাত্রা বর্ণ:
পূর্ণমাত্রার বর্ণ ৩২টি, যার মধ্যে ৬টি স্বরবর্ণ এবং ২৬টি ব্যঞ্জনবর্ণ।
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago