A
3
B
4
C
5
D
6
উত্তরের বিবরণ
“Ode to the West Wind” মোট ৫টি canto-তে বিভক্ত। প্রতিটি canto-তে ১৪টি লাইন আছে, ফলে পুরো কবিতায় মোট ৭০ লাইন। এই গঠন কবিতাকে একদিকে sonnet sequence-এর মতো, অন্যদিকে Ode-এর মতো গম্ভীর করে তুলেছে।

0
Updated: 4 days ago
What quality of the poet is chained by “a heavy weight of hours”?
Created: 4 days ago
A
His pride
B
His spirit
C
His wealth
D
His silence
Shelley বলেন সময়ের ভার তার আত্মাকে নত করেছে। আগে তার আত্মা পশ্চিম বাতাসের মতো বুনো ও দ্রুত ছিল, কিন্তু এখন তা ক্লান্ত ও আবদ্ধ। তিনি চান বাতাস তাকে আবার সেই শক্তি ফিরিয়ে দিক।

0
Updated: 4 days ago
Which celestial body is said to narrow its lamp at dawn?
Created: 4 days ago
A
The Sun
B
The Moon
C
A Star
D
Jupiter
Shelley বলেছেন, চাঁদের তীব্র আলো ভোরের সাথে ক্ষীণ হয়ে আসে—“Whose intense lamp narrows / In the white dawn clear।” এটি বোঝায়, Skylark-এর গানও কখনও অদৃশ্য হলেও টিকে থাকে, যেমন চাঁদ দিনের আলোয় অদৃশ্য হলেও বাস্তবে থাকে। এর দ্বারা কবি অদৃশ্য সৌন্দর্যের উপস্থিতি বোঝাতে চেয়েছেন।

1
Updated: 4 days ago
What is the Skylark compared to in stanza 11?
Created: 4 days ago
A
A rose
B
A star
C
A river
D
A lamp
একাদশ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a rose embower’d in its own green leaves।” গোলাপের সৌন্দর্য যেমন পাতার আড়ালে লুকিয়ে থাকে, তেমনি Skylark আকাশে অদৃশ্য থেকেও তার সৌন্দর্য ছড়িয়ে দেয়। এটি প্রকৃতির গোপন সৌন্দর্যের প্রতীক।

0
Updated: 4 days ago