How is the Skylark described in relation to the sun in stanza 3?
A
A fading star
B
Golden lightning of the sunken sun
C
A burning flame
D
Silver light of dawn
উত্তরের বিবরণ
তৃতীয় স্তবকে Shelley Skylark-কে তুলনা করেছেন অস্তগামী সূর্যের সোনালি বিদ্যুতের সঙ্গে। পাখিটি সূর্যের আলোয় ভেসে বেড়ায়, যেন তা এক জ্বলন্ত বিদ্যুৎ। এই চিত্রকল্প Skylark-এর গান ও উড্ডয়নের উজ্জ্বলতাকে ফুটিয়ে তোলে। সূর্য অস্ত গেলেও Skylark-এর গানে নতুন দীপ্তি তৈরি হয়, যা চিরন্তন আনন্দের প্রতীক।

1
Updated: 1 month ago
What does Shelley say about human laughter?
Created: 1 month ago
A
It is pure joy
B
It is always mixed with some pain
C
It is artificial
D
It is divine
Shelley বলেন, মানুষের আন্তরিক হাসিও যন্ত্রণার সঙ্গে মিশ্রিত। আমাদের সুখের ভেতরেও সবসময় বেদনার ছায়া থাকে। এটাই মানুষের জীবনের ট্র্যাজেডি।

0
Updated: 1 month ago
Why does the speaker call the skylark a "blithe Spirit"?
Created: 2 weeks ago
A
Because it is happy and carefree
B
Because it represents physical beauty
C
Because it exists only in the poet’s imagination
D
Because it is a symbol of melancholy
"blithe" শব্দের মানে হলো joyous, happy এবং carefree—অর্থাৎ এক ধরনের casual cheerfulness। কবিতার প্রথম লাইন থেকেই স্পিকার Skylark-এর এই বিশেষ গুণকে তুলে ধরেছেন।
-
Blithe শব্দের অর্থ হলো joyous, happy এবং carefree, অর্থাৎ এমন এক ধরনের আনন্দ যা casual cheerfulness প্রকাশ করে।
-
কবিতার শুরুতেই, "Hail to thee, blithe Spirit!" লাইনটি Skylark-এর pure, unadulterated joy প্রকাশ করে।
-
পুরো কবিতাটি আসলে Skylark-এর happiness নিয়ে একটি exploration, যেখানে স্পিকার মানুষের pain এবং worry-এর সঙ্গে এর contrast করেছেন।
-
Skylark-এর song-কে তিনি "unpremeditated art" বলেছেন, যা তার pure gladness থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়।
-
মানুষের জীবন এর বিপরীতে এমন যে, তারা সবসময় "look before and after, / And pine for what is not", অর্থাৎ অতীত–ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং যা নেই তার জন্য হাহুতাশ করে।
-
তাই Skylark-কে "blithe Spirit" বলা তার carefree এবং ecstatic happiness-এর প্রতীক হিসেবে perfectly উপযুক্ত।

0
Updated: 2 weeks ago
Which sea is described as being awakened by the West Wind?
Created: 1 month ago
A
Baltic Sea
B
Mediterranean Sea
C
Atlantic Ocean
D
Indian Ocean
তৃতীয় canto-তে Shelley বলেছেন, পশ্চিম বাতাস ভূমধ্যসাগরকে (Mediterranean Sea) তার “গ্রীষ্মের স্বপ্ন” থেকে জাগিয়ে তোলে। ভূমধ্যসাগরকে তিনি এমনভাবে কল্পনা করেছেন যেন তা ঘুমিয়ে প্রাসাদ ও টাওয়ারের স্বপ্ন দেখছে।

1
Updated: 1 month ago