What is described as “a rain of melody”?
A
Skylark’s presence
B
The clouds
C
The rainbow
D
The forest
উত্তরের বিবরণ
Shelley বলেছেন, Skylark-এর উপস্থিতি থেকে ঝরে পড়ে “a rain of melody।” এটি একটি Metaphor, যেখানে Skylark-এর গানকে সুরের বৃষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন বৃষ্টি পৃথিবীকে ভিজিয়ে তোলে, তেমনি Skylark-এর গান মন ও পৃথিবীকে ভরিয়ে দেয়। এখানে কবি প্রকৃতির সংগীতকে পবিত্র ও জীবনদায়ী শক্তি হিসেবে তুলে ধরেছেন।

0
Updated: 1 month ago
What metaphor does Shelley use for his suffering in life?
Created: 1 month ago
A
“I fall upon the thorns of life! I bleed!”
B
“I drown in the ocean of sorrow.”
C
“I am chained by time’s cruelty.”
D
“I am lost in stormy winds.”
Shelley জীবনের যন্ত্রণা বোঝাতে বলেছেন—“I fall upon the thorns of life! I bleed!”। এটি একটি শক্তিশালী রূপক, যেখানে জীবনকে কাঁটায় ভরা পথ হিসেবে কল্পনা করা হয়েছে। কবি দুঃখ-কষ্টে রক্তাক্ত হয়ে পড়েছেন।

1
Updated: 1 month ago
What is the central theme of Ode to the West Wind?
Created: 1 month ago
A
Love and Marriage
B
Death, Rebirth, and the Power of Nature
C
War and Victory
D
Friendship and Loyalty
পুরো কবিতার কেন্দ্রীয় থিম হলো মৃত্যু ও পুনর্জন্মের চক্র, এবং প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি। West Wind একদিকে ধ্বংস আনে, অন্যদিকে নতুন জীবনের সম্ভাবনা সৃষ্টি করে। Shelley এই প্রাকৃতিক সত্যকে মানুষের জীবন ও কবিতার অনুপ্রেরণার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।

1
Updated: 1 month ago
How is the Skylark described in relation to the sun in stanza 3?
Created: 1 month ago
A
A fading star
B
Golden lightning of the sunken sun
C
A burning flame
D
Silver light of dawn
তৃতীয় স্তবকে Shelley Skylark-কে তুলনা করেছেন অস্তগামী সূর্যের সোনালি বিদ্যুতের সঙ্গে। পাখিটি সূর্যের আলোয় ভেসে বেড়ায়, যেন তা এক জ্বলন্ত বিদ্যুৎ। এই চিত্রকল্প Skylark-এর গান ও উড্ডয়নের উজ্জ্বলতাকে ফুটিয়ে তোলে। সূর্য অস্ত গেলেও Skylark-এর গানে নতুন দীপ্তি তৈরি হয়, যা চিরন্তন আনন্দের প্রতীক।

1
Updated: 1 month ago