A
Love vs Hate
B
Death vs Rebirth
C
Man vs God
D
Silence vs Noise
উত্তরের বিবরণ
পুরো কবিতাটির মূল প্রতীক হলো মৃত্যু বনাম পুনর্জন্ম। মৃত পাতা মৃত্যু বোঝায়, কিন্তু সেই মৃত পাতা বীজের সঙ্গে নতুন জীবনের প্রস্তুতিও আনে। শীত মৃত্যু বোঝায়, বসন্ত নতুন জন্ম বোঝায়। এটি প্রকৃতির চিরন্তন দ্বৈত চক্র, যা মানুষের জীবনকেও প্রতিফলিত করে।

0
Updated: 4 days ago
How many cantos are there in the poem?
Created: 4 days ago
A
3
B
4
C
5
D
6
“Ode to the West Wind” মোট ৫টি canto-তে বিভক্ত। প্রতিটি canto-তে ১৪টি লাইন আছে, ফলে পুরো কবিতায় মোট ৭০ লাইন। এই গঠন কবিতাকে একদিকে sonnet sequence-এর মতো, অন্যদিকে Ode-এর মতো গম্ভীর করে তুলেছে।

0
Updated: 4 days ago
What flaw does Shelley find in human songs?
Created: 4 days ago
A
They are too loud
B
They contain hidden want
C
They are unnatural
D
They lack rhythm
Shelley বলেন, মানুষের গান যতই সুন্দর হোক না কেন, তাতে সবসময় একটা “hidden want” বা অদৃশ্য অভাব থেকে যায়। মানুষের আনন্দ সবসময় দুঃখের সঙ্গে মিশে থাকে। কিন্তু Skylark-এর গানে কোনো অভাব বা দুঃখ নেই।

0
Updated: 4 days ago
What does Shelley say about human laughter?
Created: 4 days ago
A
It is pure joy
B
It is always mixed with some pain
C
It is artificial
D
It is divine
Shelley বলেন, মানুষের আন্তরিক হাসিও যন্ত্রণার সঙ্গে মিশ্রিত। আমাদের সুখের ভেতরেও সবসময় বেদনার ছায়া থাকে। এটাই মানুষের জীবনের ট্র্যাজেডি।

0
Updated: 4 days ago