A
His joy
B
His dead thoughts
C
His tears
D
His love
উত্তরের বিবরণ
Shelley বলেন, “Drive my dead thoughts over the universe / Like wither’d leaves।” তিনি চান বাতাস তার মৃত চিন্তাগুলোকে উড়িয়ে নিয়ে যাক, যেমন ঝরা পাতা উড়ে যায়। এখানে কবি নিজের হতাশাকে প্রকাশ করছেন, তবে একইসাথে আশাও দেখাচ্ছেন—যে মৃত চিন্তার ভেতর থেকেই নতুন জীবনের জন্ম হতে পারে।

0
Updated: 4 days ago
What is the final message of Ode to the West Wind?
Created: 4 days ago
A
Death is final
B
Hope follows despair
C
Love conquers all
D
Silence is truth
শেষ লাইন—“If Winter comes, can Spring be far behind?”—পুরো কবিতার সারমর্ম। এটি শেখায় যে দুঃখ ও ধ্বংসের পরেই নতুন আশা ও জীবনের জন্ম হয়। অর্থাৎ হতাশার পরেই আসে আশার বসন্ত।

0
Updated: 4 days ago
How does Shelley address the Skylark in the opening line?
Created: 4 days ago
A
Merry Bird
B
Blithe Spirit
C
Joyful Singer
D
Spirit of Music
কবিতার শুরুতেই Shelley Skylark-কে কেবল একটি পাখি হিসেবে নয়, বরং এক “Blithe Spirit” বা আনন্দময় আত্মা হিসেবে সম্বোধন করেছেন। এটি Apostrophe-এর উদাহরণ, যেখানে কবি সরাসরি একটি বিমূর্ত সত্তাকে সম্বোধন করেন।
Shelley-এর চোখে Skylark পাখি নয়, বরং আনন্দ, মুক্তি ও অনুপ্রেরণার প্রতীক। প্রকৃতির মধ্যে যে আনন্দময় শক্তি আছে, Skylark সেই শক্তিকে প্রতিফলিত করে। তাই কবি এটিকে সাধারণ প্রাণী নয়, এক ঐশ্বরিক আত্মা হিসেবে কল্পনা করেছেন।

0
Updated: 4 days ago
Who wrote Ode to the West Wind?
Created: 4 weeks ago
A
Samuel Taylor Coleridge
B
John Keats
C
William Wordsworth
D
Percy Bysshe Shelley

0
Updated: 4 weeks ago