What emotion fills the maiden’s secret song?
A
Fear
B
Anger
C
Love
D
Hatred
উত্তরের বিবরণ
Shelley বলেন, সেই কুমারী গোপনে প্রেমময় গান গাইছে। “Soothing her love-laden soul in secret hour” লাইনে বোঝানো হয়েছে, সেই গান প্রেমে ভরা। Skylark-এর গানও তেমনি প্রেমময় এবং আবেগপূর্ণ। এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির গানও মানুষের প্রেমের অনুভূতির মতো গভীর এবং হৃদয়স্পর্শী।

0
Updated: 1 month ago
What central contrast is symbolized in the poem?
Created: 1 month ago
A
Love vs Hate
B
Death vs Rebirth
C
Man vs God
D
Silence vs Noise
পুরো কবিতাটির মূল প্রতীক হলো মৃত্যু বনাম পুনর্জন্ম। মৃত পাতা মৃত্যু বোঝায়, কিন্তু সেই মৃত পাতা বীজের সঙ্গে নতুন জীবনের প্রস্তুতিও আনে। শীত মৃত্যু বোঝায়, বসন্ত নতুন জন্ম বোঝায়। এটি প্রকৃতির চিরন্তন দ্বৈত চক্র, যা মানুষের জীবনকেও প্রতিফলিত করে।

0
Updated: 1 month ago
How does Shelley portray the West Wind in his poem?
Created: 1 week ago
A
Allegorically
B
Symbolically
C
Politically
D
Aesthetically
শেলি তাঁর কবিতায় “West Wind”–কে একটি প্রতীক (symbol) হিসেবে ব্যবহার করেছেন। এটি শুধু একটি প্রাকৃতিক শক্তি নয়, বরং পরিবর্তন, ধ্বংস এবং নতুন সৃষ্টির অনুপ্রেরণার প্রতীক হিসেবেও কাজ করে। এই প্রতীকী ব্যবহারের মাধ্যমে কবি প্রকৃতির রূপ ও মানবমনের গভীর সংযোগ প্রকাশ করেছেন।
কিছু মূল দিক হলো—
-
প্রথমত, West Wind ধ্বংসের প্রতীক হলেও, সেটি একই সঙ্গে নতুন জীবনের সূচনাও নির্দেশ করে।
-
দ্বিতীয়ত, Shelley এই বাতাসকে কবিতার অনুপ্রেরণার উৎস হিসেবে দেখিয়েছেন, যা পুরনো চিন্তাকে ভেঙে নতুন সৃষ্টির জন্ম দেয়।
-
শেষত, West Wind প্রকৃতির শক্তির মাধ্যমে সমাজ ও মানসিক জাগরণের প্রতীক হয়ে ওঠে।
এইভাবে Shelley প্রতীকী রূপে West Wind–কে ব্যবহার করে পরিবর্তন, সৃজন ও পুনর্জাগরণের এক চিরন্তন ধারণা তুলে ধরেছেন।

0
Updated: 1 week ago
Which human songs are considered inferior to Skylark’s?
Created: 1 month ago
A
Hymns of sorrow
B
Chorus hymeneal and triumphal chants
C
War cries
D
Lullabies
Shelley বলেন, বিবাহের সঙ্গীত (chorus hymeneal) এবং বিজয়সঙ্গীত (triumphal chant) Skylark-এর গানের কাছে তুচ্ছ। এগুলো মানুষের আনন্দ প্রকাশ করলেও তাতে একধরনের অপূর্ণতা থাকে। Skylark-এর গান নিখুঁত ও সীমাহীন আনন্দের প্রতীক।

1
Updated: 1 month ago