A
Metonymy
B
Repetition
C
Apostrophe
D
Parallelism
উত্তরের বিবরণ
এই লাইনে Shelley বলেছেন—“lift me as a wave, a leaf, a cloud।” এখানে একই রকম কাঠামো বারবার ব্যবহার করা হয়েছে, যা Parallelism। এর মাধ্যমে কবির আকাঙ্ক্ষা ও হতাশা আরও জোরালোভাবে প্রকাশ পেয়েছে। তিনি চান প্রকৃতির শক্তি তাকে তুলে নিক, যেমন তা তরঙ্গ, পাতা ও মেঘকে ভাসিয়ে নিয়ে যায়।

0
Updated: 4 days ago
What emotion fills the maiden’s secret song?
Created: 4 days ago
A
Fear
B
Anger
C
Love
D
Hatred
Shelley বলেন, সেই কুমারী গোপনে প্রেমময় গান গাইছে। “Soothing her love-laden soul in secret hour” লাইনে বোঝানো হয়েছে, সেই গান প্রেমে ভরা। Skylark-এর গানও তেমনি প্রেমময় এবং আবেগপূর্ণ। এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির গানও মানুষের প্রেমের অনুভূতির মতো গভীর এবং হৃদয়স্পর্শী।

0
Updated: 4 days ago
What does “Winter” symbolize in the poem?
Created: 4 days ago
A
Happiness
B
Death and Despair
C
Beauty
D
Joy
Winter বা শীত এখানে মৃত্যু, ক্ষয় ও হতাশার প্রতীক। কিন্তু শীতের পরই বসন্ত আসে, যা পুনর্জন্মের প্রতীক। তাই শীত নেতিবাচক হলেও তার ভেতরেই ইতিবাচক সম্ভাবনা লুকিয়ে আছে।

1
Updated: 4 days ago
Which sense is most vividly appealed to in “living hues and odours”?
Created: 4 days ago
A
Sight and Smell
B
Hearing and Touch
C
Taste and Hearing
D
Touch and Smell
“Living hues and odours” লাইনে Shelley একসাথে দৃষ্টি (hues = রঙ) এবং ঘ্রাণ (odours = সুবাস) ইন্দ্রিয়কে ব্যবহার করেছেন। এটি একটি সমৃদ্ধ Imagery। বসন্ত এলে পৃথিবী রঙিন হয়ে ওঠে ফুলে-ফলে, আর চারদিকে সুবাস ছড়িয়ে পড়ে।
Shelley এখানে ইন্দ্রিয়গত অভিজ্ঞতাকে কবিতায় মিলিয়ে দিয়েছেন, যাতে পাঠকরা শুধু কল্পনায় নয়, অনুভবেও বসন্তকে উপলব্ধি করতে পারে। এভাবে তিনি West Wind-এর সৃজনশীল ভূমিকা দেখিয়েছেন—যা পৃথিবীকে নতুন রঙ ও সুবাসে ভরিয়ে দেয়।

1
Updated: 4 days ago