What does the Skylark pour from its heart?
A
Wisdom
B
Melody
C
Profuse strains of unpremeditated art
D
Sacred Hymns
উত্তরের বিবরণ
Shelley বলেছেন, Skylark তার পূর্ণ হৃদয় থেকে ঢেলে দেয় “profuse strains of unpremeditated art।” অর্থাৎ, তার গান পরিকল্পনা করে নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়। এই সঙ্গীত প্রাকৃতিক, খাঁটি এবং নিখুঁত।
এখানে পাখির গান মানুষের কবিতা বা শিল্পের থেকেও ঊর্ধ্বে রাখা হয়েছে, কারণ এটি একেবারেই প্রাকৃতিক এবং অনায়াস। এতে বোঝানো হয়েছে যে সত্যিকারের শিল্প আসে স্বাভাবিক অনুপ্রেরণা থেকে, কৃত্রিম প্রচেষ্টা থেকে নয়।

2
Updated: 1 month ago
What are the dead leaves compared to?
Created: 1 month ago
A
Corpses in graves
B
Ghosts fleeing from an enchanter
C
Feathers of birds
D
Ashes in fire
Shelley মৃত পাতাকে তুলনা করেছেন ভূতের সঙ্গে, যারা জাদুকরের হাত থেকে পালাচ্ছে। এই Simile-টি মৃত পাতার ভয়ংকর ও অস্থির পতনকে চিত্রিত করে। মৃত পাতা এখানে মানুষের মৃত্যু, ক্ষয় আর সময়ের অবসান বোঝায়।

1
Updated: 1 month ago
What figure of speech is in “Each like a corpse within its grave”?
Created: 1 month ago
A
Simile
B
Personification
C
Hyperbole
D
Alliteration
Shelley বীজকে তুলনা করেছেন মৃতদেহের সঙ্গে, যারা কবরের ভেতরে শুয়ে থাকে—“Each like a corpse within its grave।” এটি একটি Simile। বীজগুলো শীতে মাটির নিচে পড়ে থাকে নিস্তব্ধ ও নিষ্প্রাণ অবস্থায়। কিন্তু বসন্ত এলে সেই বীজ আবার জন্ম নেয়। এভাবে কবি মৃত্যুর ভেতরেও নতুন জীবনের সম্ভাবনা দেখিয়েছেন। এটি শুধু প্রকৃতির চক্র নয়, মানুষের জীবনের দুঃখ ও পুনর্জাগরণের প্রতীকও।

0
Updated: 1 month ago
In Ode to the West Wind, what does the West Wind primarily symbolise?
Created: 2 weeks ago
A
A force of change and renewal
B
A gentle companion for the poet
C
A destructive power without purpose
D
A reflection of human society
Ode to the West Wind কবিতায় West Wind মূলত পরিবর্তন এবং নবজীবনের প্রতীক। Shelley দেখিয়েছেন যে, বায়ু যেমন প্রাকৃতিক পরিবেশকে নড়াচড়া করে, তেমনি মানুষের জীবন, চিন্তা এবং সমাজকেও নতুন করে সাজাতে পারে।
বায়ুর শক্তি ধ্বংসের সঙ্গে নতুন সৃষ্টি জুড়ে থাকে। কবি নিজের আবেগ এবং রাজনৈতিক চিন্তাও এই বায়ুর শক্তির সঙ্গে মিলিয়ে দেখেছেন। তাই West Wind শুধু প্রাকৃতিক ঘটনা নয়, বরং পরিবর্তন, পুনর্জাগরণ এবং সৃজনশীলতার শক্তির প্রতীক।

1
Updated: 2 weeks ago