How does Shelley address the Skylark in the opening line?
A
Merry Bird
B
Blithe Spirit
C
Joyful Singer
D
Spirit of Music
উত্তরের বিবরণ
কবিতার শুরুতেই Shelley Skylark-কে কেবল একটি পাখি হিসেবে নয়, বরং এক “Blithe Spirit” বা আনন্দময় আত্মা হিসেবে সম্বোধন করেছেন। এটি Apostrophe-এর উদাহরণ, যেখানে কবি সরাসরি একটি বিমূর্ত সত্তাকে সম্বোধন করেন।
Shelley-এর চোখে Skylark পাখি নয়, বরং আনন্দ, মুক্তি ও অনুপ্রেরণার প্রতীক। প্রকৃতির মধ্যে যে আনন্দময় শক্তি আছে, Skylark সেই শক্তিকে প্রতিফলিত করে। তাই কবি এটিকে সাধারণ প্রাণী নয়, এক ঐশ্বরিক আত্মা হিসেবে কল্পনা করেছেন।

0
Updated: 1 month ago
What does Shelley call the West Wind in Canto II?
Created: 1 month ago
A
A clarion of Spring
B
A dirge of the dying year
C
A trumpet of prophecy
D
A hymn of life
Shelley পশ্চিম বাতাসকে “dirge of the dying year” বলেছেন। অর্থাৎ এটি বছরের মৃত্যুর জন্য শোকগীতি গায়। শরতের শেষে বছরের সমাপ্তি ঘটে, আর পশ্চিম বাতাস তার সুরে মৃত্যুর শোক প্রকাশ করে।

2
Updated: 1 month ago
What metaphor does Shelley use for his suffering in life?
Created: 1 month ago
A
“I fall upon the thorns of life! I bleed!”
B
“I drown in the ocean of sorrow.”
C
“I am chained by time’s cruelty.”
D
“I am lost in stormy winds.”
Shelley জীবনের যন্ত্রণা বোঝাতে বলেছেন—“I fall upon the thorns of life! I bleed!”। এটি একটি শক্তিশালী রূপক, যেখানে জীবনকে কাঁটায় ভরা পথ হিসেবে কল্পনা করা হয়েছে। কবি দুঃখ-কষ্টে রক্তাক্ত হয়ে পড়েছেন।

1
Updated: 1 month ago
What tone best describes the poem?
Created: 1 month ago
A
Celebratory
B
Melancholic yet hopeful
C
Comic
D
Neutral
পুরো কবিতায় দুঃখ ও বিষণ্নতার ছাপ আছে—Shelley নিজেকে দুর্বল, আঘাতপ্রাপ্ত এবং হতাশ বলে তুলে ধরেছেন। কিন্তু শেষ লাইনে তিনি আশার আলো দেখান: শীতের পরেই বসন্ত আসবেই। ফলে সুরটি বিষণ্ন হলেও আশাবাদী।

1
Updated: 1 month ago