A
His pride
B
His spirit
C
His wealth
D
His silence
উত্তরের বিবরণ
Shelley বলেন সময়ের ভার তার আত্মাকে নত করেছে। আগে তার আত্মা পশ্চিম বাতাসের মতো বুনো ও দ্রুত ছিল, কিন্তু এখন তা ক্লান্ত ও আবদ্ধ। তিনি চান বাতাস তাকে আবার সেই শক্তি ফিরিয়ে দিক।

0
Updated: 4 days ago
What does the Skylark pour from its heart?
Created: 4 days ago
A
Wisdom
B
Melody
C
Profuse strains of unpremeditated art
D
Sacred Hymns
Shelley বলেছেন, Skylark তার পূর্ণ হৃদয় থেকে ঢেলে দেয় “profuse strains of unpremeditated art।” অর্থাৎ, তার গান পরিকল্পনা করে নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়। এই সঙ্গীত প্রাকৃতিক, খাঁটি এবং নিখুঁত।
এখানে পাখির গান মানুষের কবিতা বা শিল্পের থেকেও ঊর্ধ্বে রাখা হয়েছে, কারণ এটি একেবারেই প্রাকৃতিক এবং অনায়াস। এতে বোঝানো হয়েছে যে সত্যিকারের শিল্প আসে স্বাভাবিক অনুপ্রেরণা থেকে, কৃত্রিম প্রচেষ্টা থেকে নয়।

0
Updated: 4 days ago
Which sense is most vividly appealed to in “living hues and odours”?
Created: 4 days ago
A
Sight and Smell
B
Hearing and Touch
C
Taste and Hearing
D
Touch and Smell
“Living hues and odours” লাইনে Shelley একসাথে দৃষ্টি (hues = রঙ) এবং ঘ্রাণ (odours = সুবাস) ইন্দ্রিয়কে ব্যবহার করেছেন। এটি একটি সমৃদ্ধ Imagery। বসন্ত এলে পৃথিবী রঙিন হয়ে ওঠে ফুলে-ফলে, আর চারদিকে সুবাস ছড়িয়ে পড়ে।
Shelley এখানে ইন্দ্রিয়গত অভিজ্ঞতাকে কবিতায় মিলিয়ে দিয়েছেন, যাতে পাঠকরা শুধু কল্পনায় নয়, অনুভবেও বসন্তকে উপলব্ধি করতে পারে। এভাবে তিনি West Wind-এর সৃজনশীল ভূমিকা দেখিয়েছেন—যা পৃথিবীকে নতুন রঙ ও সুবাসে ভরিয়ে দেয়।

1
Updated: 4 days ago
Shelley compares the West Wind to—
Created: 2 days ago
A
A gentle mother
B
A destroyer and preserver
C
A silent shadow
D
A raging fire
শেলি বলেন পশ্চিমা হাওয়া মৃত পাতা উড়িয়ে নিয়ে যায় (ধ্বংসকারী), আবার নতুন জীবনের বীজ ছড়িয়ে দেয় (রক্ষাকারী)। এটি ধ্বংস আর পুনর্জন্মের প্রতীক।

0
Updated: 2 days ago