A
জীবন
B
জীবনী
C
জীবিকা
D
জীবাণু
উত্তরের বিবরণ
জীবনী শব্দটি সংস্কৃত থেকে আগত।
-
জীবনী (বিশেষণ): প্রাণশক্তি প্রদানকারী বা প্রাণবন্ত বোঝাতে ব্যবহার হয়।
-
জীবনী (বিশেষ্য): জীবনবৃত্তান্ত বা জীবনের কাহিনি অর্থে ব্যবহৃত হয়।
অন্যদিকে,
-
জীবন (বিশেষ্য): সংস্কৃত শব্দ, যার অর্থ প্রাণ বা আয়ু।
-
জীবিকা (বিশেষ্য): সংস্কৃত থেকে নেওয়া, যার অর্থ বৃত্তি বা পেশা।
-
জীবাণু (বিশেষ্য): সংস্কৃত থেকে আগত, অর্থ খালি চোখে দেখা যায় না এমন ক্ষুদ্রপ্রাণী।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 months ago