A
Simile
B
Personification
C
Hyperbole
D
Alliteration
উত্তরের বিবরণ
Shelley বীজকে তুলনা করেছেন মৃতদেহের সঙ্গে, যারা কবরের ভেতরে শুয়ে থাকে—“Each like a corpse within its grave।” এটি একটি Simile। বীজগুলো শীতে মাটির নিচে পড়ে থাকে নিস্তব্ধ ও নিষ্প্রাণ অবস্থায়। কিন্তু বসন্ত এলে সেই বীজ আবার জন্ম নেয়। এভাবে কবি মৃত্যুর ভেতরেও নতুন জীবনের সম্ভাবনা দেখিয়েছেন। এটি শুধু প্রকৃতির চক্র নয়, মানুষের জীবনের দুঃখ ও পুনর্জাগরণের প্রতীকও।

0
Updated: 4 days ago
Who wrote Ode to the West Wind?
Created: 4 weeks ago
A
Samuel Taylor Coleridge
B
John Keats
C
William Wordsworth
D
Percy Bysshe Shelley

0
Updated: 4 weeks ago
How is the Skylark described in relation to the sun in stanza 3?
Created: 4 days ago
A
A fading star
B
Golden lightning of the sunken sun
C
A burning flame
D
Silver light of dawn
তৃতীয় স্তবকে Shelley Skylark-কে তুলনা করেছেন অস্তগামী সূর্যের সোনালি বিদ্যুতের সঙ্গে। পাখিটি সূর্যের আলোয় ভেসে বেড়ায়, যেন তা এক জ্বলন্ত বিদ্যুৎ। এই চিত্রকল্প Skylark-এর গান ও উড্ডয়নের উজ্জ্বলতাকে ফুটিয়ে তোলে। সূর্য অস্ত গেলেও Skylark-এর গানে নতুন দীপ্তি তৈরি হয়, যা চিরন্তন আনন্দের প্রতীক।

1
Updated: 4 days ago
What is the central theme of Ode to the West Wind?
Created: 4 days ago
A
Love and Marriage
B
Death, Rebirth, and the Power of Nature
C
War and Victory
D
Friendship and Loyalty
পুরো কবিতার কেন্দ্রীয় থিম হলো মৃত্যু ও পুনর্জন্মের চক্র, এবং প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি। West Wind একদিকে ধ্বংস আনে, অন্যদিকে নতুন জীবনের সম্ভাবনা সৃষ্টি করে। Shelley এই প্রাকৃতিক সত্যকে মানুষের জীবন ও কবিতার অনুপ্রেরণার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।

1
Updated: 4 days ago