What does Shelley want the West Wind to drive over the universe?
A
His joy
B
His dead thoughts
C
His tears
D
His love
উত্তরের বিবরণ
Shelley বলেন, “Drive my dead thoughts over the universe / Like wither’d leaves।” তিনি চান বাতাস তার মৃত চিন্তাগুলোকে উড়িয়ে নিয়ে যাক, যেমন ঝরা পাতা উড়ে যায়। এখানে কবি নিজের হতাশাকে প্রকাশ করছেন, তবে একইসাথে আশাও দেখাচ্ছেন—যে মৃত চিন্তার ভেতর থেকেই নতুন জীবনের জন্ম হতে পারে।

0
Updated: 1 month ago
Describe the rhyme scheme of "Ode to The West Wind"-
Created: 2 weeks ago
A
The poem follows the pattern ABAB
B
The poem does not rhyme
C
The poem's rhyme scheme is best illustrated as AABB
D
The middle line of each stanza provides the rhyme for the first and third lines of the next stanza
"Ode to the West Wind" কবিতাটি একটি বিশেষ ধরণের ছন্দভঙ্গিতে লেখা, যা terza rima নামে পরিচিত। এটি তিন লাইনের স্টাঞ্জা বা ছন্দবদ্ধ পংক্তি নিয়ে গঠিত এবং এর একটি নির্দিষ্ট, interlocking rhyme scheme থাকে।
-
প্রথম চারটি স্টাঞ্জার জন্য ছন্দের প্যাটার্ন হলো ABA BCB CDC DED।
-
প্রতিটি স্টাঞ্জার প্রথম ও তৃতীয় লাইন একে অপরের সাথে ছন্দ মিলায়।
-
স্টাঞ্জারটির মধ্যবর্তী লাইন পরবর্তী স্টাঞ্জারটির প্রথম ও তৃতীয় লাইনের সাথে মিলিয়ে একটি chain-like effect তৈরি করে, যা কবিতার গতিকে এগিয়ে নিয়ে যায়।
-
কবিতার শেষ অংশে একটি ছন্দযুক্ত rhyming couplet (EE) থাকে।
-
তাই, পাঁচটি অংশের সম্পূর্ণ ছন্দপ্যাটার্ন হলো ABA BCB CDC DED EE।

0
Updated: 2 weeks ago
Who composed the sonnet "Ozymandias"?
Created: 1 month ago
A
William Wordsworth
B
Charles Lamb
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
Ozymandias
Poet: Percy Bysshe Shelley
-
Ozymandias হলো P. B. Shelley রচিত একটি sonnet, যা প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে মিশরীয় শাসক Pharaoh Ramesses II-এর Greek নাম।
-
কবিতার মূল বার্তা: ক্ষমতা ক্ষণস্থায়ী।
-
যত বড় ক্ষমতাধর বা শক্তিশালী শাসকই হোক না কেন, তার ক্ষমতা ও কীর্তি চিরস্থায়ী নয়।
P. B. Shelley (1792–1822)
-
পূর্ণ নাম: Percy Bysshe Shelley।
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি এবং Romantic Movement-এর অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
Shelley তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত কাব্যভাষা এবং সামাজিক পরিবর্তনের প্রতি গভীর সমর্থন এর জন্য পরিচিত।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের একজন Revolutionary Poet বলা হয়।
-
Shelley বিশ্বাস করতেন, সমাজের মৌলিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে একটি গৌরবময় স্বর্ণযুগ আসবে।
-
তাঁর সাহিত্যকর্মে স্বাধীনতা, মানবতা ও বিপ্লবী চেতনার প্রতিফলন পাওয়া যায়।
Notable Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Dramas:
-
Prometheus Unbound
-
The Cenci
Source: Britannica

0
Updated: 1 month ago
What deeper truth does Shelley believe the Skylark knows?
Created: 1 month ago
A
Secrets of the stars
B
The meaning of death
C
History of mankind
D
Mysteries of the sea
Shelley বলেন, Skylark জাগ্রত বা নিদ্রিত অবস্থায়ও মৃত্যুর সত্য সম্পর্কে মানুষ থেকে গভীর উপলব্ধি রাখে। Skylark-এর গান এত নির্মল যে মনে হয় সে মৃত্যুকেও এক গভীর সত্য হিসেবে বুঝে নিয়েছে।

1
Updated: 1 month ago