What poetic device is in “lift me as a wave, a leaf, a cloud”?
A
Metonymy
B
Repetition
C
Apostrophe
D
Parallelism
উত্তরের বিবরণ
এই লাইনে Shelley বলেছেন—“lift me as a wave, a leaf, a cloud।” এখানে একই রকম কাঠামো বারবার ব্যবহার করা হয়েছে, যা Parallelism। এর মাধ্যমে কবির আকাঙ্ক্ষা ও হতাশা আরও জোরালোভাবে প্রকাশ পেয়েছে। তিনি চান প্রকৃতির শক্তি তাকে তুলে নিক, যেমন তা তরঙ্গ, পাতা ও মেঘকে ভাসিয়ে নিয়ে যায়।

1
Updated: 1 month ago
"Cythna" and "Laon" are characters from which poetic work of P. B. Shelley?
Created: 2 months ago
A
Prometheus Unbound
B
Queen Mab
C
The Revolt of Islam
D
Adonais
• The required answer is - The Revolt of Islam
• Cythna and Laon:
-
Characters from Percy Bysshe Shelley’s The Revolt of Islam (1818).
-
Originally published in 1817 as Laon and Cythna: or The Revolution in the Golden City, A Vision of the Nineteenth Century.
-
The poem is an epic political work in twelve cantos, where Laon and Cythna embody love and revolutionary ideals, opposing a tyrannical ruler and striving for a just and free society.
• Percy Bysshe Shelley:
-
A Romantic poet, also known as the Revolutionary Poet and Lyrical Poet.
-
Notable works include:
-
Adonais
-
Prometheus Unbound
-
A Defense of Poetry
-
Ode to the West Wind
-
To a Skylark
-
The Revolt of Islam
-
Alastor
-
Ozymandias
-
Queen Mab
-
The Cloud
-
Music
-
The Mask of Anarchy
-

1
Updated: 2 months ago
What is described as “a rain of melody”?
Created: 1 month ago
A
Skylark’s presence
B
The clouds
C
The rainbow
D
The forest
Shelley বলেছেন, Skylark-এর উপস্থিতি থেকে ঝরে পড়ে “a rain of melody।” এটি একটি Metaphor, যেখানে Skylark-এর গানকে সুরের বৃষ্টির সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন বৃষ্টি পৃথিবীকে ভিজিয়ে তোলে, তেমনি Skylark-এর গান মন ও পৃথিবীকে ভরিয়ে দেয়। এখানে কবি প্রকৃতির সংগীতকে পবিত্র ও জীবনদায়ী শক্তি হিসেবে তুলে ধরেছেন।

0
Updated: 1 month ago
In "To a Skylark," the bird is a symbol of what?
Created: 2 weeks ago
A
Pure, unburdened joy and art
B
The coming of a harsh winter
C
A military victory
D
The beauty of a sky
Percy Bysshe Shelley-এর প্রখ্যাত কবিতা "To a Skylark"-এ, আকাশপঙ্খী বা skylark কে প্রদর্শন করা হয়েছে নিখুঁত, অবাধ আনন্দ এবং দैবিক শিল্পকলার প্রতীক হিসেবে।
কবিতায় এই পাখিটির গান spontaneous বা আকস্মিক আনন্দের বহিঃপ্রকাশ হিসেবে দেখানো হয়েছে, যা মানুষের জীবনের দুঃখ এবং যন্ত্রণার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়।
-
কবিতার মধ্য দিয়ে Shelley মানুষের struggles-এর সঙ্গে skylark এর blissful জীবনকে contrast করেছেন। পাখিটি একটি "blithe Spirit" যার সঙ্গীত pure এবং unadulterated আনন্দ থেকে উদ্ভূত। এই উপস্থাপনায়, skylark কে এমন এক উচ্চতর এবং আদর্শ অবস্থার প্রতীক হিসেবে দেখা হয়েছে যা মানুষেরা কেবল aspire করতে পারে।
-
কবি চাইছেন পাখির আনন্দের উৎস বোঝার, বিশ্বাস করেন যদি তিনি পাখির আনন্দের অর্ধেকটুকুও অনুভব করতে পারেন, তবে তার নিজের কবিতা পুরো বিশ্বকে শুনার জন্য আকৃষ্ট করবে।
-
skylark এছাড়াও freedom এবং nature-এর sublime beauty-এর প্রতীক। এটি পৃথিবীর উপরে উড়তে পারে, unseen কিন্তু heard, যা transcendence এবং divine-এর সঙ্গে সংযোগের প্রতীক।
-
Shelley একাধিক simile ব্যবহার করেছেন পাখিটির ethereal nature বোঝাতে, যেমন তার গানকে তারা, চাঁদ, thought-এর আলোতে লুকানো একজন কবি বা অন্যান্য সুন্দর কিন্তু intangible phenomenon-এর সঙ্গে তুলনা করা হয়েছে। এই comparisons emphasize করে skylark এর spiritual এবং inspirational শক্তি বা "unpremeditated art"।
-
শেষ পর্যন্ত, skylark এক নিখুঁত, natural form of poetry এবং pure inspiration-এর প্রতীক। এটি প্রকৃতির আনন্দ এবং সৌন্দর্যের শক্তিশালী প্রতীক, যা মানুষের জীবনযাপনের জটিলতা এবং দুঃখের সঙ্গে স্পষ্ট contrast তৈরি করে।

0
Updated: 2 weeks ago