A
Sight and Smell
B
Hearing and Touch
C
Taste and Hearing
D
Touch and Smell
উত্তরের বিবরণ
“Living hues and odours” লাইনে Shelley একসাথে দৃষ্টি (hues = রঙ) এবং ঘ্রাণ (odours = সুবাস) ইন্দ্রিয়কে ব্যবহার করেছেন। এটি একটি সমৃদ্ধ Imagery। বসন্ত এলে পৃথিবী রঙিন হয়ে ওঠে ফুলে-ফলে, আর চারদিকে সুবাস ছড়িয়ে পড়ে।
Shelley এখানে ইন্দ্রিয়গত অভিজ্ঞতাকে কবিতায় মিলিয়ে দিয়েছেন, যাতে পাঠকরা শুধু কল্পনায় নয়, অনুভবেও বসন্তকে উপলব্ধি করতে পারে। এভাবে তিনি West Wind-এর সৃজনশীল ভূমিকা দেখিয়েছেন—যা পৃথিবীকে নতুন রঙ ও সুবাসে ভরিয়ে দেয়।

1
Updated: 4 days ago
What does the Skylark pour from its heart?
Created: 4 days ago
A
Wisdom
B
Melody
C
Profuse strains of unpremeditated art
D
Sacred Hymns
Shelley বলেছেন, Skylark তার পূর্ণ হৃদয় থেকে ঢেলে দেয় “profuse strains of unpremeditated art।” অর্থাৎ, তার গান পরিকল্পনা করে নয়, বরং স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়। এই সঙ্গীত প্রাকৃতিক, খাঁটি এবং নিখুঁত।
এখানে পাখির গান মানুষের কবিতা বা শিল্পের থেকেও ঊর্ধ্বে রাখা হয়েছে, কারণ এটি একেবারেই প্রাকৃতিক এবং অনায়াস। এতে বোঝানো হয়েছে যে সত্যিকারের শিল্প আসে স্বাভাবিক অনুপ্রেরণা থেকে, কৃত্রিম প্রচেষ্টা থেকে নয়।

0
Updated: 4 days ago
Who wrote To a Skylark?
Created: 2 weeks ago
A
John Keats
B
Percy Bysshe Shelley
C
William Wordsworth
D
Samuel Taylor Coleridge

0
Updated: 2 weeks ago
What is the Skylark compared to in stanza 4?
Created: 4 days ago
A
A star of Heaven
B
A diamond
C
A silver arrow
D
A rose in bloom
চতুর্থ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a star of Heaven।” এটি Simile। দিনের আলোয় তারাকে দেখা যায় না, কিন্তু তারা থাকে। তেমনি Skylark আকাশে অদৃশ্য হলেও তার গান চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে কবি পাখিটিকে দৃশ্যমানতা নয়, বরং অদৃশ্য অথচ উপস্থিতির প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

1
Updated: 4 days ago