What does “trumpet of prophecy” mean in the poem?
A
Song of joy
B
Message of revolution
C
Music of nature
D
Silence of death
উত্তরের বিবরণ
“Trumpet of prophecy” মানে হলো ভবিষ্যদ্বাণীর তূর্য। Shelley চান পশ্চিম বাতাস তার কণ্ঠকে ব্যবহার করে মানবজাতির কাছে নতুন যুগের বার্তা পৌঁছে দিক। এটি কেবল কবিতা নয়, বরং বিপ্লবী ভাবনার প্রতীক। কবির কণ্ঠ তখন মানুষের মুক্তির ডাক হয়ে উঠবে।

0
Updated: 1 month ago
What emotion fills the maiden’s secret song?
Created: 1 month ago
A
Fear
B
Anger
C
Love
D
Hatred
Shelley বলেন, সেই কুমারী গোপনে প্রেমময় গান গাইছে। “Soothing her love-laden soul in secret hour” লাইনে বোঝানো হয়েছে, সেই গান প্রেমে ভরা। Skylark-এর গানও তেমনি প্রেমময় এবং আবেগপূর্ণ। এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির গানও মানুষের প্রেমের অনুভূতির মতো গভীর এবং হৃদয়স্পর্শী।

0
Updated: 1 month ago
Who wrote Ode to the West Wind?
Created: 2 months ago
A
Samuel Taylor Coleridge
B
John Keats
C
William Wordsworth
D
Percy Bysshe Shelley

0
Updated: 2 months ago
Which emotions are absent from Skylark’s song?
Created: 1 month ago
A
Fear, anger, and hatred
B
Languor, annoyance, and satiety
C
Love, hope, and joy
D
Pain, tears, and sorrow
Shelley বলেন, Skylark-এর গানে ক্লান্তি (languor), অসন্তোষ (annoyance), আর তৃপ্তিহীনতার বেদনা (satiety) নেই। তার গান একেবারেই খাঁটি আনন্দের প্রতীক। এটি মানুষের জীবনের বিপরীত, যেখানে দুঃখ সবসময় আনন্দের সঙ্গে মিশে থাকে।

2
Updated: 1 month ago