What tone best describes the poem?
A
Celebratory
B
Melancholic yet hopeful
C
Comic
D
Neutral
উত্তরের বিবরণ
পুরো কবিতায় দুঃখ ও বিষণ্নতার ছাপ আছে—Shelley নিজেকে দুর্বল, আঘাতপ্রাপ্ত এবং হতাশ বলে তুলে ধরেছেন। কিন্তু শেষ লাইনে তিনি আশার আলো দেখান: শীতের পরেই বসন্ত আসবেই। ফলে সুরটি বিষণ্ন হলেও আশাবাদী।

1
Updated: 1 month ago
Which human songs are considered inferior to Skylark’s?
Created: 1 month ago
A
Hymns of sorrow
B
Chorus hymeneal and triumphal chants
C
War cries
D
Lullabies
Shelley বলেন, বিবাহের সঙ্গীত (chorus hymeneal) এবং বিজয়সঙ্গীত (triumphal chant) Skylark-এর গানের কাছে তুচ্ছ। এগুলো মানুষের আনন্দ প্রকাশ করলেও তাতে একধরনের অপূর্ণতা থাকে। Skylark-এর গান নিখুঁত ও সীমাহীন আনন্দের প্রতীক।

1
Updated: 1 month ago
What figure of speech is found in the expression "O Wild West Wind"?
Created: 1 week ago
A
Simile
B
Metaphor
C
Apostrophe
D
Hyperbole
এই পঙক্তিতে কবি "O Wild West Wind" বলে পশ্চিমা বাতাসকে সরাসরি সম্বোধন করেছেন, যেন সেটি কোনো জীবন্ত সত্তা বা ব্যক্তি। এই ধরনের প্রকাশভঙ্গিকে Apostrophe বলা হয়।
-
প্রথমত, Apostrophe হলো এমন এক figure of speech যেখানে বক্তা বা কবি কোনো জড় বস্তু, অনুপস্থিত ব্যক্তি বা বিমূর্ত ধারণাকে সরাসরি সম্বোধন করেন যেন তারা উপস্থিত এবং সচেতন।
-
দ্বিতীয়ত, এখানে কবি বাতাসকে শুধু প্রাকৃতিক শক্তি হিসেবে নয়, বরং একজন শক্তিশালী প্রাণবন্ত সত্তা হিসেবে কল্পনা করেছেন — যাকে তিনি “O” শব্দ দিয়ে আহ্বান করছেন।
-
তৃতীয়ত, এই আহ্বান বা সরাসরি সম্বোধনের মধ্য দিয়ে কবি প্রকৃতির সঙ্গে এক আত্মিক যোগাযোগ স্থাপন করেছেন, যা Romantic কবিতার একটি বৈশিষ্ট্য।
অতএব, "O Wild West Wind" লাইনে ব্যবহৃত অলঙ্কারটি Apostrophe, কারণ এখানে কবি প্রকৃতির একটি উপাদানকে জীবন্ত সত্তা হিসেবে ডেকে কথা বলেছেন।

0
Updated: 1 week ago
What flaw does Shelley find in human songs?
Created: 1 month ago
A
They are too loud
B
They contain hidden want
C
They are unnatural
D
They lack rhythm
Shelley বলেন, মানুষের গান যতই সুন্দর হোক না কেন, তাতে সবসময় একটা “hidden want” বা অদৃশ্য অভাব থেকে যায়। মানুষের আনন্দ সবসময় দুঃখের সঙ্গে মিশে থাকে। কিন্তু Skylark-এর গানে কোনো অভাব বা দুঃখ নেই।

0
Updated: 1 month ago