What is the final message of Ode to the West Wind?
A
Death is final
B
Hope follows despair
C
Love conquers all
D
Silence is truth
উত্তরের বিবরণ
শেষ লাইন—“If Winter comes, can Spring be far behind?”—পুরো কবিতার সারমর্ম। এটি শেখায় যে দুঃখ ও ধ্বংসের পরেই নতুন আশা ও জীবনের জন্ম হয়। অর্থাৎ হতাশার পরেই আসে আশার বসন্ত।

0
Updated: 1 month ago
Which sea is described as being awakened by the West Wind?
Created: 1 month ago
A
Baltic Sea
B
Mediterranean Sea
C
Atlantic Ocean
D
Indian Ocean
তৃতীয় canto-তে Shelley বলেছেন, পশ্চিম বাতাস ভূমধ্যসাগরকে (Mediterranean Sea) তার “গ্রীষ্মের স্বপ্ন” থেকে জাগিয়ে তোলে। ভূমধ্যসাগরকে তিনি এমনভাবে কল্পনা করেছেন যেন তা ঘুমিয়ে প্রাসাদ ও টাওয়ারের স্বপ্ন দেখছে।

1
Updated: 1 month ago
What is the Skylark compared to in stanza 4?
Created: 1 month ago
A
A star of Heaven
B
A diamond
C
A silver arrow
D
A rose in bloom
চতুর্থ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a star of Heaven।” এটি Simile। দিনের আলোয় তারাকে দেখা যায় না, কিন্তু তারা থাকে। তেমনি Skylark আকাশে অদৃশ্য হলেও তার গান চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে কবি পাখিটিকে দৃশ্যমানতা নয়, বরং অদৃশ্য অথচ উপস্থিতির প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

2
Updated: 1 month ago
To a Skylark is written by
Created: 2 weeks ago
A
William Wordsworth
B
William Blake
C
John Keats
D
P.B. Shelley
To a Skylark হলো Percy Bysshe Shelley রচিত একটি lyric poem, যা একটি skylark পাখির মাধ্যমে স্বর্গীয় আনন্দ ও আত্মার প্রেরণার প্রতীক উপস্থাপন করে। কবি skylark-এর গানকে joyous spirit of the divine হিসেবে দেখেন এবং নিজেকে তার মতো করতে চান—একজন পাখি, যাকে কখনো দুঃখ, বেদনা বা হতাশা স্পর্শ করেনি। কবিতায় Shelley-এর সুনিপুণ কাব্যিক দক্ষতা ফুটে উঠেছে এবং skylark-এর উড়ান ও গানকে স্বর্গীয় আনন্দের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।
-
লেখক: Percy Bysshe Shelley
-
ধরণ: Lyric Poem
-
প্রসঙ্গ: স্বর্গীয় আনন্দ, আত্মার প্রেরণা, skylark-এর গানের মাধ্যমে আনন্দের প্রকাশ
-
বৈশিষ্ট্য: কবি skylark-এর মতো উঁচুতে উড়ে দুঃখ-বেদনা থেকে মুক্ত থাকতে চায়, গানকে স্বর্গীয় বলে মনে করে

0
Updated: 2 weeks ago