What quality of the poet is chained by “a heavy weight of hours”?
A
His pride
B
His spirit
C
His wealth
D
His silence
উত্তরের বিবরণ
Shelley বলেন সময়ের ভার তার আত্মাকে নত করেছে। আগে তার আত্মা পশ্চিম বাতাসের মতো বুনো ও দ্রুত ছিল, কিন্তু এখন তা ক্লান্ত ও আবদ্ধ। তিনি চান বাতাস তাকে আবার সেই শক্তি ফিরিয়ে দিক।

1
Updated: 1 month ago
What is the main theme of To a Skylark?
Created: 2 weeks ago
A
War and heroism
B
The beauty and perfection of nature
C
The limitations of human life compared to nature’s beauty
D
Love and romance
"To a Skylark"কবিতাটি অবশ্যই প্রকৃতির সৌন্দর্য ও পরিপূর্ণতার উদযাপন, কিন্তু এর মূল এবং সবচেয়ে শক্তিশালী বিষয়টি আসে সেই বিপর্যয় থেকে যা কবি আকাশচড়ার (skylark) সঙ্গে মানুষের তুলনা করে দেখিয়েছেন।
-
আকাশচড়ার পরিপূর্ণতা: কবি আকাশচড়াকে "blithe Spirit" হিসেবে দেখেছেন, যা খাঁটি, বিনা দুঃখবোধের আনন্দের প্রতীক। এর গান সহজ, নিখুঁত এবং কোনো কষ্ট বা ভোগান্তির স্মৃতিতে আক্রান্ত নয়। এটি সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিপূর্ণতার অবস্থায় আছে।
-
মানব সীমাবদ্ধতা: বিপরীতে, কবি মানব অস্তিত্বকে ব্যথা ও অসম্পূর্ণতায় ভরা হিসেবে বর্ণনা করেছেন। আমরা অতীতের চিন্তায় এবং ভবিষ্যতের উদ্বেগে বেঁধে থাকি ("We look before and after, / And pine for what is not")। এমনকি আমাদের সুখও এক ধরনের দুঃখের ছোঁয়া পায়। এটি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে বিখ্যাত লাইনে:
"Our sweetest songs are those that tell of saddest thought." -
কবির চূড়ান্ত ইচ্ছা হলো আকাশচড়ার খাঁটি আনন্দের রহস্য শেখা, যা মানুষের স্বাভাবিকভাবে অর্জন করা সম্ভব নয়।
সুতরাং, কবিতার মূল মনোযোগ হলো আকাশচড়ার নিখুঁততা ব্যবহার করে মানুষের অন্তর্নিহিত সীমাবদ্ধতা এবং দুঃখের বিষয়গুলো অন্বেষণ করা। সঠিক উত্তর হলো (C) মানুষের জীবনের সীমাবদ্ধতা বনাম প্রকৃতির সৌন্দর্য (The limitations of human life compared to nature’s beauty)।

0
Updated: 2 weeks ago
What does “Winter” symbolize in the poem?
Created: 1 month ago
A
Happiness
B
Death and Despair
C
Beauty
D
Joy
Winter বা শীত এখানে মৃত্যু, ক্ষয় ও হতাশার প্রতীক। কিন্তু শীতের পরই বসন্ত আসে, যা পুনর্জন্মের প্রতীক। তাই শীত নেতিবাচক হলেও তার ভেতরেই ইতিবাচক সম্ভাবনা লুকিয়ে আছে।

1
Updated: 1 month ago
Which sea is described as being awakened by the West Wind?
Created: 1 month ago
A
Baltic Sea
B
Mediterranean Sea
C
Atlantic Ocean
D
Indian Ocean
তৃতীয় canto-তে Shelley বলেছেন, পশ্চিম বাতাস ভূমধ্যসাগরকে (Mediterranean Sea) তার “গ্রীষ্মের স্বপ্ন” থেকে জাগিয়ে তোলে। ভূমধ্যসাগরকে তিনি এমনভাবে কল্পনা করেছেন যেন তা ঘুমিয়ে প্রাসাদ ও টাওয়ারের স্বপ্ন দেখছে।

1
Updated: 1 month ago