A
Sparks from an unextinguished hearth
B
Drops of rain from the sky
C
Rays of light from the sun
D
Blossoms from a tree
উত্তরের বিবরণ
Shelley বলেন, তার কবিতা যেন এমনভাবে ছড়িয়ে পড়ে যেমন একটি নিভে না যাওয়া আগুন থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। এটি রূপকভাবে বোঝায় যে কবির কবিতা মানবজাতির মধ্যে বিপ্লবী চিন্তা জাগাবে।

0
Updated: 4 days ago
What ancient city’s ruins are seen beneath the Mediterranean in the poem?
Created: 4 days ago
A
Athens
B
Rome
C
Baiae
D
Troy
Shelley ভূমধ্যসাগরের বর্ণনায় বলেন, “Beside a pumice isle in Baiae’s bay”। Baiae ছিল প্রাচীন রোমের একটি সমৃদ্ধ নগরী, যা পরে জলে তলিয়ে যায়। Shelley এটিকে স্মৃতির প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।

0
Updated: 4 days ago
Which element is associated with the West Wind in Shelley’s poem?
Created: 4 weeks ago
A
Air
B
Water
C
Fire
D
Earth

0
Updated: 4 weeks ago
What does Shelley compare his thoughts to?
Created: 4 days ago
A
Flowers
B
Leaves
C
Flames
D
Clouds
Shelley তার মৃত চিন্তাকে ঝরা পাতার সঙ্গে তুলনা করেছেন। তিনি চান পশ্চিম বাতাস যেন সেই চিন্তাগুলোকে ছড়িয়ে দেয়, যেমন মৃত পাতা উড়িয়ে দেয়। এই তুলনা কবির সৃজনশীলতার পুনর্জন্মের আকাঙ্ক্ষা বোঝায়।

0
Updated: 4 days ago