What is meant by “dirge of the dying year”?
A
Spring’s song
B
The autumn wind
C
Funeral song of the year
D
Winter’s silence
উত্তরের বিবরণ
Shelley পশ্চিম বাতাসকে বলেছেন “dirge of the dying year।” “Dirge” মানে শোকগীতি বা মৃতের জন্য গান। শরৎ হলো বছরের শেষ অধ্যায়, যেখানে প্রকৃতি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোয়। মৃত পাতার পতন, দিন ছোট হয়ে আসা, শীতের আগমন—সব মিলিয়ে এটি বছরের মৃত্যুর প্রতীক।
পশ্চিম বাতাসের গর্জন যেন শোকসংগীতের মতো শোনায়, যা সময়ের অস্থিরতা ও মৃত্যুর অবধারিত সত্যকে প্রকাশ করে। তবে এই মৃত্যু আসলে নতুন জন্মের প্রস্তুতি, তাই এতে লুকানো আছে পুনর্জন্মের সম্ভাবনা।

3
Updated: 1 month ago
Which figure of speech is in “If Winter comes, can Spring be far behind?”
Created: 1 month ago
A
Oxymoron
B
Rhetorical Question
C
Simile
D
Alliteration
শেষ লাইন “If Winter comes, can Spring be far behind?” একটি Rhetorical Question। এখানে প্রশ্ন করা হলেও উত্তর স্পষ্ট—বসন্ত শীতের পরেই আসে। এটি আশা ও পুনর্জন্মের প্রতীক।

1
Updated: 1 month ago
What comparison does Shelley reject when he hears Skylark’s song?
Created: 1 month ago
A
Praise of love or wine
B
Praise of war
C
Praise of nature
D
Praise of glory
Shelley বলেন, তিনি কখনও প্রেম বা মদের প্রশংসায় এত আনন্দময় সঙ্গীত শোনেননি। Skylark-এর গান প্রেমের সঙ্গীত ও উৎসবের গান থেকেও শ্রেষ্ঠ। এটি দেখায় যে প্রকৃতির গান মানুষের কৃত্রিম আনন্দের চেয়ে গভীর ও খাঁটি।

1
Updated: 1 month ago
What is a central theme of "Ode to the West Wind"?
Created: 2 weeks ago
A
The beauty of a calm summer day
B
The cycle of death and rebirth
C
The importance of industrial progress
D
The celebration of monarchy
The poem "Ode to the West Wind" মূলত প্রকৃতির ধ্বংস এবং সৃষ্টি (destruction and creation) চক্রকে কেন্দ্র করে আবর্তিত।
কবি পশ্চিম বায়ুকে (West Wind) উভয় ভূমিকায় দেখেছেন—একদিকে এটি ধ্বংসকারী (destroyer) এবং অন্যদিকে রক্ষাকারী (preserver)।
-
পশ্চিম বাতাস মৃত পাতাগুলো (dead leaves) উড়িয়ে নিয়ে যায়, যা মৃত্যু (death) কে প্রতীক করে।
-
একই বাতাস বীজ (seeds) ছড়িয়ে দেয়, যা বসন্তে (spring) নতুন জীবন নিয়ে আসে এবং পুনর্জন্ম (rebirth) নির্দেশ করে।
-
কবি এই প্রাকৃতিক চক্র ব্যবহার করে নিজের বিপ্লবী চিন্তাভাবনার পুনর্জাগরণের (rejuvenation of revolutionary ideas) ইচ্ছা প্রকাশ করেছেন।
-
কবিতার বিখ্যাত শেষ লাইন, "If Winter comes, can Spring be far behind?" সরাসরি এই শক্তিশালী মৃত্যু এবং পুনর্জন্মের চক্র (cycle of death and rebirth) কে নির্দেশ করছে।

0
Updated: 2 weeks ago