A
A flower, a tree, a star
B
A wave, a leaf, a cloud
C
A flame, a bird, a storm
D
A mountain, a stone, a river
উত্তরের বিবরণ
চতুর্থ canto-তে Shelley তার ব্যক্তিগত বেদনা প্রকাশ করে বলেন, তিনি যদি তরঙ্গ, পাতা বা মেঘ হতে পারতেন তবে পশ্চিম বাতাস তাকে ভাসিয়ে নিয়ে যেত। এখানে কবির আকাঙ্ক্ষা প্রকৃতির শক্তির সঙ্গে মিশে যেতে।

1
Updated: 4 days ago
Which image is used for the Skylark rising higher?
Created: 4 days ago
A
A flame in darkness
B
A cloud of fire
C
A silver star
D
A golden rose
Shelley Skylark-এর উড্ডয়নকে তুলনা করেছেন “a cloud of fire” বা অগ্নিমেঘের সঙ্গে। এটি একটি Simile, যা Skylark-এর দীপ্তি ও জ্যোতির্ময় শক্তিকে বোঝায়।
পাখিটির গানে ও উড্ডয়নে আছে আগুনের মতো তেজ এবং প্রাণশক্তি। এর মাধ্যমে কবি বুঝিয়েছেন, Skylark প্রকৃতির মধ্যে এক অগ্নিস্ফুলিঙ্গ, যা অন্ধকার দূর করে আলো ছড়ায় এবং সৃষ্টিশীল শক্তিকে জাগ্রত করে।

0
Updated: 4 days ago
Which celestial body is said to narrow its lamp at dawn?
Created: 4 days ago
A
The Sun
B
The Moon
C
A Star
D
Jupiter
Shelley বলেছেন, চাঁদের তীব্র আলো ভোরের সাথে ক্ষীণ হয়ে আসে—“Whose intense lamp narrows / In the white dawn clear।” এটি বোঝায়, Skylark-এর গানও কখনও অদৃশ্য হলেও টিকে থাকে, যেমন চাঁদ দিনের আলোয় অদৃশ্য হলেও বাস্তবে থাকে। এর দ্বারা কবি অদৃশ্য সৌন্দর্যের উপস্থিতি বোঝাতে চেয়েছেন।

1
Updated: 4 days ago
Which sea is described as being awakened by the West Wind?
Created: 4 days ago
A
Baltic Sea
B
Mediterranean Sea
C
Atlantic Ocean
D
Indian Ocean
তৃতীয় canto-তে Shelley বলেছেন, পশ্চিম বাতাস ভূমধ্যসাগরকে (Mediterranean Sea) তার “গ্রীষ্মের স্বপ্ন” থেকে জাগিয়ে তোলে। ভূমধ্যসাগরকে তিনি এমনভাবে কল্পনা করেছেন যেন তা ঘুমিয়ে প্রাসাদ ও টাওয়ারের স্বপ্ন দেখছে।

0
Updated: 4 days ago