What figure of speech is in “Each like a corpse within its grave”?
A
Simile
B
Personification
C
Hyperbole
D
Alliteration
উত্তরের বিবরণ
Shelley বীজকে তুলনা করেছেন মৃতদেহের সঙ্গে, যারা কবরের ভেতরে শুয়ে থাকে—“Each like a corpse within its grave।” এটি একটি Simile। বীজগুলো শীতে মাটির নিচে পড়ে থাকে নিস্তব্ধ ও নিষ্প্রাণ অবস্থায়। কিন্তু বসন্ত এলে সেই বীজ আবার জন্ম নেয়। এভাবে কবি মৃত্যুর ভেতরেও নতুন জীবনের সম্ভাবনা দেখিয়েছেন। এটি শুধু প্রকৃতির চক্র নয়, মানুষের জীবনের দুঃখ ও পুনর্জাগরণের প্রতীকও।

0
Updated: 1 month ago
What deeper truth does Shelley believe the Skylark knows?
Created: 1 month ago
A
Secrets of the stars
B
The meaning of death
C
History of mankind
D
Mysteries of the sea
Shelley বলেন, Skylark জাগ্রত বা নিদ্রিত অবস্থায়ও মৃত্যুর সত্য সম্পর্কে মানুষ থেকে গভীর উপলব্ধি রাখে। Skylark-এর গান এত নির্মল যে মনে হয় সে মৃত্যুকেও এক গভীর সত্য হিসেবে বুঝে নিয়েছে।

1
Updated: 1 month ago
What mythological figure is used to describe storm clouds?
Created: 1 month ago
A
Apollo
B
Maenad
C
Pan
D
Orpheus
দ্বিতীয় canto-তে ঝড়ের মেঘকে তুলনা করা হয়েছে Maenad-এর এলোমেলো চুলের সঙ্গে। Maenad ছিল Dionysus-এর পূজায় নৃত্যরত এক উন্মত্ত নারী। এই উপমা ঝড়ের মেঘের ভয়ংকর ও অশান্ত প্রকৃতিকে ফুটিয়ে তোলে।

1
Updated: 1 month ago
What central contrast is symbolized in the poem?
Created: 1 month ago
A
Love vs Hate
B
Death vs Rebirth
C
Man vs God
D
Silence vs Noise
পুরো কবিতাটির মূল প্রতীক হলো মৃত্যু বনাম পুনর্জন্ম। মৃত পাতা মৃত্যু বোঝায়, কিন্তু সেই মৃত পাতা বীজের সঙ্গে নতুন জীবনের প্রস্তুতিও আনে। শীত মৃত্যু বোঝায়, বসন্ত নতুন জন্ম বোঝায়। এটি প্রকৃতির চিরন্তন দ্বৈত চক্র, যা মানুষের জীবনকেও প্রতিফলিত করে।

0
Updated: 1 month ago