Which sense is most vividly appealed to in “living hues and odours”?
A
Sight and Smell
B
Hearing and Touch
C
Taste and Hearing
D
Touch and Smell
উত্তরের বিবরণ
“Living hues and odours” লাইনে Shelley একসাথে দৃষ্টি (hues = রঙ) এবং ঘ্রাণ (odours = সুবাস) ইন্দ্রিয়কে ব্যবহার করেছেন। এটি একটি সমৃদ্ধ Imagery। বসন্ত এলে পৃথিবী রঙিন হয়ে ওঠে ফুলে-ফলে, আর চারদিকে সুবাস ছড়িয়ে পড়ে।
Shelley এখানে ইন্দ্রিয়গত অভিজ্ঞতাকে কবিতায় মিলিয়ে দিয়েছেন, যাতে পাঠকরা শুধু কল্পনায় নয়, অনুভবেও বসন্তকে উপলব্ধি করতে পারে। এভাবে তিনি West Wind-এর সৃজনশীল ভূমিকা দেখিয়েছেন—যা পৃথিবীকে নতুন রঙ ও সুবাসে ভরিয়ে দেয়।

1
Updated: 1 month ago
Describe the rhyme scheme of "Ode to The West Wind"-
Created: 2 weeks ago
A
The poem follows the pattern ABAB
B
The poem does not rhyme
C
The poem's rhyme scheme is best illustrated as AABB
D
The middle line of each stanza provides the rhyme for the first and third lines of the next stanza
"Ode to the West Wind" কবিতাটি একটি বিশেষ ধরণের ছন্দভঙ্গিতে লেখা, যা terza rima নামে পরিচিত। এটি তিন লাইনের স্টাঞ্জা বা ছন্দবদ্ধ পংক্তি নিয়ে গঠিত এবং এর একটি নির্দিষ্ট, interlocking rhyme scheme থাকে।
-
প্রথম চারটি স্টাঞ্জার জন্য ছন্দের প্যাটার্ন হলো ABA BCB CDC DED।
-
প্রতিটি স্টাঞ্জার প্রথম ও তৃতীয় লাইন একে অপরের সাথে ছন্দ মিলায়।
-
স্টাঞ্জারটির মধ্যবর্তী লাইন পরবর্তী স্টাঞ্জারটির প্রথম ও তৃতীয় লাইনের সাথে মিলিয়ে একটি chain-like effect তৈরি করে, যা কবিতার গতিকে এগিয়ে নিয়ে যায়।
-
কবিতার শেষ অংশে একটি ছন্দযুক্ত rhyming couplet (EE) থাকে।
-
তাই, পাঁচটি অংশের সম্পূর্ণ ছন্দপ্যাটার্ন হলো ABA BCB CDC DED EE।

0
Updated: 2 weeks ago
What happens to the sea-blooms in the Atlantic?
Created: 1 month ago
A
They shine brightly
B
They tremble and turn grey
C
They bloom with fragrance
D
They vanish completely
তৃতীয় canto-তে Shelley বলেন, আটলান্টিক মহাসাগরের তলদেশে থাকা sea-blooms পশ্চিম বাতাসের শব্দে কেঁপে ওঠে এবং ভয় পেয়ে ধূসর হয়ে যায়। এটি প্রকৃতির গভীরতম স্তরে বাতাসের প্রভাবকে বোঝায়।

2
Updated: 1 month ago
Ozymandias, a sonnet about the ruins of a statue, was authored by:
Created: 2 weeks ago
A
Percy Bysshe Shelley
B
Samuel Taylor Coleridge
C
Robert Browning
D
Alfred Lord Tennyson
“Ozymandias” একটি বিখ্যাত সনেট, যেখানে ভগ্নপ্রায় এক প্রতিমার মাধ্যমে মানুষের অহংকার ও ক্ষমতার ক্ষণস্থায়িত্ব প্রকাশ পেয়েছে। কবিতায় দেখা যায়, এক ভাস্কর তার শাসকের শক্তি ও মহিমার প্রশংসা করলেও আজ সেই মহিমা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে রাজত্ব, ক্ষমতা কিংবা অহংকার চিরস্থায়ী নয়; সময় সবকিছুকে ভেঙে দেয়। কবিতাটি মানুষের অহংকার বনাম প্রাকৃতিক ও ঐতিহাসিক শক্তির এক গভীর প্রতীকী রূপক হিসেবে দাঁড়িয়েছে। এই সনেটটি রচনা করেছিলেন ইংরেজি রোমান্টিক কবি Percy Bysshe Shelley। তাই সঠিক উত্তর হলো – ক) Percy Bysshe Shelley।
বিস্তারিত আলোচনা
Ozymandias
-
এটি Percy Bysshe Shelley রচিত একটি কবিতা।
-
এটি একটি Sonnet।
-
প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে ফারাও রামসেস II-এর গ্রীক নাম।
-
কবিতার প্রধান শিক্ষা হলো, ক্ষমতা ও অহংকার ক্ষণস্থায়ী।
-
যত শক্তিশালী ও ক্ষমতাবান শাসকই হোক না কেন, তার আধিপত্য সময়ের সাথে ধ্বংস হয়ে যায়।
P. B. Shelley
-
তিনি একজন ইংরেজি রোমান্টিক কবি।
-
তাঁর রচনায় ব্যক্তিগত প্রেম, স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও মানবমুক্তির প্রতি গভীর আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে।
-
Shelley-র কবিতা ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্য হিসেবে স্বীকৃত।
Best Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci

0
Updated: 2 weeks ago