What instrument does Shelley want to become in Canto V?
A
A flute
B
A lyre
C
A trumpet
D
A harp
উত্তরের বিবরণ
Shelley পশ্চিম বাতাসকে বলেন, “Make me thy lyre, even as the forest is”। বনভূমি যেমন বাতাসের বাদ্যযন্ত্র হয়, তেমনি তিনি চান বাতাস তার মনকেও বাদ্যযন্ত্রে রূপ দিক। Lyre এখানে কবির কণ্ঠ ও সৃষ্টিশীলতার প্রতীক।

1
Updated: 1 month ago
What does Shelley ask the Skylark to teach mankind?
Created: 1 month ago
A
How to sing
B
Sweet thoughts
C
How to fly
D
How to shine
Shelley বলেন, “Teach us, Sprite or Bird, what sweet thoughts are thine।” কবি জানতে চান, Skylark-এর ভেতরে কী মধুর চিন্তা আছে যা তার গানকে এত সুন্দর করে তোলে। এটি কবির অনুপ্রেরণা লাভের আকাঙ্ক্ষা।

3
Updated: 1 month ago
What does Shelley want the West Wind to drive over the universe?
Created: 1 month ago
A
His joy
B
His dead thoughts
C
His tears
D
His love
Shelley বলেন, “Drive my dead thoughts over the universe / Like wither’d leaves।” তিনি চান বাতাস তার মৃত চিন্তাগুলোকে উড়িয়ে নিয়ে যাক, যেমন ঝরা পাতা উড়ে যায়। এখানে কবি নিজের হতাশাকে প্রকাশ করছেন, তবে একইসাথে আশাও দেখাচ্ছেন—যে মৃত চিন্তার ভেতর থেকেই নতুন জীবনের জন্ম হতে পারে।

0
Updated: 1 month ago
What does Shelley wish to become in Canto IV?
Created: 1 month ago
A
A flower, a tree, a star
B
A wave, a leaf, a cloud
C
A flame, a bird, a storm
D
A mountain, a stone, a river
চতুর্থ canto-তে Shelley তার ব্যক্তিগত বেদনা প্রকাশ করে বলেন, তিনি যদি তরঙ্গ, পাতা বা মেঘ হতে পারতেন তবে পশ্চিম বাতাস তাকে ভাসিয়ে নিয়ে যেত। এখানে কবির আকাঙ্ক্ষা প্রকৃতির শক্তির সঙ্গে মিশে যেতে।

2
Updated: 1 month ago