A
সংস্কৃত লিপি
B
চীনা লিপি
C
আরবি লিপি
D
ব্রাহ্মী লিপি
উত্তরের বিবরণ
বাংলা লিপির উৎপত্তি:
বাংলা ভাষার নিজস্ব একটি লিপি রয়েছে, যার নাম বাংলা লিপি। এই লিপিতে মোট ৫০টি বর্ণ থাকে, যার মধ্যে ১১টি স্বরবর্ণ এবং ৩৯টি ব্যঞ্জনবর্ণ রয়েছে।
বাংলা লিপির ইতিহাস প্রায় আড়াই হাজার বছর আগের। উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়েছিল। ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতকের দিকে কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি আসলে এই কুটিল লিপির পরিবর্তিত রূপ। এ ছাড়া অহমিয়া, বোড়ো, মণিপুর সহ কয়েকটি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত ও মৈথিলি ভাষাও এক সময় এই লিপিতে লেখা হতো।
বাংলা লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা কুটিল লিপি থেকে হয়েছে। ব্রাহ্মী লিপির তিনটি প্রধান রূপ রয়েছে:
-
সারদা
-
নাগর
-
কুটিল
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago