What image does Shelley use for his words spreading among mankind?
A
Sparks from an unextinguished hearth
B
Drops of rain from the sky
C
Rays of light from the sun
D
Blossoms from a tree
উত্তরের বিবরণ
Shelley বলেন, তার কবিতা যেন এমনভাবে ছড়িয়ে পড়ে যেমন একটি নিভে না যাওয়া আগুন থেকে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। এটি রূপকভাবে বোঝায় যে কবির কবিতা মানবজাতির মধ্যে বিপ্লবী চিন্তা জাগাবে।

1
Updated: 1 month ago
What instrument does Shelley want to become in Canto V?
Created: 1 month ago
A
A flute
B
A lyre
C
A trumpet
D
A harp
Shelley পশ্চিম বাতাসকে বলেন, “Make me thy lyre, even as the forest is”। বনভূমি যেমন বাতাসের বাদ্যযন্ত্র হয়, তেমনি তিনি চান বাতাস তার মনকেও বাদ্যযন্ত্রে রূপ দিক। Lyre এখানে কবির কণ্ঠ ও সৃষ্টিশীলতার প্রতীক।

1
Updated: 1 month ago
Which emotions are absent from Skylark’s song?
Created: 1 month ago
A
Fear, anger, and hatred
B
Languor, annoyance, and satiety
C
Love, hope, and joy
D
Pain, tears, and sorrow
Shelley বলেন, Skylark-এর গানে ক্লান্তি (languor), অসন্তোষ (annoyance), আর তৃপ্তিহীনতার বেদনা (satiety) নেই। তার গান একেবারেই খাঁটি আনন্দের প্রতীক। এটি মানুষের জীবনের বিপরীত, যেখানে দুঃখ সবসময় আনন্দের সঙ্গে মিশে থাকে।

2
Updated: 1 month ago
Who is the poet of the poem “Ozymandias”?
Created: 2 months ago
A
P. B. Shelley
B
William Wordsworth
C
S. T. Coleridge
D
John Keats
Romantic Age-এর অন্যতম প্রসিদ্ধ কবি হলেন Percy Bysshe Shelly (P.B. Shelly)। তাকে বলা হয়- Revolutionary poet, poet of Hope and Regeneration। Shelly'র কিছু বিখ্যাত কবিতা নিম্নরূপ:
1. The Masque of Anarchy 2. The Revolt of Islam 3. Ode to the West Wind 4. Ode to a Skylark 5. Ozymandias (famous sonnet) 6. The Cloud 7. Alaster (আত্মজীবনী) 8. Queen Mab (প্রথম দীর্ঘ কবিতা) 9. When Soft Voices Die.

1
Updated: 2 months ago