A
Baltic Sea
B
Mediterranean Sea
C
Atlantic Ocean
D
Indian Ocean
উত্তরের বিবরণ
তৃতীয় canto-তে Shelley বলেছেন, পশ্চিম বাতাস ভূমধ্যসাগরকে (Mediterranean Sea) তার “গ্রীষ্মের স্বপ্ন” থেকে জাগিয়ে তোলে। ভূমধ্যসাগরকে তিনি এমনভাবে কল্পনা করেছেন যেন তা ঘুমিয়ে প্রাসাদ ও টাওয়ারের স্বপ্ন দেখছে।

0
Updated: 4 days ago
What does Shelley say about human laughter?
Created: 4 days ago
A
It is pure joy
B
It is always mixed with some pain
C
It is artificial
D
It is divine
Shelley বলেন, মানুষের আন্তরিক হাসিও যন্ত্রণার সঙ্গে মিশ্রিত। আমাদের সুখের ভেতরেও সবসময় বেদনার ছায়া থাকে। এটাই মানুষের জীবনের ট্র্যাজেডি।

0
Updated: 4 days ago
How does Shelley address the Skylark in the opening line?
Created: 4 days ago
A
Merry Bird
B
Blithe Spirit
C
Joyful Singer
D
Spirit of Music
কবিতার শুরুতেই Shelley Skylark-কে কেবল একটি পাখি হিসেবে নয়, বরং এক “Blithe Spirit” বা আনন্দময় আত্মা হিসেবে সম্বোধন করেছেন। এটি Apostrophe-এর উদাহরণ, যেখানে কবি সরাসরি একটি বিমূর্ত সত্তাকে সম্বোধন করেন।
Shelley-এর চোখে Skylark পাখি নয়, বরং আনন্দ, মুক্তি ও অনুপ্রেরণার প্রতীক। প্রকৃতির মধ্যে যে আনন্দময় শক্তি আছে, Skylark সেই শক্তিকে প্রতিফলিত করে। তাই কবি এটিকে সাধারণ প্রাণী নয়, এক ঐশ্বরিক আত্মা হিসেবে কল্পনা করেছেন।

0
Updated: 4 days ago
‘If Winter comes, can Spring be far behind?’ – Who wrote this?
Created: 3 weeks ago
A
William Blake
B
S. T. Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
Romantic Age-এর অন্যতম প্রসিদ্ধ কবি হলেন Percy Bysshe Shelley (P.B. Shelley)। তাঁকে বলা হয়- Revolutionary poet, poet of Hope and Regeneration If Winter comes, can Spring be far behind? উদ্ধৃতি তাঁর বিখ্যাত কবিতা Ode to the West Wind থেকে উদ্ধৃত।

0
Updated: 3 weeks ago