A
Clouds
B
Leaves
C
Seeds
D
Flowers
উত্তরের বিবরণ
“Winged seeds” হলো বীজ, যেগুলো পশ্চিম বাতাস মাটির নিচে শুইয়ে রাখে। এগুলো দেখতে মৃত দেহের মতো, কিন্তু বসন্ত এলে সেগুলো নতুন জীবন পায়। এখানে বীজ জীবনচক্র ও পুনর্জন্মের প্রতীক।

1
Updated: 4 days ago
'If winter comes, can spring be far behind?' These lines were written by-
Created: 1 month ago
A
Keats
B
Frost
C
Eliot
D
Shelley
"If Winter comes, can Spring be far behind?" — এই লাইনটি P.B. Shelley-এর লেখা Ode to the West Wind কবিতার শেষ লাইন। কবিতাটি ১৮২০ সালে প্রকাশিত হয় এবং এটি লেখা হয় ইতালির ফ্লোরেন্স শহরের কাছাকাছি Cascine wood-এ।
অনেকে মনে করেন, এটি Shelley তাঁর সন্তান উইলিয়ামের মৃত্যুর শোক থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন। কবিতায় তিনি পশ্চিম বাতাসের (West Wind) শক্তিকে বিপ্লবের প্রতীক হিসেবে তুলে ধরেছেন এবং আশা প্রকাশ করেছেন এই বাতাস যেন পরিবর্তনের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়।
Shelley ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কবি, যিনি প্রেম এবং সামাজিক ন্যায়ের সন্ধানে গভীরভাবে নিবেদিত ছিলেন। তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে Ozymandias, To a Skylark, ও Adonais এবং নাটকের মধ্যে আছে Prometheus Unbound ও The Cenci।

0
Updated: 1 month ago
What does Shelley wish to become in Canto IV?
Created: 4 days ago
A
A flower, a tree, a star
B
A wave, a leaf, a cloud
C
A flame, a bird, a storm
D
A mountain, a stone, a river
চতুর্থ canto-তে Shelley তার ব্যক্তিগত বেদনা প্রকাশ করে বলেন, তিনি যদি তরঙ্গ, পাতা বা মেঘ হতে পারতেন তবে পশ্চিম বাতাস তাকে ভাসিয়ে নিয়ে যেত। এখানে কবির আকাঙ্ক্ষা প্রকৃতির শক্তির সঙ্গে মিশে যেতে।

1
Updated: 4 days ago
What is the Skylark compared to in stanza 4?
Created: 4 days ago
A
A star of Heaven
B
A diamond
C
A silver arrow
D
A rose in bloom
চতুর্থ স্তবকে Skylark-কে বলা হয়েছে “Like a star of Heaven।” এটি Simile। দিনের আলোয় তারাকে দেখা যায় না, কিন্তু তারা থাকে। তেমনি Skylark আকাশে অদৃশ্য হলেও তার গান চারদিকে ছড়িয়ে পড়ে। এখানে কবি পাখিটিকে দৃশ্যমানতা নয়, বরং অদৃশ্য অথচ উপস্থিতির প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

1
Updated: 4 days ago