What does Shelley wish to become in Canto IV?
A
A flower, a tree, a star
B
A wave, a leaf, a cloud
C
A flame, a bird, a storm
D
A mountain, a stone, a river
উত্তরের বিবরণ
চতুর্থ canto-তে Shelley তার ব্যক্তিগত বেদনা প্রকাশ করে বলেন, তিনি যদি তরঙ্গ, পাতা বা মেঘ হতে পারতেন তবে পশ্চিম বাতাস তাকে ভাসিয়ে নিয়ে যেত। এখানে কবির আকাঙ্ক্ষা প্রকৃতির শক্তির সঙ্গে মিশে যেতে।

2
Updated: 1 month ago
What is the central theme of Ode to the West Wind?
Created: 1 month ago
A
Love and Marriage
B
Death, Rebirth, and the Power of Nature
C
War and Victory
D
Friendship and Loyalty
পুরো কবিতার কেন্দ্রীয় থিম হলো মৃত্যু ও পুনর্জন্মের চক্র, এবং প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি। West Wind একদিকে ধ্বংস আনে, অন্যদিকে নতুন জীবনের সম্ভাবনা সৃষ্টি করে। Shelley এই প্রাকৃতিক সত্যকে মানুষের জীবন ও কবিতার অনুপ্রেরণার প্রতীক হিসেবে ব্যবহার করেছেন।

1
Updated: 1 month ago
What does Shelley compare his thoughts to?
Created: 1 month ago
A
Flowers
B
Leaves
C
Flames
D
Clouds
Shelley তার মৃত চিন্তাকে ঝরা পাতার সঙ্গে তুলনা করেছেন। তিনি চান পশ্চিম বাতাস যেন সেই চিন্তাগুলোকে ছড়িয়ে দেয়, যেমন মৃত পাতা উড়িয়ে দেয়। এই তুলনা কবির সৃজনশীলতার পুনর্জন্মের আকাঙ্ক্ষা বোঝায়।

0
Updated: 1 month ago
What does the skylark symbolize in the poem?
Created: 2 weeks ago
A
Freedom and inspiration
B
Power and ambition
C
Suffering and sadness
D
Death
In Shelley's poem, the skylark is a powerful symbol representing freedom and inspiration, যা মানুষের সীমাবদ্ধতার বাইরে থাকে এবং শিল্পীকে অনুপ্রেরণা দেয়।
-
Freedom: The skylark represents a kind of absolute freedom যা মানুষ কখনও পুরোপুরি অর্জন করতে পারে না।
-
Physical Freedom: এটি "higher still and higher" উড়ে, অর্থাৎ পৃথিবীর সীমাবদ্ধতার বাইরে চলে যায়।
-
Spiritual/Emotional Freedom: এর গানকে "unpremeditated art" হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি খাঁটি, আনন্দময় এবং মানব জীবনের উদ্বেগ থেকে মুক্ত। পাখিটি কখনও "look before and after, / And pine for what is not" করে না। এটি পুরোপুরি বর্তমান মুহূর্তের আনন্দে থাকে।
-
-
Inspiration: বক্তা skylark-কে ultimate poet বা muse হিসেবে দেখেন। তার সুন্দর গানের প্রতি অনুপ্রেরণা ও বিস্ময় এত বড় যে তিনি পুরো কবিতাটি সেই উৎস বোঝার জন্য উৎসর্গ করেছেন। শেষ স্তবকে তিনি সরাসরি পাখিটির কাছে অনুরোধ করছেন:
"Teach me half the gladness
That thy brain must know,
Such harmonious madness
From my lips would flow
The world should listen then, as I am listening now." -
বক্তার বিশ্বাস, যদি তিনি skylark-এর খাঁটি আনন্দের fraction-ও ধরতে পারেন, তিনি এমন কবিতা রচনা করতে পারবেন যা পুরো পৃথিবীকে মুগ্ধ করবে। এই পাখি শিল্পীকে অনুপ্রেরণা দেওয়ার চূড়ান্ত প্রতীক।

0
Updated: 2 weeks ago